টুকরো খবর |
গুলি ছোড়ায় আতঙ্ক রূপনারায়ণপুরে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রকাশ্যে গুলি ছুড়ে আতঙ্ক ছড়াল মোটরবাইকে চেপে আসা এক দল যুবক। শনিবার সন্ধ্যায় সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে ওই যুবকেরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, তিনটি বাইকে চেপে আসে ওই যুবকেরা। তারা রূপনারায়ণপুরের ডাবর মোড়ের কাছে গুলি ছুড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। হাসিপাহাড়ি ধরে তারা ঝাড়খন্ডের দিকে চলে যায়। এলাকায় পুলিশি টহল চলছে।
|
গুলিতে যুবকের মৃত্যু হিরাপুরে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার করিমডাঙাল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌতম বাউড়ি (২৭)। এই ঘটনায় রবিবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তিন অভিযুক্ত পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি তার কয়েক জন সঙ্গীকে নিয়ে শনিবার সন্ধ্যায় মদ্যপান করছিলেন। এই সময় কোনও কারণবশত নিজেদের মধ্যে অশান্তি বাধে। এক জন গুলি করে দেয় গৌতমকে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
|
নৌকা উল্টে নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বনভোজনে এসে মাইথনের ঝাড়খণ্ড প্রান্তে বরাকর নদে নৌকা উল্টে রবিবার নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, অপু পণ্ডিত নামে ওই যুবকের বাড়ি ঝরিয়ার সুদামডিহিতে। পুলিশ জানিয়েছে, ৮ জনের একটি দল বাথানবাড়ির কাছে নৌকাবিহার করছিল। নৌকা উল্টে গেলে সাত জনকে স্থানীয় মানুষ ও নৌকা চালকেরা উদ্ধার করলেও অপুকে রাত পর্যন্ত পাওয়া যায়নি।
|
ট্রাক্টর উল্টে মৃত শিশু, জখম ১৫
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পিকনিক করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক শিশুর। রবিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার মোলবাগানের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রুমকি বাউড়ি (৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন জামবাদ থেকে একটি ট্রেকারে ১৫ জনের একটি দল পিকনিক করতে মোলবাগানে যায়। ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই ওই ট্রাক্টরের যাত্রী রুমকির মৃত্যু হয়। জখম ১৫ যাত্রীকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
ব্যানার টাঙানো নিয়ে ঝামেলা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ক্রিকেট খেলার মাঠে বাণিজ্যিক বিজ্ঞাপনের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে অশান্তি ছড়াল বারাবনি থানার ইটাপাড়া পঞ্চায়েতের অলিপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ক্রিকেট খেলার মাঠে বাণিজ্যিক বিজ্ঞাপনের ব্যানার টাঙানো নিয়ে মাঝিপাড়া ও ঘোষপাড়ার দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও রবিবার সকাল থেকে ফের গণ্ডগোল শুরু হয়। উভয় পক্ষের কয়েক জন আহত হয়। খবর পেয়ে ফের পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে যেতে দেখে পালিয়ে যায় দু’পক্ষই। কোনও তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
|
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুর্গাপুরে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএনটিটিইউসি-র পক্ষ থেকেও দিনটি পালন করতে নানা উদ্যোগ হয়। আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল সিকিউরিটি অ্যান্ড অ্যালয়েড ওয়ার্কমেন্স ইউনিয়নের কার্যকরী সভাপতি খোন্দকার পারভেজ আলি জানান, পিয়ালা গ্রামের পঙ্গু বাসিন্দা রঞ্জিত রায়ের হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়।
|
ডাম্পারের ধাক্কায় জখম বাইক-আরোহী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ডাম্পারের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হন বাইক আরোহী। রবিবার অঙ্গদপুরে ঘটনাটি ঘটে। তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাম্পারের চালককে গ্রেফতার করা হয়েছে। এ দিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
|
কল্পতরু উৎসব
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
সাধুডাঙা রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসব উপলক্ষে চলছে পূজাপাঠ। |
কল্পতরু উৎসব উপলক্ষে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সাধুডাঙার রামকৃষ্ণ আশ্রমে। ভোর ৫টায় মঙ্গলারতি দিয়ে শুরু হয় দিনটি। সারাদিন ধরে ভাগবৎ পাঠ, ধর্মালোচনা করা হয়। এছাড়া ছিল মাধ্যমিক পরীক্ষায় এলাকার সর্বোচ্চ নম্বর প্রাপকদের পুরস্কার বিতরণ, কীর্তন, ভজন, পংক্তিভোজনের আসর।
|
জঙ্গলে আগুন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রঘুনাথপুরের একটি বেসরকারি কারখানার পাশের জঙ্গলে আগুন লাগে রবিবার বিকালে। দমকলে খবর দেন কারখানার কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্বে আনে। অন্য দিকে, শনিবার রাত ১০টা নাগাদ ভিড়িঙ্গির একটি গুমটিতে আগুন লাগে। খবর পেয়েই দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আসে।
|
লাউদোহায় উদ্ধার হল পোস্তর খোল
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
ফরিদপুর (লাউদোহা) থানার কৈলাসপুর গ্রামে একটি বাড়ি থেকে শনিবার ৪ বস্তা পোস্তর খোল উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিক শেখ আইনুলকে খুঁজছে পুলিশ। ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, “শেখ আইনুল কয়লা মাফিয়া শেখ আমিনের ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে।” অবিলম্বে তাকে গ্রেফতার করার দাবি জানান সুজিতবাবু। পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক শেখ আইনুলের খোঁজে তল্লাশি চলছে।
|
যুব তৃণমূলের অফিস ‘ভাঙচুর’
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
যুব তৃণমূল অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল সিপিআই এবং সিপিএমের বিরুদ্ধে। বরিবার বিকেলে পাণ্ডবেশ্বরের রামনগর ৩ নম্বর এলাকার ঘটনা। কেন্দ্রার তৃণমূল যুব সভাপতি গৌতম ধাঙর পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ পঞ্চায়েত সমিতির সিপিআই সদস্য প্রকাশ পাসোয়ান-সহ পাঁচ জনকে আটক করেছে। অভিযোগ অস্বীকার করে সিপিআই নেতা তথা রাজ্যসভার সদস্য রামচন্দ্র সিংহের পাল্টা দাবি, শনিবার তাঁদের অফিসে পতাকা খুলে দেয় দুষ্কৃতীরা। পুলিশ তাঁদের সমর্থকদেরই ধরে। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
চিত্তরঞ্জনে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
রবীন্দ্রনাথ ঠাকুর ও সুচিত্রা মিত্রের স্মৃতিতে আয়োজিত হল সঙ্গীতানুষ্ঠান। চিত্তরঞ্জন ৪-র পল্লি কমিউনিটি হলে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শতাধিক শিল্পী যোগ দেন। |
|