|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমি ক্লাসে প্রত্যেক বারই প্রথম হই। বন্ধুরা আমার প্রজেক্ট, রচনা ইত্যাদি সব সময় আমার কাছ থেকে চায়, যেটা আমার অনিচ্ছা সত্ত্বেও তাদের দিতে হয়। কী করব?
সৌরভ রায়। ষষ্ঠ শ্রেণি, ক্যালকাটা পাবলিক স্কুল
সৌরভ, অন্যের প্রজেক্ট বা রচনা থেকে টুকে লিখে দেওয়া অন্যায়। তুমি তোমার বন্ধুদের বলো যে, তুমি ওদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো। কী ভাবে প্রজেক্ট করতে হবে বা রচনা লিখতে হবে, বন্ধুদের সঙ্গে আলোচনা করো কিন্তু তাদের বলো লেখাটা যে যার নিজেরটা করুক। কয়েক জন তোমার উপর রাগ করবে, কিন্তু কয়েক জন বুঝবে। চেষ্টা করে দেখো।
|
|
আমার ক্লাসে যতগুলো মেয়ে আছে তারা পি টি পিরিয়ডে গল্প করে, আমি বাস্কেট বল খেলি এবং মাঝে মাঝে পড়ে গিয়ে ব্যথা পাই। মা আমাকে অন্য মেয়েদের মতো শান্ত হতে বলেন। কিন্তু আমার দৌড়-ঝাঁপ করতে ভাল লাগে। কী করব?
শাখী গুহ। অষ্টম শ্রেণি, কলকাতা
|
|
শাখী, পি টি ক্লাস তো খেলাধুলো করার জন্যই। খেলাধুলো করা তো ভাল আর খেলাধুলো করলে একটু-আধটু ব্যথা লাগবে। সেটা খুব চিন্তিত হওয়ার মতো ব্যাপার নয়। মাকে বোঝাও সে তোমার খেলাধুলো ভাল লাগে। তাতে শরীর-মন, দুই ভাল থাকে আর পড়াশোনাও ভাল হয়।
|
আমি রোজ সকালে হরলিক্স অথবা কমপ্ল্যান খাই। দুপুরে ভাত, ডাল, মাছ, শাকসব্জি, তরকারি খাই। সপ্তাহে বাবা দু’দিন মাংস আনেন। আমার মাংস খেতে একদম ভাল লাগে না। আমার শরীর মোটা। রোজ ব্যায়াম করি। বাবা জোর জবরদস্তি করেন মাংস খাওয়ার জন্য। মাংস না খেলে আমার কি কোনও শারীরিক ক্ষতি হবে?
অর্ঘ্য ঘোষ। চতুর্থ শ্রেণি, গুজারপুর প্রাথমিক বিদ্যালয়, হাওড়া |
|
|
অর্ঘ্য, মাংস না খেলে শারীরিক কোনও ক্ষতি হবে না। শরীরের জন্য প্রোটিন প্রয়োজন। তুমি মাছ আর দুধের মাধ্যমে সেই প্রোটিন পেয়ে যাচ্ছ। সুতরাং মাংস না খেলে কোনও অসুবিধে হওয়ার কথা নয়। তুমি লিখেছ তোমার ওজন বেশি। এ ক্ষেত্রে পাঁঠার মাংস না খাওয়াই বিধেয়। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|