নতুন বছর শুরু হতে কয়েক ঘণ্টা বাকি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। ঠিক সেই সময়ই ব্রিটেনে ‘ক্র্যাশ’ করল টুইটার।
লন্ডনের একটি দৈনিক জানাচ্ছে, গত কাল বিকেল তিনটে নাগাদ গোটা ব্রিটেনে বিপর্যস্ত হয়ে পড়ে টুইটার পরিষেবা। হাজার হাজার মানুষ ওই সাইটে নববর্ষের শুভেচ্ছা বার্তা লিখতে গিয়ে ব্যর্থ হন। টুইটার খুললে তখন চোখে পড়ছিল একটাই লেখা, ‘টুইটার ইজ ওভার ক্যাপাসিটি’। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় শুভেচ্ছা বার্তা পাঠাতে গিয়েই বাধে বিপত্তি। এই অবস্থা চলে প্রায় এক ঘণ্টা ধরে। তবে পরে সাইটটি খোলা গেলেও মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেছেন অনেকে।
বছরের শেষ দিনে টুইটারে শুভেচ্ছা বার্তা জানাতে না পেরে তাই হতাশ ব্রিটেনবাসী। এক জন লিখেছেন, “টুইটার ওভার ক্যাপাসিটি। এই তিনটে শব্দ কী ভাবে আমার গোটা দিনটা খারাপ করে দিল, ভাবতেই অবাক লাগে!”
একটি মার্কিন পত্রিকার দফতরে এই বিষয়ে একটি মেল পাঠিয়েছেন টুইটারের এক মুখপাত্র। ক্যারোলিন পেনার নামের ওই মুখপাত্র মেলটিতে লিখেছেন, “টুইটার ব্যবহারকারীরা গত কাল বিকেল থেকে কিছু সমস্যায় পড়েছিলেন।” কেন বা কত ক্ষণের জন্য পরিষেবা বিরর্যস্ত ছিল, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তিনি।
তবে ব্রিটেনের সঙ্গে জাপানেও বিপর্যস্ত হয়ে পড়ে টুইটারের পরিষেবা। গত কাল মধ্যরাতে যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন জাপানবাসী, তখনই সেখানে ‘ক্র্যাশ’ করে টুইটার। প্রতি সেকেন্ডে ১৬ হাজার ১৯৭ টুইট পড়ছিল তখন। হঠাৎই পরিষেবা থমকে যায়। বেশ কিছু ক্ষণ পরে তা স্বাভাবিক হয়। |