চিফ মেট্রোপলিটান কোর্ট ও চিফ জজ কোর্ট তৈরি হবে আসানসোলে। মহিলা থানার উদ্বোধন করতে এসে রবিবার আসানসোলে এমনটাই জানিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ওই দুই আদালত বানানোর অনুমোদন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া গিয়েছে বলেও জানান মন্ত্রী।
মলয়বাবু এ দিন বলেন, “রাজ্যের ৬২টি মহকুমাতেই একটি করে মহিলা থানা বানাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ১০টি থানা বানানো হবে।” অনুষ্ঠানে ছিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ-ও। অজয় নন্দ জানিয়েছেন, থানায় এক জন ইনস্পেক্টর, ৫ জন এসআই, ৮ জন এএসআই ও ৪০ জন কনস্টেবল পদ মর্যাদার পুলিশকর্মী থাকবেন। মহিলা নির্যাতন সংক্রান্ত প্রতিটি মামলার তদন্ত করবে এই থানা। তবে মহকুমার সবক’টি থানাতেই নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে। আপাতত দু’জন এসআই, দু’জন এএসআই এবং ২৮ জন কনস্টেবল নিয়ে এই থানার কাজ শুরু হল। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের কমিশনারেট হওয়ার পরে মহকুমায় ১২৩০টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ ২৪০টি। মন্ত্রীর আশ্বাস, মহিলা থানা তৈরি হওয়ায় নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলির সুবিচার পাবেন অভিযোগকারীরা। |