রবিবার সিউড়ির আরটি গার্লস স্কুল ও সিউড়ি ২ ব্লকের কোমা হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। ওই দু’টি স্কুলের মধ্যে আরটি গার্লস স্কুলে তৃণমূল ও কংগ্রেস জোট ৬টি আসন পায়। ২৮ বছর ধরে ওই স্কুলে বাম সংগঠনগুলি বা বিজেপি একটিও আসন পায়নি। কোমা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে সিপিএমের দখলে। এ বারও পরিবর্তন না হলেও তৃণমূল একটি আসন পেয়েছে।
|
বিদ্যুৎ সংযোগের দাবি তুললেন ইলামবাজার থানা এলাকার রামনগর কলোনির বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ নস্কর, গোপাল সিকদার, পীযূষ সরকাররা বলেন, “বিদ্যুৎ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু সমস্যা আর মেটেনি।” রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির ইলামবাজার স্টেশন ম্যানেজার শুভেন্দু সাহা বলেন, “শুনেছি। খোঁজ নিচ্ছি।”
|
ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে সাঁইথিয়ার মাঠপলসা এলাকায় বিজ্ঞানমেলার আয়োজন করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার ওই মেলার সূচনা করেন কলকাতা বিজ্ঞান বিভাগের যুগ্ম-সম্পাদক সুদীশ ঘোষ। ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে অপূর্ব সাহা জানান, আজ, সোমবার পর্যন্ত মেলা চলবে। |