সংস্কৃতি যেখানে যেমন.. |
শিল্পপ্রদর্শনী |
|
স্বাদ-এ শিল্প প্রদর্শনী। |
‘যে ধ্রবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে/ মিলাব তাই জীবন গানে।’ রবীন্দ্রনাথের স্বপ্নের প্রতিষ্ঠান শান্তিনিকেতনের কলাভবনে টানা প্রায় ১৫ বছর অধ্যাপনা ও অধ্যক্ষের কাজ করেছেন বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরী। সেখানে কাজ করার সময় থেকেই তরুণ প্রতিভাবান শিল্পীদের শিল্পকর্মে নিয়োজিত করতে মনে মনে স্বপ্ন বুনেছিলেন তিনি। গত বছর মূলত তাঁরই উদ্যোগে তাঁর প্রিয় বিশিষ্টজনদের সহায়তায় শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লিতে গড়ে উঠেছে ‘স্বাদ’ নামে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের দোতলায় বিনোদবিহারী, নন্দলাল, রামকিঙ্কর প্রমুখ বিখ্যাত শিল্পীদের নামাঙ্কিত বিভিন্ন কক্ষে রয়েছে প্রখ্যাত শিল্পীদের নানা শিল্পকর্ম। উপরে রয়েছে স্টুডিও এবং প্রদর্শনী কক্ষ। ওই কক্ষে কলাভবনের সদ্য প্রাক্তন ১১ জন ছাত্রছাত্রীর শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হল গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। সেখানে ৯ জন ছাত্রের আঁকা চিত্র ও ২ জন ছত্রীর দু’টি ভাস্কর্য এবং ৫টি সেরমিকের শিল্প কর্ম দেখতে প্রতিদিনই কলাভবনের ছাত্রছাত্রীরা ছাড়া দেশ বিদেশের শিল্পপ্রেমীরা ভিড় করেছিলেন। প্রদর্শনীটির উদ্বোধন করেছিলেন বিশিষ্ট শিল্পী কে জি সুব্রহ্মন্যম। এই মাসেই কলকাতার বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী ও শিল্পকর্মশালা স্বাদ-এ হবে বলে যোগেনবাবু জানিয়েছেন। স্বাদ প্রসঙ্গে যোগেনবাবু বলেন, “কলাভবনে প্রচুর বহিরাগত ছাত্রছাত্রী প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে অনেকেই শিল্পকর্ম নির্মাণ করার জায়গা ও পরিবেশ পান না। তা ছাড়া, দেশ বিদেশের বহু প্রতিভাবান শিল্পীরা শান্তিনিকেতনে থেকে কাজ করতে চান। সেই কারণেই স্বাদ গড়ে তোলা হয়েছে।”
|
পরিচালক |
|
অমিতাভ হালদার। |
বীরভূমের নাট্যচর্চায় একটি পরিচিত নাম রামপুরহাটের বাসিন্দা অমিতাভ হালদার। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘চেয়েছি নতুন দিন, গ্লানিহীন যৌবরাজ্য/ সৃষ্টিতে স্বাধীন।’-‘আমার স্বপ্ন’এই লাইন মেলে অমিতাভবাবুর সঙ্গে। তিনি দক্ষ অভিনেতা ও পরিচালক। তাঁর নির্দেশিত রবীন্দ্রনাথের ছোট গল্প ‘ভাল মানুষ’ স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র স্থান পেয়েছে কলকাতায় অনুষ্ঠিত স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র উৎসবে। ওই উৎসব শুরু হবে নন্দন-২ প্রেক্ষাগৃহে আগামী ৫ ডিসেম্বর থেকে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মোট ১১৮টি চলিচ্চিত্র দেখানো হবে। অমিতাভবাবুর ছবি দেখানো হবে ১০ ডিসেম্বর সন্ধ্যায়। গল্প থেকে চলচ্চিত্রে রূপান্তরের কাজটি করেছেন অমিতাভাবাবু। ১৯৭৬ সাল থেকে তিনি নাটকের সঙ্গে যুক্ত। শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপ তিনি পছন্দ করেন না। তাই বার বার তিনি নাট্য দল বদল করেছেন। তাঁর ৩২টি পাণ্ডুলিপি এখনও পর্যন্ত মঞ্চস্থ হয়েছে তাঁরই পরিচালনায়। ১৯৯৫ সালে ‘নাইয়া’ নামে নিজে নাটকের দল খোলেন। ২০০৩ সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ণ্যাম বেনেগালের ‘বোস দ্য ফরগটন হিরো’ সিনেমায় ছোট একচি ভূমিকায় তিনি অভিনয় করেছেন জেলার ১০০ জন নাট্য কর্মীকে নিয়ে। স্বাদিনপুর স্টেশনে ছবি তৈরি হয়েছিল।
|
পুরসভায় অনুষ্ঠান |
|
দুবরাজপুরে অনুষ্ঠান। |
দুবরাজপুরের সংস্কৃতি আঙিনায় পুরসভা পুরসবাসীদের সমাদর পাচ্ছে। গত ২-৫ ডিসেম্বর চার দিন ধরে নাটক ছাড়া, সংস্কৃতিক বিভিন্ন শাখায় নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছাত্র যুব উৎসবে। স্থানীয় সংস্কৃতি কর্মী ফজলুল হক, সুপ্রিয়া গড়াই জানিয়েছেন, গত ৮ বছর ধরে ওই পুরসভা বছরভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তো করেছে, পাশাপাশি প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের এবং প্রতিবছর এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। ঈদের আগে এক দিন ইফতার পার্টি ও পুজোর পরে বিজয়া সম্মেলন হয়। এলাকার নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে যথাসম্ভব সাহায্য ও করে পুরসভা।
