|
|
|
|
সংস্কৃতি যেখানে যেমন |
• গত ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চারদিন ধরে দীনবন্ধু মঞ্চে হল শিলিগুড়ি পাঠভবনের সমাবর্তন উৎসব এবং পুরস্কার বিতরণী। বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনৃত্য পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করে অর্পণ মিত্র, শালিনী ঘোষ, মধুরিমা নন্দী, কৌশিক চোধুরী। ঈশানী ভদ্রের পরিচালনায় বর্ষার উপরে রবীন্দ্র নৃত্য ‘মন মোর মেঘের সঙ্গী’ দর্শকদের মুগ্ধ করে। এতে অংশগ্রহণ এষা মুখোপাধ্যায়, প্রত্যুষা চৌধুরী, ধৃতি সরকার, শুচিস্মিতা চন্দ, স্বর্ণদীপ সরকার প্রমুখ। এ ছাড়াও পরিবেশিত হয় গণেশ বন্দনা, মাতৃবন্দনা, কালীকা দর্শন, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন আঙ্গিকে নৃত্যের উপর বিবিধের মাঝে মিলন মহান।’ পারমিতা মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘যদি তুমি বন্ধু হও’ প্রশংসার দাবি রাখে। দেবী দুর্গার আগমনী উৎসবের ‘নমামি জগন্মাতা’ পরিবেশিত হয়। লুনা মিত্রের পরিচালনায় বাউল গানের উপর ‘বাউল মেলা’ সকলের ভাল লাগে। চিত্রাঙ্গদার একটি অংশ পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করে এষা মুখোপাধ্যায়, রিম্পা ভদ্র, ঈশিতা চৌধুরী, শ্রেয়সী দাস, শালিনী দেব, শালিনী ঘোষ অংশগ্রহণ করে। |
• বলাকার দুটি নাটক ১৮ ডিসেম্বর
সৎ মায়ের অত্যাচারে শালগাছের ছায়া ঘেরা গ্রাম ছাড়তে হয়েছে বাপের কোল ঘেঁষা মেয়ে শ্যামাকে। শহরে এক তোলাবাজের বাঁধা মেয়েমানুষ সে। আপনজনের মৃত্যুতে শ্মশানে গিয়ে শ্যামার সঙ্গে পরিচয় হয় মানুষ তৈরির নেশায় মত্ত এক ব্যক্তির। শ্যামা কী ফিরবে উত্তরণের পথে? আগামী ১৮ ডিসেম্বর শিলিগুড়ির বলাকা নাট্যগোষ্ঠীর ‘শালবনির শ্যামা’র নাটক মঞ্চস্থ হবে। তার কাহিনী আবর্তিত হয়েছে সেই শ্যামাকে ঘিরেই। দীনবন্ধু মঞ্চে সেদিন আরেকটি নাটক মঞ্চস্থ করবেন বলাকার সদস্যরা। দ্বিতীয় নাটকের নাম ‘রিয়ালিটি শো’। খুবই পরিচিত নাম ও বিষয়। মা-বাবার উচ্চাকাঙ্খার মাসুল দিতে হয় ছোট ছেলেমেয়েদের। মানুষের হাসিকান্না কোন শর্তে নিয়ন্ত্রিত হয় তা নিয়েও দ্বিতীয় নাটকটি। নাট্যগোষ্ঠীর সভাপতি বিমান দাশগুপ্তের দাবি, দুটি নাটকই কলারসিকদের সমাদর পাবে। |
• ১৩ নভেম্বর দীনবন্ধু মঞ্চে ইঙ্গিত নাট্য সংস্থা অনিকেত নাটকটি মঞ্চস্থ করল। হরিমাধম মুখোপাধ্যায়ের লেখা এবং আনন্দ ভট্টাচার্যের পরিচালনায় নাটকটি দর্শকদের মন কাড়ে। এতে অংশগ্রহণ করে সলিল ধর, শৈবাল মজুমদার, বিজয় নন্দী, চম্পা ভট্টাচার্য, সোমা ভট্টাচার্য এবং পারমিতা বিশ্বাস। শৈবাল মজুমদারের মঞ্চ ভাবনা ছিল বেশ ভাল। সহযোগিতায় ছিলেন সমীর মুখোপাধ্যায়, মান্তু মজুমদার প্রমুখ। সম্প্রতি পশ্চিমবঙ্গ নাট্য ও অ্যাকাডেমি আয়োজিত ‘নাট্য মেলা-১১’-তে ইঙ্গিত শিশির মঞ্চে তাদের প্রযোজনা ‘ত্যাগ’ নাটক মঞ্চস্থ করে। |
• দীনবন্ধু মঞ্চে গত ৪ঠা নভেম্বর গীতম নার্সারি স্কুলের সমাবর্তন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। রবীন্দ্র সঙ্গীতে মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। নার্সারি, কেজির ছোট ছোট ছাত্রছাত্রীদের দিয়ে দীপ্তি ঘোষের পরিচালনায় ‘ছোটদের নজরুল’ ছিল বেশ ভাল। এতে অংশগ্রহণ করে মেঘা দে, স্নেহা সাহা, রিয়া কুর্মি, কুশল বাগচি, আকাশ দে সরকার প্রমুখ। এরপর দুর্গা বন্দনা হয়। অংশগ্রহণ করে নিকতা কুণ্ডু, উষাশ্রী চক্রবর্তী, রোহিণী পাল, শাশ্বতী নন্দী, সোনিয়া ঘোষ। এ ছাড়া ছাত্রছাত্রীরা আবৃত্তি, কত্থক নৃত্য, লোকনৃত্য, রবীন্দ্র সঙ্গীত, সাঁওতালি নৃত্য পরিবেশন করে। |
তথ্য: পারমিতা দাশগুপ্ত। |
|
|
|
|
|