বল পায়ে বিচারক, জাগলিং করলেন মন্ত্রীও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক অন্য রকম বিকেল দেখল মেদিনীপুর। বল পায়ে মাঠে নামলেন পশ্চিম মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক মির দারাশেখো। জাগলিং করলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। বল পায়ে মাঠের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে দৌড়লেন খড়্গপুরের পুরপ্রধান জহরলাল পাল। শুধু দৌড়লেনই না। নেতৃত্বও দিলেন। সৌজন্যে, শহরের মহাতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। খেলা শেষে সবাই জানালেন, এমন উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে খেলার প্রতি উৎসাহ আরও বাড়বে। গত বুধবার থেকে শহরের পালবাড়ি মাঠে শুরু হয়েছিল ‘সৌমিত্র পাল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট’। এ বার সব মিলিয়ে ১৬টি দল টুর্নামেন্টে যোগ দেয়। শুক্রবার বিকেলে হল টুর্নামেন্টের ফাইনাল খেলা। মুখোমুখি হয়ে মহাতাবপুর যুবকবৃন্দ ও জঙ্গলমহল একাদশ। |
|
অন্য মেজাজে জেলা দায়রা বিচারক ও মন্ত্রী। —নিজস্ব চিত্র। |
১-০ গোলে জেতে যুবকবৃন্দ। পাশাপাশি, এ দিন দু’টি প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়। একটি ম্যাচে আইনজীবীদের সঙ্গে খেলতে মাঠে নামেন মেদিনীপুর আদালতের বিচারকেরা। অন্য ম্যাচ মেদিনীপুর পুরসভার সঙ্গে খড়্গপুর পুরসভা। আর এই প্রীতি ম্যাচই যেন টুর্নামেন্টেকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা আরও বাড়িয়ে দেয়। বল পায়ে মাঠে নেমে খড়্গপুর পুর-দলের নেতৃত্ব দেন স্বয়ং পুরপ্রধান। মাঠে নেমে ফুটবলে শট মারেন জেলা ও দায়রা বিচারকও।
পরিবেশ দেখে নিজেকে যেন আর গুটিয়ে রাখতে পারছিলেন না পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী। মাঠে নেমে ফুটবল মাথায় নিয়ে জাগলিং করেন। যা দেখে অবাক হন অনেকেই। দুই পুরসভার খেলায় ২-০ গোলে জয়ী হয় মেদিনীপুর। অন্য দিকে, বিচারকদের সঙ্গে আইনজীবীদের খেলায় ১-০ গোলে জয়ী হয় বিচারকদের দল। উদ্যোগী সংস্থার সভাপতি আশিস চক্রবর্তী বলেন, “পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখতেই আমাদের এই উদ্যোগ।” |
|