টুকরো খবর |
টু-জি মামলায় খুনের ‘হুমকি’ সাক্ষীকে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি মামলার শুনানিতে নাটকীয় দৃশ্য দেখল দিল্লির বিশেষ সিবিআই আদালত। খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে আদালতে কেঁদে ফেললেন সিবিআইয়ের অন্যতম সাক্ষী ও এ রাজার প্রাক্তন অতিরিক্ত ব্যক্তিগত সচিব অসীর ভারতম আচারি। আটক হলেন এক সন্দেহভাজনও। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। টু-জি মামলায় বৃহস্পতিবার আত্মপক্ষ সমর্থন শুরু করেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা। তাঁর প্রাক্তন অতিরিক্ত সচিব অসীর ভারতম আচারিকে সাক্ষী হিসেবে হাজির করেছিল সিবিআই। তাঁকে ফের জেরা করছিলেন রাজার আইনজীবী। সেই সময়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন আচারি। তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, যিনি হুমকি দিচ্ছেন, তিনি আদালতে রাজার প্রাক্তন ব্যক্তিগত সচিব আর কে চান্দোলিয়ার পাশে বসে রয়েছেন। আচারি ওই ব্যক্তিকে চিহ্নিত করা মাত্র তিনি ছুটে পালান। পুলিশ তাঁকে ধরে ফেলে। ওই ব্যক্তি আদালতে বলেন, তাঁর নাম জয়প্রকাশ। দিল্লি পুলিশ জানিয়েছে, নয়ডার রিলায়্যান্স পাওয়ারের অফিসে পিওনের কাজ করেন জয়প্রকাশ। টু-জি মামলার অভিযুক্ত অনিল ধীরুভাই অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠীর কর্তাদের খাবার দিতেন তিনি। তবে আচারিকে হুমকি দেওয়ায় জয়প্রকাশ জড়িত মনে করছে না পুলিশ।
|
ত্রিপুরায় চলচ্চিত্র উৎসব শুরু আজ
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরার সিনেডেল্ভ আয়োজিত ষোড়শ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে কাল শুক্রবার থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ছবিগুলি দেখানো হবে আগরতলার নজরুল কলাক্ষেত্রে। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পরই দেখানো হবে বাংলাদেশের বিশিষ্ট পরিচালক নাসিরুদ্দিন ইউসুফের ‘গোরিলা’। প্রেক্ষাগৃহে পরিচালক নাসিরুদ্দিনেরও উপস্থিত থাকার কথা। আট দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এ বার ২৪টি ছবি প্রদর্শিত হবে। বাংলা ছবি সাতটি, হিন্দি ছ’টি, ছোটদের জন্য তিনটি এবং বিদেশি ভাষার আটটি। নির্বাচিত চলচ্চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ঋতুপর্ণ ঘোষের ‘দ্য লাস্ট লিয়ার’, সন্দীপ রায়ের ‘গোরস্থানে সাবধান’, ফিলিপ্পে অরাকটিঙ্গি পরিচালিত লেবাননের ছবি ‘আন্ডার দ্য বম্ব’, গাভিন হুড পরিচালিত দক্ষিণ আফ্রিকার ছবি ‘টোটসি’, কোরিয়ান পরিচালক কিম কি দুক-এর ‘ব্রেথ’, উইম ওয়ান্ডার্স পরিচালিত ব্রিটিশ ছবি ‘এন্ড অব ভায়োলেন্স’, শাশন্ত শাহের ‘চলো দিল্লি’, জয়া আখতারের ‘জিন্দগি না মিলে’, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের ‘চ্যাপলিন-চার্লি অ্যান্ড হিজ লিট্ল ওয়ান’, সুমন মুখোপাধ্যায়ের ‘মহানগর’, অপর্ণা সেনের ‘ইতি মৃণালিনী’।
|
অটলকে দেখে শিখুন: মীরা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সামনেই রয়েছেন লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, নিতিন গডকড়ীরা। লোকসভার স্পিকার মীরা কুমারের মুখে ভূয়সী প্রশংসা অটলবিহারী বাজপেয়ীর। শুধু তাই নয়, লোকসভার বিরোধী নেতাদের সামনেই মীরা বললেন, “এখনকার নেতাদের বাজপেয়ীকে দেখে শেখা উচিত।” মীরার বক্তব্য বাজপেয়ী বিতর্কে অংশ নিতেন, যেনতেন প্রকারেণ গোলমাল বাধিয়ে সংসদের কাজকর্ম বন্ধ করে দিতেন না। সংসদে বাজপেয়ীর বক্তৃতার একটি ডিভিডি প্রকাশ অনুষ্ঠানে আজ গিয়েছিলেন মীরা। অনেকেই মনে করছেন, বিজেপি আয়োজিত ওই অনুষ্ঠানে অটলের প্রশংসা করার মধ্য দিয়ে নাম না করে বিজেপি নেতাদেরই খোঁচা দিলেন স্পিকার।
|
