টুকরো খবর |
চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ইউনিয়ন |
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
|
কংগ্রেসের ১২৭ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন উপলক্ষে দলের হুগলি জেলা কমিটির ডাকে ‘সংহতি ফুটবল উৎসব’-এ চ্যাম্পিয়ন হল কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন। বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে গত ২৪ ডিসেম্বর ৮টি দলকে নিয়ে ওই প্রতিযোগিতা শুরু হয়। রবিবার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন ১-০ গোলে হারায় বিএস পার্ককে। ম্যাচের অন্তিম লগ্নে চমৎকার ভলিতে জয়সূচক গোলটি করে ফ্রেন্ডস ইউনিয়নের শেখ সাচ্চু। মাঠ-ভর্তি দর্শক ছিল। সাচ্চুই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যাচ পরিচালনা করেন ফিফা রেফারি বিপ্লব পোদ্দার। সেমিফাইনালে বিএসপার্ক হারায় চন্দননগর সিসি-কে। ফ্রেন্ডস ইউনিয়ন হারায় মানকুণ্ডু স্পোর্টিংকে। এ দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী আবু হেনা, প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়, স্বরূপ দাস, শিশির ঘোষ প্রমুখ। জেলা কংগ্রেস সভাপতি দিলীপ নাথ জানান, বিএস পার্ক মাঠের উন্নতিকল্পে প্রদীপ ভট্টাচার্য সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। ক্লাবের কর্মকর্তা সৌমেন ঘোষ বলেন, “আব্দুল মান্নানের প্রচেষ্টাতেই আমরা টাকাটা পাচ্ছি। ওই টাকায় ক্লাবের তাবু এবং মাঠ সংস্কার করব।” ফাইনালের শেষে আতসবাজি প্রদর্শনী হয়। প্রদীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ করছি, ফুটবলের প্রতিভা অন্বেষণে রাজ্য উদ্যোগী হোক। শুধু কলকাতা নয়, জেলা থেকেও ফুটবলার তৈরির দিকে নজর দেওয়া হোক।” শুক্রবার এই প্রতিযোগিতায় এসে প্রাক্তন ফুটবলার গৌতম সরকার কলকাতা মাঠে ‘নিম্নমানের’ বিদেশি ফুটবলারদের সমালোচনা করেন।
|
তৃণমূলের অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • ধনেখালি ও আমতা |
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবিবার দলের জন্মদিন পালন করলেন তৃণমূলের ধনেখালি মহিলা সমিতির সদস্যেরা। রবিবার গুড়াপ রেল ময়দানে এই উপলক্ষে হাজির ছিলেন হুগলির সাংসদ রত্না দে নাগ ও ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ দিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমতার ফতেপুরে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন উলুবেড়িয়ার সাংসদ তথা কেন্দ্রীয় পর্যটন দফতরের প্রতিমন্ত্রী সুলতান আহমেদ-সহ বিভিন্ন কেন্দ্রের দলীয় বিধায়ক এবং স্থানীয় নেতা-কর্মীরা।
|
ভস্মীভূত চারটি বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
আগুন লেগে চারটি বাড়ি পুড়ে গিয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে পাঁচলার জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতের কলাগাছিয়া পারালপাড়া গ্রামে। এ দিন রাত সাড়ে ৮টা নাগাদ একটি বাড়ির রান্নাঘরে প্রথমে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশাপাশি অন্যান্য বাড়িগুলিতে। অধিকাংশ বাড়ি ছিল টালি এবং টিনের ছাউনি দেওয়া এবং কাঠের কাঠামো। খবর পেয়ে উলুবেড়িয়া থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তার আগেই চারটি বাড়ি কার্যত ভস্মীভূত হয়ে যায়। তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় আগুন আর ছড়ায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত হবে বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে।
|
পাচারের নালিশ, গ্রেফতার তরুণী |
নিজস্ব সংবাদদাতা • দাদপুর |
কাজের লোভ দেখিয়ে হুগলির দাদপুরের গোয়াই গ্রামের এক কিশোরীকে বিহারে পাচারের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে ওই গ্রাম থেকেই অর্পিতা মুর্মু নামে ওই তরুণীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বেলমুড়ির ফিডার রোডে। কিশোরীকে গত ৩০ ডিসেম্বর বিহারের পশ্চিম চম্পারণ জেলার সাতি থানার শিউপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা আনে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবরে নাচের দলে কাজ দেওয়ার নাম করে গোয়াই গ্রামেরই ওই কিশোরীকে নিয়ে যায় অর্পিতা। মেয়ের কোনও খোঁজ না পেয়ে তার মা অর্পিতার নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই কিশোরী বিহারে রয়েছে। তাকে উদ্ধার করা হয়। অর্পিতার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এ দিন অর্পিতা ওই গ্রামে যেতেই তাকে গ্রেফতার করা হয়।
