খেলার টুকরো খবর |
বাস্কেটবলের মূল পর্বে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে মূল পর্বে পৌঁছেছে বর্ধমান, কলকাতা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও পূর্বাঞ্চল। বর্ধমান প্রথম ম্যাচে ওয়াকওভার পাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে আচার্য বিনোবাভাবেকে ৫৬-১৭ পয়েন্টে ও কাশী মহাত্মা গাঁধীকে ৭১-৬৮ পয়েন্টে হারিয়ে মূল পর্বে ওঠে। ওই দলগুলিকে নিয়ে শুরু হয়েছে লিগের খেলা। এই পর্বে বর্ধমান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে ৬৯-৫৯ পয়েন্টে হারিয়েছে। বর্ধমানের শেষ খেলা কলকাতার সঙ্গে। এ দিকে, মূল পর্বে ওঠার পরে বর্ধমান শহরের বোরহাটে শনিবার রাত ১১টা নাগাদ নিজেদের জামতলার শিবিরে ফেরার সময় পূর্বাঞ্চলের বাস্কেটবলাররা একটি রাজনৈতিক দলের পতাকা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এর পরে কিছু জনতা শিবিরে জড়ো হতেই স্টেশনে পালিয়ে যায় তারা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার ও এস্টেট অফিসার হাজির হলে তাঁরাও জনতার বিক্ষোভের মুখে পড়েন। জামতলার শিবিরেও ওই বাস্কেটবলাররা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাঙচুরের জন্য পূর্বাঞ্চলের প্রাপ্য টাকা থেকে প্রায় হাজার দুই টাকা কেটে নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
|
সিনিয়র ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
রাজ্য সিনিয়র ফুটবলে রানার্স হয়েছে বর্ধমান জেলা। শনিবার মালদহ স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনালে তারা হাওড়ার কাছে ০-১ গোলে হেরে যায়। বর্ধমান সেমি ফাইনালে দার্জিলিংকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। উল্লেখ্য, ১০ বছর পরে এই প্রতিযোগিতায় রানার্স হয়েছে বর্ধমান।
|
জয়ী এসএসসিসি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে শনিবারের খেলায় বিজয়ী হল এসএসসিসি। তারা ইসমাইল মধ্যপাড়া মাঠে বিওয়াইসিসি, মুরারডিকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বিওয়াইসিসি ৯৩ রান তোলে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রানে পৌঁছে যায় এসএসসিসি। এই মাঠের শুক্রবারের খেলায় আসানসোল ভিলেজ ৬ উইকেটে মিলন সঙ্ঘকে হারায়। প্রথমে ব্যাট করে মিলন সঙ্ঘ ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে। জবাবে আসানসোল ভিলেজ ৪ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
টি-টোয়েন্টি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারবনি |
ফাইভ স্টার রিক্রিয়েশন ক্লাব আয়োজিত শিবানী ঘোষ ও পরেশ গুপ্ত স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মিহিজাম ক্রিকেট ক্লাব। ফাইনালে তারা শ্যামডি সিসি-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে শ্যামডি সিসি ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় মিহিজাম।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারের খেলায় জয়ী হল দোমহানি একাদশ। তারা চিত্তরঞ্জন ফাইভ স্টারকে ৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি ১৫৫ রান তোলে। জবাবে ৯৫ রানে শেষ হয়ে যায় ফাইভ স্টার।
|
জয়ী বহুলা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেটে শনিবারের খেলায় বহুলা ইউসি ১১ রানে হারায় শ্যামলা কোলিয়ারিকে। প্রথমে ব্যাট করে বহুলা ৮ উইকেটে ১৮৭ রান তোলে। শ্যামলার ইনিংস ১৬৭ রানে শেষ হয়ে যায়। |
|