শ্রীরামপুর কলেজে ছাত্রসংসদ দখল করতে চলেছে বামবিরোধীরা। গত ৩ দশক ধরে এই কলেজের ছাত্রসংসদে একচ্ছত্র আধিপত্য ছিল এসএফআইয়ের। এ বার সেই ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ-ছাত্র পরিষদ জোট। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। এসএফআইয়ের তরফে ৪৬টি আসনের একটিতেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। ৫টি আসনে প্রার্থী দিয়েছে ডিএসও। ২২ তারিখ ভোট। এসএফআইয়ের অভিযোগ, মূলত তৃণমূলের ‘সন্ত্রাস’-এর কারণেই তারা মনোনয়ন জমা দিতে পারেনি। প্রতিবাদে এ দিন বিকেল ৪টে থেকে কয়েক ঘণ্টা শ্রীরামপুর স্টেশনের সামনে অবস্থান করে তারা। পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়। এসএফআইয়ের হুগলি জেলা সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য বলেন, “গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় না গিয়ে পেশিশক্তি দেখিয়ে সংসদ দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ।” টিএমসিপি-র জেলা সভাপতি শুভজিৎ সাউ অবশ্য বলেন, “এসএফআই সন্ত্রাস করে বছরের পর বছর ক্ষমতা কায়েম করেছিল। এখন ছাত্রছাত্রীরা ওদের সঙ্গে নেই। নিজেরা প্রার্থী দাঁড় করাতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। সন্ত্রাস করলে ডিএসও মনোনয়ন জমা দিল কী ভাবে?” একই বক্তব্য জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি শুভাশিস দত্তেরও। এ দিন সকাল থেকেই কলেজ গেটে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল।
|
পুড়শুড়া বিধানসভা এলাকার চারটি স্কুল পরিচালন কমিটির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। পুড়শুড়ার ভাঙামোড়া বয়েজ এবং গার্লস হাইস্কুল, চিলাডাঙি হাইস্কুল এবং দক্ষিণ রসুলপুর হাইস্কুলে শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ভোট হওয়ার কথা ঠিল আগামী ১৮ ডিসেম্বর। অন্য কোনও পক্ষ মনোনয়ন জমা দেয়নি। অন্য দিকে, আরামবাগের বাতানল কৃষি উন্নয়ন সমিতির ভোটেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
দুর্ঘটনায় মৃত্যু। শুক্রবার পুড়শুড়ার বৈকুণ্ঠপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ জানায়, মৃতের নাম রাজু বাগ (৩২)। |