টুকরো খবর
দু’টি ভিন্ন ঘটনায় অবরুদ্ধ মুম্বই রোড ও জি টি রোড
দু’টি ভিন্ন ঘটনায় বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরের মালঞ্চবেড়িয়া গ্রামের কাছে অবরুদ্ধ হয়ে পড়ে মুম্বই রোড এবং হুগলির রিষড়ায় জি টি রোড। মুম্বই রোডে অবরোধ হয় প্রায় দু’ঘণ্টা। জি টি রোড অবরুদ্ধ থাকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা। এ দিন লরির ধাক্কায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হয় মালঞ্চবেড়িয়া গ্রামের কাছে। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ওই রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা মুম্বই রোড অবরোধ করেন। অবরোধকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়। পুলিশ কাঁদানে গ্যাস এবং প্লাস্টিক বুলেট ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। অন্য দিকে গ্রামবাসীদের ছোড়া ইটের ঘায়ে ১৬ জন পুলিশকর্মী এবং এক জন সাংবাদিক আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। বেহাল জি টি রোড সারানোর দাবিতে এ দিন সকাল ১০টা নাগাদ রিষড়া ফাঁড়ির সামনে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, রাস্তাতেই চলে রান্না-খাওয়া। তাঁদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন মহলে জি টি রোড সারানোর জন্য দরবার করা হলেও সুরাহা হচ্ছে না। বস্তুত, রিষড়ায় ওই রাস্তাটি পুরোই ভাঙাচোরা। জলের পাইপ ফেটে গিয়ে রাস্তার কিছু অংশ পুকুরের চেহারা নিয়েছে। বিক্ষোভকারীদের দাবি মেনে শেষে সন্ধ্যা ৭টা নাগাদ পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়। রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দেন হুগলি জেলা পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকার পার্থপ্রতিম সিংহ।

কথা না-বলে গান বন্ধের ফতোয়া নয় পানশালায়
আগে বিজ্ঞপ্তি দিয়ে পানশালায় গান গাওয়া বন্ধ করতে চেয়েছিলেন হুগলির জেলাশাসক। কয়েক দিন আগে বিজ্ঞপ্তি জারি করে হাওড়া জেলাশাসকও জানিয়েছিলেন, হাওড়া জেলায় কোনও পানশালায় গানের ব্যবস্থা রাখা যাবে না। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, পানশালার মালিকদের সঙ্গে আলোচনা না-করে একতরফা গান গাওয়া বন্ধ করা যাবে না। হুগলির জেলাশাসকের বিজ্ঞপ্তিটিও নাকচ করে দিয়েছিল হাইকোর্ট। তার পরে হাওড়ার জেলাশাসকও নিষেধাজ্ঞা জারি করায় কয়েক জন পানশালা-মালিক হাইকোর্টে মামলা করেন। এ দিন শুনানির সময় রাজ্যের জিপি অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু দিন আগেই হাওড়ার জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় দু’টি খুন হয়েছে। পানশালায় উত্তেজক গান হলে অস্বস্তিতে পড়েন অনেকেই। আইনশৃঙ্খলার স্বার্থেই গানের ব্যবস্থা বন্ধ করা হয়েছে। বিচারপতি জয়ন্ত বিশ্বাস বলেন, পানশালার মালিকেরা ব্যবসার স্বার্থেই ক্রেতা আকর্ষণ করতে চাইবেন। আইনশৃঙ্খলার বিষয়টি আলাদা। বিচারপতি জেলাশাসককে বলেন, মালিকদের সঙ্গে কথা বলুন। সমস্যা থাকলে তা আলোচনা করে সমাধান করুন।

লাইনে ফাটল, থমকাল ট্রেন
নিজস্ব চিত্র
লাইনে ফাটল ধরায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে। বৃহস্পতিবার সকালে চেরাগ্রাম স্টেশনের কাছে রিভার্স লাইনে ওই ফাটল দেখা যায়। এর জেরে হাওড়ামুখি ডাউন অগ্নিবীণা এক্সপ্রেসকে এক ঘণ্টারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়। পূর্ব রেল সূত্রের খবর, এ দিন সকাল ৮টা নাগাদ ওই লাইন পরীক্ষা করছিলেন এক গ্যাংম্যান। ফাটলটি তাঁরই নজরে প্রথম আসে। সঙ্গে সঙ্গে তিনি চেরাগ্রামের স্টেশন ম্যানেজারকে খবর দেন। ওই সময়েই আসানসোল-হাওড়া ডাউন অগ্নিবীণা এক্সপ্রেস (১২৩৪২ ডাউন) ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল। বিপদ বুঝে চেরাগ্রাম স্টেশনে ঢোকার মুখেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। রেলের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার তারতম্যের কারণেই ওই লাইনে ফাটল দেখা দিয়েছিল। রেলের ইঞ্জিনিয়াররা এসে ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত করেন। সকাল ৯টা ২২ মিনিটে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনটিকে ওই লাইন দিয়েই রওনা করানো হয়। রিভার্স লাইনে কাজ চলার সময় বাকি ২টি লাইন দিয়ে ট্রেন চলাচল করে। রেলের এক আধিকারিক জানান, ট্রেন চলাচলে বিশেষ প্রভাব পড়েনি। কারণ, বাকি দু’টি লাইন দিয়ে ট্রেন চালানো হয়।

মারধরে জখম ফব নেতা
বুধবার বিকেলে তারকেশ্বরের গুড়িয়া গ্রামে এক ফরওয়ার্ড ব্লক নেতা ও তাঁর ছেলেকে মারধর করা হল। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অস্ত্রের কোপে মাথা ফেটেছে আনসার আলি সাহানা নামে ওই ব্যক্তির। তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ‘নিরাপত্তা’র অভাব বোধ করায় বাড়ির লোকজন তাঁকে পুড়শুড়ার একটি নার্সিংহোমে নিয়ে যান। দুই তৃণমূল কর্মীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রহৃত নেতার বলেন, “গয়েশপুর মোড়ে আমাদের দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে নেওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলাম। সেই আক্রোশেই ওরা বার বার হামলা চালাচ্ছে।” অভিযুক্তেরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। তারকেশ্বরের তৃণমূল পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, “রাজনীতি নয়, ব্যক্তিগত আক্রোশ থেকেই ঘটনাটি ঘটে থাকতে পারে।”

নাটক প্রতিযোগিতা
বাগনান রঙ্গতীর্থের পরিচালনায় ২৯তম সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রথতলা মাঠে। হুগলির থিয়েটার চন্দননগর প্রয়োজিত ঢেউ ফিরে যায়, কলকাতার কুমারটুলির রঙ্গলোক প্রয়োজিত জয়বাবা ফেলুনাথ এবং আগরপাড়ার কালপুরুষ প্রযোজিত প্রাণের মানুষ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।

হাওড়ায় ব্যায়াম প্রতিযোগিতা
সম্প্রতি ‘হাওড়া ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন’-এর পরিচালনায় এবং ঝিকিরা ছাত্রদল ব্যায়াম সমিতির ব্যবস্থাপনায় হাওড়া জেলা বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জয়পুরের ঝিকিরা হাইস্কুল মাঠে। জেলার বিভিন্ন সংস্থা থেকে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.