|
নাট্যমেলা পাণ্ডুয়া ও বাঁশবেড়িয়ায় |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
পাণ্ডুয়া ডায়মন্ড ক্লাবের পরিচালনায় দ্বাদশ নাট্যমেলা অনুষ্ঠিত হল গত ২৯শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত। পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে নাট্যমেলার উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি প্রদীপ সাহা। বিভিন্ন জেলার ১১টি নাট্যসংস্থা এই মেলায় যোগ দিয়েছিল। মেলার শেষ দিনে ডায়মন্ড ক্লাবের সদস্যেরা পরিবেশন করেন সুকান্ত গোস্বামী নির্দেশিত ও শ্যামল চন্দ্র রচিত ‘গেটম্যান’। অন্য দিকে, বাঁশবেড়িয়ার ‘বৃশ্চিক’-এর ৩৬ তম বর্ষপূর্তিতে দিলীপ মুখোপাধ্যায় স্মৃতি নাট্য উৎসব অনুষ্ঠিত হল গত ২১-২৫ শে ডিসেম্বর। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা অনুপ মতিলাল। বিভিন্ন জেলার মোট ৮টি নাট্য দল এই মেলায় যোগ দেয়। বৃশ্চিক প্রযোজিত তাপস মুখোপাধ্যায় নির্দেশিত ‘উত্তরাধিকার’ নাটকটি দর্শকদের মন জয় করেছে।
|
পুলিশ পিটিয়ে ধৃত ৪ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুলিশকে মারধরের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। পুলিশি সূত্রের খবর, রাতে জিটি রোডে যান নিয়ন্ত্রণ করছিলেন চার জন পুলিশকর্মী। চার যুবকের সঙ্গে তাঁদের বচসা হয়। তার পরেই ওই পুলিশকর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তিন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চার যুবককে তার পরেই গ্রেফতার করা হয় বলে জানান তদন্তকারী অফিসারেরা।
|
মার্কসবাদী ফব নেতা প্রহৃত, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের এক নেতাকে মারধরের অভিযোগ উঠল তারকেশ্বরে। নির্মল মণ্ডল নামে ওই নেতা রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীর আপ্ত সহায়ক ছিলেন। এক যুবকের বিরুদ্ধে তারকেশ্বর থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন নির্মলবাবু। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, এ দিন দুপুর ১২টা নাগাদ মোটরবাইকে চেপে তিনি তারকেশ্বরের পদ্মপুকুরে নিজের বাড়িতে আসছিলেন। অভিযোগ, সেই সময়েই পদ্মপুকুরের কাছে এক যুবক তাঁর গাড়ি থামিয়ে প্রথমে গালিগালাজ এবং পরে মারধর করে। যুবকটি চলে গেলে তিনি চিকিৎসার জন্য তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তিনি। অভিযোগে অবশ্য নির্দিষ্ট কারও নাম নেই। তদন্তকারীদের কাছে নির্মলবাবু জানান, শনিবার তাঁর বাড়ির সীমানা নিয়ে কয়েক জনের সঙ্গে নির্মলবাবুর বচসা হয়। সেই কারণেই তাঁর উপর হামলা হয়ে থাকতে পারে। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
যুবকের মৃত্যুতে ধৃত দুই বন্ধু |
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
এক যুবককে খুনের অভিযোগে তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে হাওড়ার ডোমজুড়ের সলপ গ্রামের বাসিন্দা সৈকত দাস (২০) নামে ওই যুবককে অচৈতন্য অবস্থায় বাড়িতে নিয়ে আসেন তাঁর দুই বন্ধু সুনীল দত্ত এবং কৌশিক দাস। সৈকতকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাতে মৃত্যু হয় তাঁর। রবিবার সকালে সৈকতের বাবা পুলিশে দায়ের করা অভিযোগে জানান, বিষ খাইয়ে তাঁর ছেলেকে খুন করেছে সুনীল ও কৌশিক। জেলা পুলিশের এক কর্তা জানান, ওই অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সৈকত এবং সুনীল ডোমজুড়ের একটি বার-এ গিয়ে মদ্যপান করেন। সেখান থেকে দু’জনে আসেন ঝাউতলায় একটি ক্লাবে। সেখানে বর্ষশেষ উপলক্ষে চড়ুইভাতির আয়োজন করা হয়েছিল। তাতেই যোগ দিতে আসেন সৈকত ও সুনীল। ক্লাবঘরের বাইরে যখন রান্নার আয়োজন হচ্ছিল, সেই সময় সৈকত ও সুনীল ক্লাবের অন্যদের সঙ্গে বাজনার তালে নাচছিলেন। আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান সৈকত। সেই অবস্থায় তাঁকে সুনীল এবং তাঁদের আর এক বন্ধু কৌশিক বাড়িতে পৌঁছে দেন। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। |
|