|
|
|
|
টুকরো খবর |
বাঘের হানায় জখম
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বাঘের হানায় জখম হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে গোলাঘাটের বুটোলিখোয়া গ্রামে। পুলিশ জানায়, বীনা মাহিলি নামে এক মহিলাকে আজ সকালে বাঘটি আক্রমণ করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোলাঘাট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে, আজ কাজিরাঙার মিহিমুখে একটি গন্ডারের মৃতদেহ উদ্ধার হয়। বনবিভাগ সূত্রে জানানো হয়েছে, ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছে নিজেদের মধ্যে সংঘর্ষেই গন্ডারটির মৃত্যু হয়েছে। বনরক্ষীরা মৃত গন্ডারের খড়্গটি কেটে রাখে।
|
পুকুরে মরা মাছ |
|
আসানসোলের ন’ডিহায় একটি পুকুরে বেশ কিছু মরা মাছ ভেসে ওঠে বৃহস্পতিবার। পুকুরের অংশীদার জয়ন্ত মিত্র এ নিয়ে পুলিশে অভিযোগে করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষক্রিয়ায় এমন হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। |
|
|
|
|
|