|
|
|
|
|
|
|
নজরদার |
|
তিন জন সাদা, তিন জন কালো |
আমার অনেকগুলি রঙিন মাছ আছে। এক দিন দেখলাম একটি সাদা মলি মাছের পেট মোটা হয়েছে। মাছটিকে আলাদা করে রাখলাম। কয়েক দিন বাদে দেখলাম খুদে খুদে ছ’টি বাচ্চা হয়েছে। প্রত্যেক দিন খাবার দেওয়ার সময় দেখি ওরা সব সময় খেলা করে আর মারামারি করে। ওদের বয়স এখন ২১ দিন। ওরা কেঁচো খেতে খুব ভালবাসে। আমি খাবারের শিশি ঝাঁকালেই ওরা ছুটে আসে জলের ওপর। প্রথমে ওদের সবাইকে একই রকম লাগত। এখন ওদের তিন জন সাদা আর তিন জন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে।
অদ্রিজা দাস। প্রথম শ্রেণি, বিবেকানন্দ বিদ্যানিকেতন, মুর্শিদাবাদ |
|
|
তাড়া করেও রক্ষা হল না |
আমাদের বাড়ির পাশে একটি পেয়ারা গাছে বাসা বেঁধেছিল একটি কাক। কয়েক দিন পরে দেখি তিনটি ডিম। তার পর থেকেই কাকটি তার বাসার উপর সব সময় নজর রাখত। পরে দেখি, ছোট্ট তিনটি কাকের ছানা। মা-কাক মুখে করে খাবার খাওয়াত আর পাশে পাশেই থাকত। এক দিন একটু ঝটপট করতে গিয়ে একটি ছানা নীচে পড়ে গেল আর উড়তে পারল না। অমনি পাশ থেকে ছুটে এসে ভুলো কুকুরটা মুখে করে ছানাটিকে নিয়ে দে ছুট। আর কত কাক একসঙ্গে কা-কা করে কুকুরটাকে তাড়া করল, কিন্তু রক্ষা করতে পারল না।
নীলাঙ্কন বেতাল। তৃতীয় শ্রেণি, বনফুল শিশুতীর্থ, সালকিয়া |
|
|
গন্ধগোকুলের পেঁপে চুরি |
সন্ধেবেলায় মায়ের কাছে পড়তে বসেছি, হঠাৎ কীসের খস খস শব্দ। জানলা দিয়ে দেখি একটা গন্ধগোকুল পেঁপে গাছে বেয়ে বেয়ে উঠছে। দেখলাম একটা পাকা পেঁপে মুখে করে নিয়ে নীচে নেমে জঙ্গলের দিকে চলে গেল।
রীমা পাল। পঞ্চম শ্রেণি, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, বারাসত |
|
|
চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার? যদি বাড়িতে
থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায় বাসা বাঁধা উইপোকা,
অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও ঘনিষ্ঠ প্রতিবেশীর রোজকার
জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট লিখে পাঠিয়ে দাও আমাদের। খামের উপরে লেখো: |
নজরদার
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|
|
|