টুকরো খবর |
ইঁদুরের কামড়ে মৃত্যু, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক মুমূর্ষু রোগীকে ইঁদুরে কামড়ানোর অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালে। নিউ ইমার্জেন্সি বিভাগে ভর্তি ছিলেন তরুণকান্তি সাধুখাঁ (৫৩) নামে ওই নিউমোনিয়ার রোগী। শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পরিজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তরুণবাবুকে ইঁদুর কামড়ায়। তার পর থেকেই রক্তক্ষরণ হচ্ছিল। এ দিন সকাল থেকেই তাঁর অবস্থার আরও অবনতি হতে শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ উঠেছে। এসএসকেএম কর্তৃপক্ষ অবশ্য জানান, বুকে সংক্রমণের কারণে তরুণকান্তিবাবুর অবস্থা খুবই সঙ্কটজনক ছিল। তাঁর দেহে এ দিন একটি ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তবে সেটি ইঁদুরের কামড়ে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা তরুণকান্তিবাবুকে গত ১১ ডিসেম্বর এসএসকেএমে ভর্তি করা হয়। তাঁর মামা বিশ্বদেব সাধুখাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তরুণকান্তিবাবুর নিম্নাঙ্গে ইঁদুর কামড়ায়। তিনি বলেন, “আজ সকালে আমরা হাসপাতালে গিয়ে দেখি বিছানার চাদরে রক্তের দাগ। চাদর সরিয়ে দেখতে পাই, মামার পরনের পোশাকও রক্তে ভিজে রয়েছে। তখন ওয়ার্ডের অন্য রোগীদের কাছ থেকে ইঁদুরে কামড়ানোর বিষয়টি জানতে পারি।” ওই ওয়ার্ডে ইঁদুরের খুবই উপদ্রব বলেও অভিযোগ করেন তিনি। বিশ্বদেববাবুর আরও অভিযোগ, তরুণকান্তিবাবুর ক্ষতস্থানে ড্রেসিং করার জন্য নার্সদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কান দেননি। শেষ পর্যন্ত এক সাফাইকর্মীকে ৫০ টাকা ঘুষ দিয়ে ড্রেসিং করাতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। |
বদলি করা হল তিন নার্সকে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর ও কলকাতা |
এক প্রসূতির গর্ভস্থ সন্তান অর্ধেক বেরিয়ে থাকা অবস্থাতেও তাঁর পরিচর্যা না করায় অভিযুক্ত তিন নার্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কর্তব্যে গাফিলতির অভিযোগে হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের তিন নার্স--অঞ্জলি সাহা, প্রতিমা পাল এবং মিতা কুণ্ডুকে জঙ্গলমহলে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম হাসপাতালে বদলি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা শ্যামাপদ বসাক বলেন, “এই বদলির সিদ্ধান্ত শাস্তিমূলক। কারণ, তদন্তে প্রমাণিত হয়েছে, যে ওই রোগিণী বার বার তাঁর কষ্টের কথা নার্সদের জানিয়েছিলেন। কিন্তু তাঁরা সেই কথায় কান দেননি।” ১১ নভেম্বর সকালে প্রসব-যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন সুনীতা সাউ। রাতে তাঁর গর্ভ থেকে গর্ভস্থ সন্তানের মাথা বেরিয়ে আসে। অভিযোগ, সুনীতা বা অন্য রোগিণীরা ডাকলেও কর্ণপাত করেননি নার্সরা। তাঁরা ওই প্রসূতিকে ‘কটু কথা’ বলেন। পর দিন ভোরে ‘লেবার-রুম’-এর বাইরেই নার্সরা সুনীতার প্রসব করান। শিশুটি বাঁচেনি। সুনীতার অভিযোগ, পরিচর্যা না পেয়ে প্রসবের আগেই মৃত্যু হয় তাঁর সন্তানের। ঘটনার তদন্তে যান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। সুনীতাদেবীর ভাসুর রামবাবু সাউ অবশ্য বলেন, “এটা উপযুক্ত শাস্তি হল না।” |
স্বাস্থ্যবিমা নিয়ে সর্বদল বৈঠক
