|
|
|
|
সমস্যার কথা লিখিত জানাতে বললেন শিল্পমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
প্রাপ্য মজুরি দিলেই বিভিন্ন কারখানায় চলতে থাকা শ্রমিক অসন্তোষ মেটানো সম্ভব বলে মনে করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত একটি বৈঠকে এ কথা জানান শিল্পমন্ত্রী। তাঁর আরও বক্তব্য, “কাঁচামালের অভাবে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারখানা কর্তৃপক্ষদের বলেছি, তাঁরা যেন লিখিত ভাবে আমাকে তাঁদের সমস্যার কথা জানান।” একই সঙ্গে শিল্প-দূষণ প্রসঙ্গে তিনি বলেছেন, “পরিবেশ নষ্ট করে শিল্প গড়া চলবে না। দূষণ নিয়ন্ত্রণে অনেক আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে। কারখানাগুলিকে সে-সব ব্যবহার করতে হবে।” পাশাপাশি জানিয়ে দিয়েছেন, শিল্পের জন্য জমি নিয়ে তা ফেলে রাখা চলবে না। মন্ত্রীর কথায়, “ফেলে রাখার জন্য আমরা জমি দিই না। দেওয়া হয় শিল্প গড়তে। তাই জমি কিনে তা ফেলে রাখা যাবে না।” এ দিনের বৈঠকে প্রায় ৬২ জন শিল্পোদ্যোগী উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন সমস্যার কথা শিল্পমন্ত্রীকে জানান। পার্থবাবুর আশ্বাস, অতীতে বিনিয়োগকারীদের পক্ষে ব্যবসা শুরু করার প্রক্রিয়াটি ছিল জটিল। বিনিয়োগ করেও ব্যবসা শুরু করতে অপেক্ষা করতে হত অনেক দিন। মন্ত্রীর দাবি, “মাত্র ২০০ দিন ক্ষমতায় এসেই আমরা এই প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছি। এখন বিনিয়োগ করার ৩০ দিনের মধ্যেই ব্যবসা শুরু করা সম্ভব।” জেলার বড়জোড়ায় একটি তথ্যপ্রযুক্তি হাব গড়ে তোলা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়, জেলার বিভিন্ন বিধায়ক, বাঁকুড়ার পুরপ্রধান-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। |
|
|
|
|
|