|
|
|
|
তৃণমূল কার্যালয়ে আগুন নানুরে, অভিযুক্ত সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • নানুর |
তৃণমূলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল নানুর। রবিবার রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে বাগপাড়ায়। সিপিএম নেতৃত্ব অবশ্য তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন। কয়েক দিন আগে এই নানুরের খুজুটিপাড়ায় সিপিএমের লোকাল কমিটির অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। |
|
ছবি: সোমনাথ মুস্তাফি। |
বাগপাড়া গ্রামটি বড়া-সাওতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। বছর দু’য়েক আগেও এই এলাকায় তৃণমূলের তেমন প্রভাব ছিল না বললেই চলে। ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ফ্রন্ট শরিকদের সঙ্গে সিপিএমের আসন রফা হয়নি। এর ফলে সিপিএমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আরএসপি, ফরওয়ার্ড ব্লক। ১৬টি আসনের মধ্যে সিপিএম ১১, আরএসপি ৩ ও ফব ২টি আসন পায়। তবে হাওয়া ঘুরতে শুরু করে ২০১০ সালের মার্চ মাসে। ওই সময় আরএসপির দুই প্রভাবশালী নেতা, তিন পঞ্চায়েত সদস্য-সহ একাধিক কর্মী-সমর্থক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সিপিএমের লাগাতার আক্রমণের মুখে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে সম্প্রীতি রক্ষার পরামর্শ দেওয়ার অভিযোগ এনে তৃণমূলে যোগ দেন। তার পর থেকে এলাকায় প্রভাব পাড়ে তৃণমূলের। পরোক্ষ ভাবে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ চলে আসে তৃণমূলের হাতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বাগপাড়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় খড়ের চালের শাখা কার্যালয় গড়ে গড়ে তোলে তৃণমূল। রবিবার রাতে ওই কার্যলয়ে আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার সকাল ১০টা নাগাদ এলাকা গিয়ে দেখা যায়, পুড়ে গিয়েছে একতলার ওই কার্যালয়টি। আধপোড়া অবস্থায় পড়ে আছে টিভি, আসবাবপত্র। স্থানীয় বাসিন্দারাই পুলিশ ও দমকলকে খবর দেন।
তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি অশোক ঘোষের অভিযোগ, “রবিবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই এলাকার দলীয় কর্মী-সমর্থকেরা বোলপুরে গিয়েছিলেন। সেই সুযোগে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা কার্যালয়ে আগুন দিয়ে দেয়।” তাঁর দাবি, “আসলে ওই এলাকায় আমাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে বলে আক্রোশে দলীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছে ওরা।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আনন্দ ভট্টাচার্য বলেন, “কিছু হলে আমাদের ঘাড়ে দোষ চাপানো তৃণমূলের অভ্যাস। আমাদের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। পুলিশ তদন্ত করে দেখুক করা এই ঘটনায় জড়িত।” পুলিশ জানায়, কারা কী কারণে ওই কার্যালয়ে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। |
|
|
|
|
|