উইপ্রোর পর এ বার ইনফোসিস। মাত্র এক দিনের ব্যবধানে দেশের অগ্রণী দুই তথ্যপ্রযুক্তি সংস্থা জানিয়ে দিল যে, এ রাজ্যে লগ্নির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়িত করতে চলেছে তারা। গত বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন উইপ্রোর চেয়ারম্যান আজিম প্রেমজি। জানিয়েছিলেন, রাজ্যের দ্বিতীয় ক্যাম্পাসে প্রায় ৮০০ কোটি টাকা লগ্নি করবেন তাঁরা। আর শুক্রবার কলকাতায় বণিকসভা সিআইআই-এর অনুষ্ঠানে এসে ইনফোসিসের এগ্জিকিউটিভ কো-চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন বলেন, “গত মাসেই জমির দাম মিটিয়ে দিয়েছি আমরা। তিন থেকে ছ’মাসের মধ্যে কাজ শুরু হবে। প্রাথমিক লগ্নি ১০০ কোটি টাকা। পরবর্তী বিনিয়োগ ধাপে ধাপে করা হবে।” প্রথম দফার কাজ শেষ হলে ৫ হাজার কর্মী নিযুক্ত হবেন বলেও তাঁর দাবি। প্রসঙ্গত, পূর্বাঞ্চলে শুধু ভুবনেশ্বরে একটি ক্যাম্পাস রয়েছে সংস্থার।
|
শুরু হল ‘অগ্রগামী’র উদ্যোগে ২৩ তম কৃষি-শিল্প-বাণিজ্য মেলা। বাজকুল কলেজ ময়দানে এই মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। অসম, ওড়িশা ও অরুণাচল প্রদেশের শিল্পীদের অনুষ্ঠান দিয়ে শুক্রবার মেলার উদ্বোধন হয়। ভারত সরকার এবং অন্য রাজ্যের প্রদর্শনী স্টল আছে মেলায়। থাকছে মডেল প্রদর্শনী, হস্তশিল্প ও বিভিন্ন রাজ্যের গ্রামীণ শিল্পের প্রদর্শনী ও বিপণনকেন্দ্র। এ ছাড়াও থাকছে স্বাস্থ্যপরীক্ষা শিবির। নাগরদোলা, পুষ্প ও কৃষি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় প্রতিদিনই থাকছে আলোচনাসভা, কর্মশালা। উদ্যোক্তা সংগঠনের সম্পাদক শ্রীকান্ত মিদ্যা বলেন, “এই মেলার অন্যতম আকর্ষণ দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, রাশিয়া ও ইতালির শিল্পীরা।”
|
পুরুলিয়া থেকে তারাপীঠ পর্যন্ত বাস সার্ভিস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ঠ্রীয় পরিবহণ সংস্থা। শুক্রবার থেকেই ওই পরিষেবা চালু হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। সংস্থার পুরুলিয়া ডিপোর আধিকারিক ভাস্কর বাগচি জানান, প্রতিদিন বেলা ১২টায় বাসটি পুরুলিয়া থেকে ছাড়বে। বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট হয়ে তারাপীঠ যাবে। উল্টো দিকের বাসটি প্রতিদিন সকাল ৬টায় তারাপীঠ থেকে ছাড়বে।
|
ইউরোপের আর্থিক সঙ্কট কাটাতে নতুন চুক্তির বিষয়ে সায় দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ২৬টি দেশ। বেঁকে বসল শুধু ব্রিটেন। আগামী তিন মাসের মধ্যে আলাপ-আলোচনার পর চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি করা সম্ভব হবে বলে ইইউ-র দাবি। চুক্তি-প্রস্তাব অনুযায়ী, দেশগুলির বাজেট ও রাজস্ব ঘাটতি কমাতে নির্দিষ্ট মাপকাঠি বেঁধে দেবে নবগঠিত একটি কমিটি। এ জন্য প্রয়োজনে দেশগুলিকে সংবিধান সংশোধনও করতে হবে বলে খবর। ঘাটতি মাত্রা ছাড়ালে জবাবদিহিও করতে হবে। সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে সরে দাঁড়িয়েছে ব্রিটেন।
|
কিংফিশার এয়ারলাইন্সকে বাঁচাতে নেওয়া ঋণের ‘গ্যারান্টি’ হিসেবে ব্যক্তিগত ভাবে ২৪৮.৯৭ কোটি টাকা দিয়েছেন কর্ণধার বিজয় মাল্য। এ ছাড়াও বন্ধক রাখা হয়েছে শেয়ার, ৪১১১ কোটি টাকার কিংফিশার ব্র্যান্ড, কিংফিশার হাউজ, কিংফিশার ভিলা ও হেলিকপ্টার ইত্যাদি। এ দিন লোকসভায় এ কথা জনান, অর্থ প্রতিমন্ত্রী নমো নারয়ণ মীনা।
|
নানা সমস্যায় জর্জরিত কেন্দ্র ভুল করল আমদানি-রফতানির অঙ্কেও। শুক্রবার তা স্বীকার করে বাণিজ্য সচিব রাহুল খুল্লর জানান, এপ্রিল-নভেম্বরে প্রকাশিত রফতানির অঙ্কে ৯০০ কোটি ডলার বেশি দেখানো হয়েছে। বাণিজ্য ঘাটতি ১০,৭০০ কোটি ডলারের বদলে হবে ১১,৭০০ কোটি। তবে, ভুল শোধরানোর পরও রফতানি ৩৩.২% বেড়েছে। অবশ্য নভেম্বরে রফতানি কমেছে ৪.২%। |