|
|
|
|
|
রঙের ক্যালিপসো
মানানসই লিপস্টিক ও ঠোঁট আঁকার কৌশল জানলেই বাজিমাত।
বললেন মাস্টারমশাই অনিরুদ্ধ চাকলাদার |
|
|
শীতকালে সম্পূর্ণ মুখটি ঢেকে আছে গরমের আদরে, শুধুমাত্র ঠোঁট দু’টি বেরিয়ে আছে সকলকে স্বাগত জানাতে, “কী রে কী খবর? কত দিন থাকবি কলকাতায়?” এ হেন সময়ে আপনার ঠোঁট দু’টি যদি মোহময় হয়ে ওঠে, আপনার আত্মবিশ্বাসের গ্রাফ বাড়বে। মুখের মধ্যে চোখ, নাকের আকৃতি ঠিক যতটা গুরুত্বপূর্ণ, ঠোঁটের আকৃতি ও শেপ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এক পরত লিপস্টিক লাগালেই সমস্যার সমাধান হবে না। খুবই দক্ষ ভাবে লিপস্টিকের ব্যবহার করতে হবে। লিপস্টিক পরবেন, এই রকমটি ভাবলেই অবশ্যই লিপলাইনার ব্যবহারের বিষয়টি মাথায় রাখবেন। লিপলাইনার লিপস্টিকের প্রলেপটি যথাযথ রাখতে সাহায্য করে। বেশির ভাগ ক্ষেত্রে লিপস্টিক ঠোঁটের চার পাশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রথম ধাপে, লিপ মেক আপ ব্যবহার করবেন।
দ্বিতীয় ধাপে, লিপস্টিকের রঙের সঙ্গে মানানসই লিপলাইনারটি লাগিয়ে নেবেন। লিপলাইনারটি সুন্দর ভাবে লাগানোর পর আপনার পছন্দের লিপস্টিক দিয়ে ঠোঁটের ভিতর ভরে দিন।
লিপস্টিক লাগানোর কৌশল শেখার পর আমরা বিভিন্ন ধরনের আধুনিক রঙের লিপস্টিক নিয়ে আলোচনা করতে পারি। এখন কোন ফ্যাশনের লিপস্টিক বেশি চলে, কোনটি লাগালে মনে হবে আপনি আধুনিক ফ্যাশন সম্পর্কে ওয়াকিবহাল।
প্রথমত, কোন লিপশেডটি বাছবেন সেটি নির্ভর করে আপনার ঠোঁটটি কী ধরনের তার ওপরে। অর্থাৎ, মোটা না পাতলা।
দ্বিতীয়ত, আপনার গায়ের রংটি কী রকম। যেমন, ফর্সা ও শ্যামবর্ণাদের ক্ষেত্রে পৃথক ধরনের রং বাছতে হবে।
তৃতীয়ত, পোশাকের ধরন ও রঙের ওপর নির্ভর করবে লিপস্টিকের রং।
|
প্রায় সকলেরই জন্য কিছু বেসিক শেড |
যে কোনও গায়ের রং এবং যে কোনও আউটফিট (পোশাক)-এর সঙ্গে ব্রাউন অথবা ন্যুড কালারটি একমাত্র বিবেচ্য। এই রংটি খুব স্বাভাবিক এক লুক এনে দেয়। ন্যুড রঙের লিপস্টিক দিনের যে কোনও সময় এবং যে কোনও অনুষ্ঠানে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। যদি ফরসা হন, তবে পিচ, হালকা পিঙ্ক, ব্রাউন অথবা বেজ রংগুলি আপনার জন্য হবে ন্যুড শেড। কিন্তু শ্যামবর্ণা হলে ন্যুড শেড হবে গাঢ় ব্রাউন, ব্রিক ব্রাউন, রেজিন এই রংগুলি। প্রকৃত অর্থে, আপনার গায়ের রঙের সঙ্গে খুব কাছাকাছি শেডগুলিকে ন্যুড শেড বলা হয়। ন্যুড শেড-এর লিপস্টিক ব্যবহার করলে চোখকে সব সময় হাইলাইট করতে হবে। না হলে প্রাণহীন লাগবে।
|
লালের রকমফের |
আপনার গাঢ় রং পছন্দ হলে লাল অথবা মেরুন রং ব্যবহার করতে পারেন। পৃথিবীর সর্বত্র লাল রঙের লিপস্টিক বহুল প্রচলিত। কিন্তু লাল রং ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ লাল রঙের অনেক ধরনের শেড হয়। সুতরাং এ ক্ষেত্রেও আপনার গায়ের রং অনুযায়ী শেডটি বাছবেন। যাঁরা ফরসা, তাঁরা উজ্জ্বল এবং আকর্ষণীয় লাল অনায়াসেই ব্যবহার করতে পারেন। যাঁরা শ্যামবর্ণা, তাঁরা হালকা লাল রং ব্যবহার করবেন।
বিভিন্ন গাঢ় শেড-এর মধ্যে রেজিন, ওয়াইন, কমলা, বেগুনি এই রংগুলি ব্যবহার করতে পারেন। তবে এগুলি সমস্তই সান্ধ্য রং এবং পার্টির জন্য উপযুক্ত। এই রঙের লিপস্টিক ব্যবহারের সময় মাথায় রাখতে হবে, চোখের মেকআপ যেন হালকা হয়। নয়তো সমস্ত মেকআপটি খুবই চড়া হয়ে উঠবে। এ ছাড়া গাঢ় রং ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন ঠোঁটটি যেন অতিরিক্ত গ্লসি না হয়ে যায়।
সুতরাং মোটা বা চওড়া ঠোঁটের ক্ষেত্রে একমাত্র গাঢ় রং ব্যবহারই বিধেয়, আর পাতলা ঠোঁটের ক্ষেত্রে চলবে যে কোনও হালকা রং। পাতলা ঠোঁটে গাঢ় শেড লাগালে ঠোঁটটি বেশি সরু লাগবে।
|
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা |
|
|
|
|
|