পথ-কুকুরদের বংশবৃদ্ধি কমাতে উদ্যোগী পুরসভা
শহরে প্রতি ৮৫ জন বাসিন্দাকে কামড়ে দিতে রয়েছে একটি করে কুকুর! আর প্রতি ৮০০-১০০০ নাগরিককে রক্ষা করতে এক জন করে পুলিশ!
পুরসভা ও কলকাতা পুলিশের দেওয়া এই দুই হিসেব ও গণিতের বিচার মানলে যে কারওরই আঁতকে ওঠার কথা। পুরসভা সূত্রে খবর, প্রায় ৬০,০০০ কুকুর আছে কলকাতা পুর-এলাকায়। বাড়ছে কুকুরে কামড়ানো মানুষের সংখ্যাও। তাতেই চিন্তিত হয়ে বেওয়ারিশ কুকুরের প্রজনন-ক্ষমতা বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছেন পুর-কর্তৃপক্ষ।
অলঙ্করণ:ওঙ্কারনাথ ভট্টাচার্য
মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “শহরবাসীর সুরক্ষার কথা ভেবেই রাস্তার কুকুরদের বংশবৃদ্ধি নিয়ে আমরা উদ্বিগ্ন। ধাপায় ল্যাপারোস্কোপ যন্ত্র বসবে। যার সাহায্যে দিনে ৬০ থেকে ৭০টি কুকুরের প্রজন্ন-ক্ষমতা বন্ধ করতে অস্ত্রোপচার হবে।” পুরসভা সূত্রের খবর, কুকুরের বন্ধ্যাকরণের বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার উপরেই নির্ভর করত পুরসভা। এ বার পুরসভা নিজেই সে কাজ করবে।
অতীনবাবু জানান, কুকুরে কামড়ানো মানুষকে প্রতিষেধক দেওয়ার জন্য গত এপ্রিল থেকে কলকাতা পুর-এলাকায় ১৫টি কেন্দ্র খোলা হয়। এর মধ্যে প্রায় সাড়ে ছ’হাজার মানুষকে ‘অ্যান্টি-র‌্যাবিস’ টিকা দেওয়া হয়েছে। এরই সঙ্গে রাস্তার কুকুর ধরে টিকাকরণ চলছে বলে পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

কাকের মৃত্যু, আতঙ্ক
এলাকায় একদিনে অন্তত ১৮টি কাকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে বৈকুন্ঠপল্লিতে। এলাকার কাউন্সিলর অতুল দাসকে বিষয়টি জানান বাসিন্দারা। শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.