ব্যবসায়ী-কন্যা উদ্ধার, গ্রেফতার দুই যুবক |
এক ব্যবসায়ীর মেয়েকে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মেয়েটিকেও। পুলিশ জানায়, ধৃতদের নাম বিকাশ সিংহ ও কৌস্তুভ নিয়োগী। বিকাশ বিধান সরণির বাসিন্দা। কৌস্তুভের বাড়ি চিৎপুরে। পুলিশি সূত্রের খবর, স্বরূপ চৌধুরী নামে গরফার শহিদনগরের এক ব্যবসায়ীর মেয়ে সংযমী বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি না-ফেরায় থানায় অভিযোগ করা হয়। স্বরূপবাবু পুলিশকে জানান, কয়েক দিন আগে মহম্মদ রোহন নামে এক যুবক তাঁর মেয়েকে খুঁজতে এসেছিল। তিনি সেই যুবকের ফোন নম্বর দেন পুলিশকে। লালবাজার সূত্রের খবর, সেই নম্বরের সূত্র ধরেই বিকাশ ও কৌস্তুভের কথা জানা যায়। বৃহস্পতিবার গভীর রাতেই তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে জানা যায়, সংযমীকে চিৎপুরের একটি বস্তিতে লুকিয়ে রেখেছে তারা। সেখানে হানা দিয়ে সংযমীকে উদ্ধার করে পুলিশ। যে-ঘরে মেয়েটিকে আটকে রাখা হয়েছিল, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
সরকারি আর্ট কলেজের অধ্যক্ষ ও টিচার ইন-চার্জের নিয়োগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। টিচার ইন-চার্জ দীপালি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হল। শুক্রবার বিচারপতি প্রতাপ রায় ও বিচারপতি আব্দুল গনির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে মনোজ সরকারকে টিচার ইন-চার্জের দায়িত্ব পালন করতে বলে। আদালত সূত্রে খবর, পিএসসি-কে নতুন করে মেধার ভিত্তিতে অধ্যক্ষ ও অন্য পদে নিয়োগ করতে হবে। প্রসঙ্গত, বাম আমলে কমলাক্ষ গঙ্গোপাধ্যায় অধ্যক্ষ নির্বাচিত হন। তা নিয়ে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা হয়। ট্রাইব্যুনাল কমলাক্ষবাবুর নিয়োগকে বেআইনি মত দিলে তিনি সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন। পরে কমলাক্ষবাবু অন্য পদে চলে যাওয়ায় দীপালি ভট্টাচার্যকে টিচার ইন-চার্জ করা হয়।
|
দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। প্রথমটি ঘটে শুক্রবার ভোরে, রবীন্দ্র সরণিতে। পুলিশ জানায়, ট্যাক্সির ধাক্কায় জখম হন কারু সাহু (৪৫) নামে এক ঠেলাচালক। মেডিক্যালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ দিকে, বৃহস্পতিবার পশ্চিম বন্দর থানার হাইড রোডে ট্রাকের ধাক্কায় মারা যান করুণা মণ্ডল (২১) নামে এক তরুণী।
|
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হল। শুক্রবার, শ্যামপুকুর থানা এলাকায়। মৃতের নাম রঞ্জিত সিংহ (৫৪)। পুলিশ জানায়, মুদির দোকানের মালিক রঞ্জিত দেনায় জর্জরিত ছিলেন। এ দিন রঞ্জিতের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও মিলেছে।
|
নারী পাচারের অভিযোগে এক যুবক গ্রেফতার হল। ধৃতের নাম যোশীন গাজি। গোয়েন্দাদের অভিযোগ, গত বছর এক কিশোরীকে বিয়ে করে যোশীন প্রথমে মুচিপাড়ায় নিয়ে আসে। পরে তাকে পুণের যৌনপল্লিতে বিক্রি করে দেয়। পুলিশ ওই কিশোরীকেও উদ্ধার করেছে।
|
বেশ কিছু দিন অসুস্থ থাকার পরে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হল কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলা দাম (৫৩)-এর। এ বারেই প্রথম নির্বাচিত হন ইলাদেবী। |