|
স্কুলে অনুষ্ঠান |
|
উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান। |
বীরভূমের সঙ্গীতের ক্ষেত্রে সিউড়ির শান্তব্রত নন্দন অত্যন্ত পরিচিত নাম। উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে সব ধরনের বাংলা গানে তাঁর অবাধ বিচরণ। সঙ্গীতে তাঁর হাতেখড়ি মেজদা সুব্রত নন্দনের কাছে। পরে নলহাটির গৌর দাসের কাছে দীর্ঘ ২০ বছর তালিম নিয়েছেন। বর্তমানে পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র। সান্তব্রতবাবু পরিচালিত ‘অলংকার সঙ্গীত মহাবিদ্যালয়’ ২৫ বছরে পা দিল। সেই উপলক্ষে ওই স্কুলে গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।আনন-এর ৪০ বছর সিউড়ির সবচেয়ে প্রাচীন নাট্যসংস্থা ‘আনন’ ৪০ বছর পূর্ণ করল। গত ৭ ডিসেম্বর সংস্থার জন্মদিন পালিত হল স্থানীয় বিবেকানন্দ গ্রন্থাগারে। কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করে এক জন শিশু। উদ্দেশ্য নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সংস্কৃতি মনস্ক করে তোলা।
|
• ‘বাঁকড়ি রাঢ়ের সাংস্কৃতিক সঙ্ঘ’-এর বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল গত রবিবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে। অনুষ্ঠানে ওই সংগঠনের তরফ থেকে দু’টি নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দ, বাঁকুড়া পুরপ্রধান শম্পা দরিপা। এই সংগঠনের কার্যকরী সভাপতি অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানান, অনুষ্ঠানে বাঁকুড়া শহরের সঙ্গীতশিল্পী বাসুদেব ঘোষাল, নৃত্য শিল্পী প্রণতি সেনগুপ্ত এবং নাট্যশিল্পী অনাদি বসুদেব প্রমুখ।
|
• বাঁকুড়ার সুধাকর সঙ্গীত মহাবিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে স্কুলডাঙায়। মহাবিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাসুদেব ঘোষাল জানান, শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার ও প্রচারের জন্য প্রতি মাসে একটি করে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
|
• মানবাজার থানার গোপালনগর গ্রামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গত রবিবার দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক দয়াময় মাহাতো জানান, বার্ষিক অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক আলোচনা, ছোটদের নাচগান ও আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে।
|
|
• ব্লক ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হল রাইপুর, খাতড়া ও সারেঙ্গায়। গত শুক্রবার ও শনিবার রাইপুর কমিউনিটি হলে ব্লক ছাত্র-যুব উৎসবের অনুষ্ঠান হয়। খাতড়ায় এই উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় স্থানীয় গুরুসদয় মঞ্চে বুধ ও বৃহস্পতিবার। সারেঙ্গা ছাত্র-যুব উৎসব হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। সেখানে নাচ, গান, বসে আঁকো প্রভৃতি প্রতিযোগিতা হয়। খেলাধূলারও প্রতিযোগিতা ছিল।
|
• সিউড়ির সবচেয়ে প্রাচীন নাট্যসংস্থা ‘আনন’ ৪০ বছর পূর্ণ করল। গত ৭ ডিসেম্বর সংস্থার জন্মদিন পালিত হল স্থানীয় বিবেকানন্দ গ্রন্থাগারে। কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করে এক জন শিশু।
|
• বীরভূমের সঙ্গীতের ক্ষেত্রে সিউড়ির শান্তব্রত নন্দন অত্যন্ত পরিচিত নাম। উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে সব ধরনের বাংলা গানে তাঁর অবাধ বিচরণ। সঙ্গীতে তাঁর হাতেখড়ি মেজদা সুব্রত নন্দনের কাছে। পরে নলহাটির গৌর দাসের কাছে দীর্ঘ ২০ বছর তালিম নিয়েছেন। বর্তমানে পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র। ‘অলংকার সঙ্গীত মহাবিদ্যালয়’ ২৫ বছরে পা দিল। |
|