খাদ্য সুরক্ষা বিল পেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কংগ্রেস সাংসদদের সহর্ষ টেবিল চাপড়ানির মধ্যে লোকসভায় আজ খাদ্য সুরক্ষা বিল পেশ করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে ভি টমাস। গরিবদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই বিলকে বিশ্বের অন্যতম বৃহৎ পরীক্ষামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সনিয়া গাঁধীর স্বপ্নের এই বিল জনসংখ্যার ৬৩ শতাংশকে সস্তায় খাদ্যশস্য জোগান দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। এর জন্য ভর্তুকি বাবদ সরকারের অতিরিক্ত ২৪ হাজার কোটি টাকা খরচ হবে। ২০০৯-এর লোকসভা নির্বাচনের সময়েই কংগ্রেস এই খাদ্য সুরক্ষা বিলের প্রতিশ্রুতি দিয়েছিল।
|
সারান্ডায় হত কোবরা জওয়ান
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
সারাণ্ডা লাগোয়া, পশ্চিম সিংভূম জেলার পোরহাট জঙ্গলে গত কাল রাতে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াইয়ে এক কোবরা জওয়ানের মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশের মুখপাত্র রাজকুমার মল্লিক জানিয়েছেন, মৃত কোবরা বাহিনীর জওয়ানের নাম সুখদেব সিংহ। জখম হয়েছেন আরও এক জওয়ান। পশ্চিম সিংভূম জেলার পুলিশ কর্তারা জানিয়েছেন, যৌথ বাহিনীর গুলিতে জখম হয়েছে কমপক্ষে ছয় মাওবাদী। তবে গুলিতে জখম হওয়া একজন মাওবাদীকেও ধরা যায়নি। গুলিবিদ্ধদের নিয়ে জঙ্গলে পালিয়েছে তাদের সঙ্গীরা।
|
সমবায় বিল পাশ লোকসভায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সমবায় সোসাইটি গঠনের অধিকার মৌলিক অধিকারের স্বীকৃতি পেল। আজ এই বিষয়ে একটি সংশোধনী বিল পাশ করল লোকসভা। বিলটি নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার জানান, বিলটি সমবায়ের পরিচালন সংস্থার দায়বদ্ধতাকে নিশ্চিত করবে। মনে করা হচ্ছে, সমবায়ের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়াবে এই বিলটি।
|
সাহিত্য অকাদেমির ৩ পুরস্কার উঃ-পূর্বে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্বের তিনজন লেখক এ বছর সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন। এর মধ্যে অসমীয় সাহিত্যিক, প্রয়াত কবিন ফুকন তাঁর ‘এই অনুরাগী, এই উদাসী’ বইয়ের জন্য মরণোত্তর পুরস্কার পাবেন। বড়ো লেখক প্রেমানন্দ মুশাহারি ‘ওখাফউরনি দিমা’ (চাঁদের নদী) এবং মণিপুরি ঔপন্যাসিক ক্ষেত্রী বিরা তাঁর ‘নাংবু গাইবাদা’ (তোমার অপেক্ষায়) বইয়ের জন্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন।
|
মেঘালয়ে ট্রাক নদীতে, মৃত ১১
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পাহাড়ি নদীতে ছিটকে পড়ল ট্রাক। বড়দিনের উৎসবে যোগ দিতে আসার পথেই মারা গেলেন কয়লাখনির ১১ শ্রমিক। গুরুতর জখম ৫ জন। কাল বিকালে মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকে চেপে বরসরা খনি এলাকা থেকে মাকরিহাট, ওয়াহাজি ও নোংস্টেনে ফিরছিলেন ১৬ জন শ্রমিক। বরসরা ও মাকরিহাটের মাঝে জাদুকাট্টা সেতুর রেলিং ভেঙে ওই ট্রাকটি রানিকর নদীতে গড়িয়ে পড়ে।
|
ঊষা গগৈয়ের কবিতা সংগ্রহ প্রকাশ |
|
উজ্জ্বল দেবের তোলা ছবি। |
মা ঊষা গগৈয়ের কবিতা সংগ্রহ প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বুধবার সন্ধ্যায়, ঊষা গগৈয়ের ২৭ তম মৃত্যু বার্ষিকীতে, ছেলে তরুণ ‘হিয়ার হেমহার’ নামে বইটি প্রকাশ করে বলেন, “১১ সন্তানকে মানুষ করেও, সংস্কৃতির নানা শাখায় মায়ের বিচরণ ছিল। সেই আমলেও মা মেক আপ করে, উঁচু হিলের জুতো পরে, নিয়ম করে বেড়াতে যেতেন। তবে মা যে নিয়ম করে কবিতা লেখেন তা সাংসদ হওয়ার আগে অবধি আমি জানতেই পারিনি।” ঊষাদেবীর কবিতার বই প্রথমবার প্রকাশিত হয় ১৯৮৯ সালে। সেই কবিতা ও বেশ কিছু অপ্রকাশিত কবিতা নিয়ে এই বইটি প্রকাশে উদ্যোগী হন তরুণ গগৈয়ের বোন বুলবুল বরগোহাঁই ও জামাইবাবু মহেন্দ্র। |
|