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
স্বাস্থ্যবিমা নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ওই বৈঠক আয়োজিত হয় জামুড়িয়া পুরভবনে। বুধবার স্বাস্থ্যবিমার জন্য ওয়ার্ডগুলিতে ছবি তোলার কাজ শুরু হয়েছিল। বিভিন্ন এলাকায় তৃণমূল ও কংগ্রেসের বাধায় কাজ করা যায়নি। তাই তাঁরা শুক্রবার সর্বদলীয় বৈঠকের পরেই ফের কাজ শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কংগ্রেস বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) সম্পাদক তরুণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “যে বিপিএল তালিকা ধরে ছবি নেওয়া হচ্ছে তাতে ইসিএলের এরিয়া হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপার এমনকী কংগ্রেস কাউন্সিলর গোপাল দত্তেরও নাম আছে। গোপালবাবু অনেক আগেই তাঁর নাম বাদ দেওয়ার আবেদন করলেও তাঁর নাম বাদ দেওয়া হয়নি।” জামুড়িয়া ব্লক তৃণমূল সভাপতি পূর্ণশশী রায় জানান, ১৯৯৫ সালে যে তালিকা তৈরি হয়েছিল তাতে বেশ কিছু ভুল রয়েছে। বারবার আবেদন জানিয়েও কোনও ফল হয়নি। তাই তাঁরা যৌথভাবেই ছবি তোলার কাজ বন্ধ করে দিয়েছেন। ভাস্করবাবু জানান, সম্পন্নদের বাদ দিয়ে শুধু বিপিএল তালিকাভুক্তদের এই স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে। |
হাসপাতালে মদ্যপের দৌরাত্ম্য
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগ মহকুমা হাসপাতালে এক মদ্যপের দৌরাত্ম্যে অতিষ্ঠ হলেন রোগী এবং তাঁদের আত্মীয়-স্বজনেরা। অভিযোগ, ওই যুবক বেসামাল অবস্থায় এক রোগীর আত্মীয়কে তাড়া করে। তাঁকে মারধর করে। হাসিবুল শা নামে প্রহৃত ওই ব্যক্তি থানায় এবং হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। সে পলাতক। হাসপাতাল সুপার নির্মাল্য রায় বলেন, “হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প এবং সব ক’টি ফটকে ঠিকা নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও এই ঘটনা কেন ঘটছে, তা দেখা হচ্ছে।” |
চিকিৎসা শিবির
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বার্নপুরের বড়ডাঙা গ্রামে বুধবার একটি চিকিৎসা শিবিরের আয়োজন করে ইস্কো স্টিল প্ল্যান্ট। শিবিরের উদ্বোধন করেন, সংস্থার ইডি (প্রজেক্ট) রাজীব ভার্মা। তিনি জানান, সিএসআর-র আওতায় এই শিবির করা হয়েছে। কয়েকশো গ্রামবাসীকে চিকিৎসা করিয়ে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। |
কোঠারির বিরুদ্ধে নালিশ দমকলের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অগ্নি নির্বাপণ ব্যবস্থা সন্তোষজনক নয় বলে অভিযোগ উঠল কোঠারি মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধেও। দমকলের তরফে শুক্রবার এই ব্যাপারে আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার দমকলের পর্যবেক্ষকেরা কোঠারিতে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই বলেই দমকলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। |
হৃদযন্ত্র পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
প্রয়াত প্রাক্তন বিধায়ক মানিক উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ‘হার্ট চেক আপ’ শিবির আয়োজিত হল বারাবনির পাঁচগাছিয়ায় যুব তৃণমূল কার্যালয়ে। ১০ জন চিকিৎসক এ দিন ৪৪ জনের হার্ট পরীক্ষা করেন। |
|