টুকরো খবর
নয়া অর্থ কমিশন গড়তে বিল রাজ্যে
কেন্দ্রীয় অর্থ কমিশনের শর্ত মেনে রাজ্য অর্থ কমিশন নতুন করে গঠন করার জন্য সদস্য মনোনয়নে কড়া হচ্ছে রাজ্য। বৃহস্পতিবার বিধানসভায় এই সম্পর্কিত বিল এনে এ কথা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় কমিশন আরও পূর্বশর্ত দিয়েছে, সংস্থার যোগ্যতা বিচার করে তবেই তাদের অর্থ বরাদ্দ করতে হবে। কমিশন রাজ্যের আর্থিক অবস্থা খতিয়ে দেখে পুরসভা, পঞ্চায়েত স্তর পর্যন্ত অর্থ বণ্টনের পরিমাণ স্থির করে। ২০০৬-এর পর ৫ বছর মেয়াদ শেষে এ বার নতুন কমিশন তৈরি হবে। এ দিন ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কমিশন (মিসলেনিয়াস প্রভিশন্স) বিল, ২০১১’ আলোচনার পর পাশ হয় ধ্বনি ভোটে। অর্থমন্ত্রী সভায় জানান, “কেন্দ্রের ত্রয়োদশ অর্থ কমিশন এ রাজ্যের জন্য অনুদানের অর্থ বাদে মোট ১২,৬৩৯.০১ কোটি টাকা বরাদ্দ করেছে। তা ব্যয় করতে নয়া রাজ্য অর্থ কমিশন গড়া হচ্ছে। ফলে চেয়ারম্যান ও বাকি সদস্যদের মনোনয়নের সময় তাঁদের যোগ্যতা বিবেচনা করা জরুরি। নয়া বিলে সেই প্রস্তাবই আছে।” অর্থ দফতরের এক সূত্রের মতে, এত দিন সদস্য মনোনয়নের বাঁধাধরা নিয়ম ছিল না। সরকারের পছন্দ অনুসারে তা করা হত। তিনি জানান, এ দিন বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর তার বিধিনিয়ম তৈরির প্রক্রিয়া শুরু হবে।

পর্যটন বাঁচাতে আশ্বাস মন্ত্রীর
জয়ন্তীতে হোম ট্যুরিজম বাঁচাতে সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বিধায়ক কংগ্রেসের দেবপ্রসাদ রায় এই বিষয়টি বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে উত্থাপন করেন। তাঁর সন্দেহ, বন দফতর ওই এলাকায় বাইরের লোকজনের যাতায়াত বন্ধে যেমন কঠোর মনোভাব নিয়েছে তাতে ৩১ ডিসেম্বরের পরে জয়ন্তীতে পর্যটন বন্ধ হয়ে যেতে পারে। আলিপুরদুয়ারের বিধায়ক বলেন, “পর্যটন মন্ত্রী ঘটনাটি জানার পরে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমায় আশ্বাস দিয়েছেন।” একসময়ে বক্সার জঙ্গলের ভিতরে ওই এলাকায় ডলোমাইট উত্তোলন ব্যবসার সূত্রে জনবসতি গড়ে ওঠে। পরে ডলোমাইট উত্তোলন বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দারা হোম ট্যুরিজম গড়ে তোলেন। হোম ট্যুরিজমের হাত ধরে এলাকায় বহিরাগতদের যাতায়াত বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বন দফতর। কেননা, কোর এলাকা দিয়েই পর্যটকদের জয়ন্তীতে যেতে হয়। পর্যটকদের নিয়ে গাইডরা যখন তখন কোর এরিয়ায় ঢুকে পড়ছিলেন বলেও অভিযোগ। দেবপ্রসাদবাবু বলেন, “পর্যটন দফতর ডুয়ার্সে ৫০ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিচ্ছে। পর্যটন মন্ত্রী জয়ন্তীর বাসিন্দাদের সমস্যা দূর করতে বন দফতরের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।”

থ্রিজি রোমিং চুক্তি বাতিলের নির্দেশ
দেশের বিভিন্ন অংশে থ্রি-জি পরিষেবা দিতে ভারতী, ভোডাফোন ও আইডিয়ার মধ্যে হওয়া রোমিং চুক্তি বাতিলের নির্দেশ দিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। তাদের অভিযোগ, টেলিকম লাইসেন্স নীতি ভেঙেছে ওই চুক্তি। সংস্থাগুলিকে জরিমানা করার কথাও ভাবছে মন্ত্রক। এ বিষয়ে ট্রাই, আইন মন্ত্রক ও ডট একমত হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুদ বাড়ছে ব্যাঙ্কে
সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার বেশি আমানতে সুদ ১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭% করল ইয়েস ব্যাঙ্ক। অনাবাসী ভারতীয়দের সেভিংস অ্যাকাউন্টেও ১ লক্ষ টাকা পর্যন্ত জমায় সুদ ২০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬% ও তার বেশি অঙ্কের জন্য ৩০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭% করেছে তারা। অনাবাসী ভারতীয়দের টাকার অঙ্কের মেয়াদি আমানতে সুদ বাড়াচ্ছে এলাহাবাদ ব্যাঙ্কও। ১-২ বছরের জমায় সুদ ৭.৫০%, ২-৩ বছরে ৭% হবে। ৩ বছরের ক্ষেত্রে নয়া সুদ ৬.৭৫%। এইচডিএফসি ব্যাঙ্ক অনাবাসীদের ২৫ লক্ষ থেকে ১ কোটি টাকার জমায় নয়া সুদ বাড়িয়ে করছে ৮.৫%।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.