সরকারি মহলে অনেক দিন ধরেই কানাঘুষো চলছিল। পাক সংবাদমাধ্যমে তো সরাসরি দাবি করা হচ্ছিল দেশের প্রতিরক্ষা খাতে খরচ সংক্রান্ত যে বিল পাশ করতে চলেছে ওবামা প্রশাসন, তাতে পাকিস্তানের সামরিক সাহায্যে কাটছাঁট হতে পারে। কিন্তু আমেরিকার তরফে দাবি করা হয়েছিল, বিল পাশ হলেও পাকিস্তানের সামরিক সাহায্যে ঘাটতি হবে না। আজ সেই বিলে সই করে তাকে আইনে রূপদান করলেন বারাক ওবামা। এর ফলে ২০১২ সালে প্রতিরক্ষা খাতে ৬৬ হাজার ২০০ কোটি ডলার খরচ করতে পারবে ওবামা সরকার। তবে এই আইন পাশ হওয়ায় পাকিস্তানকে ১০০ কোটি ১০ লক্ষ ডলার সাহায্য দেওয়া অনিশ্চিত হয়ে পড়ল। সেই সঙ্গে মিলে গেল পাকিস্তানের আশঙ্কা।
বর্ষশেষের ছুটি কাটাতে সপরিবার ওবামা এখন হাওয়াইয়ে। সেখান থেকে এক বিবৃতিতে ওবামা জানিয়েছেন, প্রথম দিকে বিলটির ভাষা পছন্দ ছিল না তাঁর। কারণ বিলটি আইনে পরিণত হলে প্রয়োজনে যে কোনও বিদেশি সন্দেহভাজনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে রাখার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। ওবামার মতে সে ক্ষেত্রে আইনটির অপপ্রয়োগ হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশের মানুষ এবং বিদেশের মাটিতে কর্মরত সেনাদের ভবিষ্যৎ যেখানে জড়িত আছে, সেখানে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি। তাঁর আশা, ভবিষ্যতে আইনের এই দিকটি সংশোধিত হবে।
এই আইন অনুযায়ী, জঙ্গি দমনে পাকিস্তান কী পদক্ষেপ করছে সে ব্যাপারে যত ক্ষণ না আমেরিকা নিশ্চিত হচ্ছে তত ক্ষণ পাকিস্তানের অনুমোদন পাওয়া অনিশ্চিত। এ ক্ষেত্রে আমেরিকার প্রতিরক্ষা সচিব প্রথমে পাক সরকারের সঙ্গে কথা বলবে। তা নিয়ে একটি রিপোর্ট মার্কিন কংগ্রেসে জমা দিতে হবে। সেই রিপোর্টে সন্তুষ্ট হলে তবেই ওই অনুমোদন পাশ হবে। |