ক্ষুব্ধ বনমন্ত্রী
বারণ ভেঙে কুলিকে বক্স
রিযায়ী পাখিদের অবাধ বিচরণে যাতে অসুবিধা না হয় সে জন্য পিকনিকের মরশুমে রায়গঞ্জ কুলিক পক্ষিনিবাস চত্বরে সাউন্ডবক্স ও মাইক বাজানোর ওপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল বন দফতর। সম্প্রতি, পক্ষিনিবাস পরিদর্শন করে বন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে ওই নির্দেশ দেন বনমন্ত্রী হিতেন বর্মন। তা সত্ত্বেও বনকর্তাদের গাফিলতির জেরে রবিবার নতুন বছরের প্রথম দিন দিনভর পক্ষিনিবাস চত্বরে সাউন্ডবক্স ও মাইক বাজিয়ে কয়েক হাজার পর্যটক পিকনিক করলেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফে বিষয়টি বনমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত হয়। ঘটনা জেনে ক্ষুব্ধ বনমন্ত্রী এদিন বলেন, “বনকর্তাদের নির্দেশ দেওয়া সত্বেও কীভাবে পর্যটকরা মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক করলেন তা খোঁজ নিয়ে দেখছি। দফতরের কর্মী আধিকারিকদের কোনও গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা হবে।” রায়গঞ্জের বিভাগীয় বনাধিকারিক অপূর্ব সেন বলেন, “কর্মীর অভাবে ঠিকমতো নজরদারি হয়নি। তবে সকালে বহু র সাউন্ডবক্স ও মাইক বন্ধ করা হয়। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল। পুলিশ সেভাবে সহযোগিতা না করায় পুরোপুরি বন্ধ করা যায়নি।” রায়গঞ্জের ডিএসপি অম্লান ঘোষ অবশ্য বলেন, ‘‘বনকর্তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পুলিশের ওপর দায় চাপাচ্ছেন। যথেষ্ট পুলিশ ছিল। পুলিশের কী করণীয় সে ব্যাপারে তাঁরা কোনও গাইডলাইন দেননি।”
রবিবার কুলিকে ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ।
পিকনিকের মরশুমে পক্ষিনিবাস চত্বরে পর্যটকদের মাইক ও সাউন্ডবক্স বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন খোদ বনমন্ত্রী। বনমন্ত্রী বলেন, “কুলিক পক্ষিনিবাস চত্বরে পরিযায়ী পাখিদের অবাধ বিচরণ, প্রজনন ও নিরাপদে থাকতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পিকনিকের মরশুমে সাউন্ডবক্স ও মাইক বাজানো নিষিদ্ধ করতে বলা হয়। পর্যটকরা পক্ষিনিবাসে পিকনিক করতে এসে সাউন্ডবক্স ও মাইক বাজাতে পারবেন না বলেও বনকর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম। বিষয়টি নিয়ে দফতরের তরফে সচেতনতা চালানো হয়েছিল কি না খোঁজ নিয়ে দেখছি।” প্রতি বছর জানুয়ারি মাস জুড়ে উত্তর দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার পর্যটক পক্ষিনিবাসে পিকনিক করতে আসেন। প্রতি বছরই পর্যটকরা পক্ষিনিবাস সংলগ্ন পিকনিক স্পট-সহ প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থাকা অসংরক্ষিত এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স ও মাইক বাজিয়ে পিকনিকের আয়োজন করেন বলে অভিযোগ। রবিবার বছরের প্রথম দিনেও তার ব্যতিক্রম হয়নি বলে অভিযোগ। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরিন্দম সরকার বলেন, “আমার সামনেই বনমন্ত্রী মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে পর্যটকদের পিকনিক বন্ধ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। বনকর্তারা সেই নির্দেশ মানেননি। দলের তরফে বিষয়টি বনমন্ত্রীকে জানানো হচ্ছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.