বিধাননগরের একটি ম্যানেজমেন্ট কলেজের এক শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার কলেজের গেটে বিক্ষোভ দেখাল তৃণমূল শিক্ষা সেল। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বিক্ষোভ চলে। আজ, শুক্রবার ফের বিক্ষোভ দেখানো হবে বলে জানান তৃণমূল শিক্ষা সেলের মহকুমা সভাপতি অশোককুমার পতি। কলেজের ডিরেক্টর অনুপম মুখোপাধ্যায়ের অভিযোগ, বিবিএ বিভাগের শিক্ষক শুভজিৎ চক্রবর্তী কলেজের অনুশাসন মানেন না। তাঁকে সতর্ক করেও ফল হয়নি। শেষ পর্যন্ত তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবাদে শুক্রবার তৃণমূল শিক্ষা সেলের নেতৃত্বে কলেজের শিক্ষকদের একাংশ গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তাঁরা। বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, “কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্তে অনড় থাকায় এই পরিস্থিতি।” শুভজিৎবাবুর অবশ্য অভিযোগ, কলেজে শিক্ষকদের উপযুক্ত বেতন, সুযোগ-সুবিধা নেই। তিনি প্রতিবাদ করায় কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। এই অভিযোগ অস্বীকার করেছেন কলেজ কর্তৃপক্ষ।
|
দীর্ঘ দিন পানীয় জলের সমস্যায় জেরবার কেন্দা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কেন্দা গ্রামে রাত ১০টার পরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জল আসে। তাও অপর্যাপ্ত। বিস্তীর্ণ এলাকায় ইসিএলের জল সরবরাহ অনিয়মিত। প্রতিকারের দাবিতে জামুড়িয়া ব্লক ২ তৃণমূল কমিটির উদ্যোগে নিউ কেন্দা কোলিয়ারির এজেন্টকে ঘিরে বুধবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। প্রদেশ তৃণমূল সদস্য প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানান, জোড় জানকি, চিচুঁড়িয়া প্রভৃতি এলাকাও পানীয় জলের সমস্যায় জেরবার। কোলিয়ারির এজেন্ট সোমনাথ সিংহ জানান, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
রানিগঞ্জ ও জামুড়িয়া ব্লক কার্যালয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল আসানসোল জেলা বিজেপি। বিক্ষোভকারীরা দু’টি ক্ষেত্রেই বিক্ষোভ শেষে বিডিও-র হাতে স্মারকলিপি তুলে দেন। বিজেপির আসানসোল জেলা সম্পাদক পবন সিংহের দাবি, “সঠিক লোককে বিপিএল তালিকাভুক্ত করতে হবে। সম্পন্ন ব্যক্তিদের নাম ওই তালিকা থেকে বাদ দিতে হবে। একশো দিনের কাজের প্রকল্পে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা যাবে না। সরকার নির্ধারিত মূল্যে ধান, সব্জি কিনতে হবে। এই সমস্ত দাবিতে এ দিন বিক্ষোভ দেখানো হয়। বিডিও-রা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই দাবিপত্র পৌঁছে দেওয়া হবে।
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বুধবার রাতে কড়ঙ্গপাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামগোপাল কোড়া (৪০)। তিনি একটি বেসরকারি কারখানার কর্মী ছিলেন। রাতে রাস্তা পার হওয়ার সময় তাঁকে ধাক্কা মেরে লরিটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রামগোপালবাবু।
|
জঙ্গলমহলের হোমগার্ড নিয়োগের পরীক্ষার লাইনে দাঁড়ানো নিয়ে মারপিটে আহত হন দু’জন। শুক্রবার সকালে দুর্গাপুরের রাতুরিয়া সংলগ্ন এনভিএফ ব্যারাক মাঠে ওই ঘটনায় এক এনভিএফ কর্মী জখম হন। পরে জওয়ানের লাঠিতে বাঁকুড়ার রাইপুরের পরীক্ষার্থী সঞ্জয় সরখেলের মাথা ফেটে যায় বলে অভিযোগ। |