করলা কাণ্ডের তিস্তা নিয়ে সাবধানী জলপাইগুড়ি পুরসভা। দূষণ থেকে নদীকে বাঁচাতে শীতের মরসুমে তিস্তার চরে পিকনিকে জারি হয়েছে বিধিনিষেধ। জলপাইগুড়ি শহর ছুঁয়ে বয়ে যাওয়া তিস্তার বিস্তৃত চরে পিকনিকের দৃশ্য অতি পরিচিত। পিকনিকের পরে তরিতরকারির খোসা থেকে শুরু করে প্লাস্টিক ক্যারিব্যাগ, মোড়ক-সহ যাবতীয় বর্জ্য তিস্তা নদীতে ফেলে দেওয়াও পরিচিত ঘটনা। করলায় বিষকাণ্ডের পরে তিস্তা নদীতে দূষণের ঝুঁকি নিতে রাজি নন পুর কর্তৃপক্ষ। তিস্তার চর জুড়ে পিকনিকের বর্জ্য ফেলার ডাস্টবিন তৈরি করে দিয়েছে পুরসভা। পিকনিক করতে আসা দলগুলি যাতে নদীতে বর্জ্য না ফেলে নির্দিষ্ট করে রাখা জায়গায় বর্জ্য ফেলে সে জন্য কর্মীদের নজরদারির নির্দেশ দিয়েছে পুরসভা। পুর চেয়ারম্যান মোহন বসু বলেন, “নদী দূষণের সমস্যা কী আকার ধারণ করতে পারে, করলার বিষকাণ্ড তা দেখিয়ে দিয়েছে। সে কারণেই নদী নিয়ে সামান্য ঝুঁকি নিতে রাজি নই আমরা।” জেলা প্রশাসন ও পুরসভা যৌথ ভাবে এই বিষয়ে নজরদারি চালাবে বলে জানানো হয়েছে। জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “করলা নিয়ে পুরসভার বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনও সাহায্য করবে।” |
তিস্তার চরে পুরসভার তৈরি ডাস্টবিন। ছবি: সন্দীপ পাল। |
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পিকনিকের দলগুলির সুবিধায় তিস্তা চরের নানা জায়গায় অস্থায়ী শৌচালয় করেন পুর কর্তৃপক্ষ। জুবিলি পার্ক লাগোয়া তিস্তার চর পুরসভা মধ্যে না পড়লেও দূষণ ঠেকাতে উদ্যোগী হয়েছেন পুর কর্তৃপক্ষ। পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “চরে অসংখ্য পিকনিক দল আসে। পিকনিকের পরে নদীতে বর্জ্য ফেলায় দূষণের আশঙ্কা থেকে যায়। প্লাস্টিক-জাত বর্জ্যের থেকে নদী দূষিত হওয়ার আশঙ্কা থাকে। সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পিকনিক শেষ হওয়ার পরে বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। পুরকর্মীরা সেখান থেকে বর্জ্য তুলে নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন। মহিলাদের সুবিধের কথা মাথায় রেখে শৌচাগারও তৈরি হয়েছে।” গত শনিবার থেকে তিস্তা ব্যারাজের জল করলায় ছাড়া শুরু হলেও করলার যে অংশে বিষক্রিয়া হয় অর্থাৎ জলপাইগুড়ি শহর এলাকায় সে জল এসে পৌঁছয়নি। মজে যাওয়া করলায় তিস্তার জল ছড়িয়ে পড়ছে। সে জন্য জলপাইগুড়ি শহর এলাকার জল এসে পৌঁছতে সময় লাগছে। আজ, সোমবার তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ার কাজ চলবে বলে জানানো হয়েছে। ২৮ নভেম্বর করলা নদীতে বিষক্রিয়ায় প্রচুর মাছের মৃত্যু হয়। |