টুকরো খবর
খারাপ ফল নিয়ে বিক্ষোভ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি ও বিকম পার্ট-১ পরীক্ষায় খারাপ ফলাফলের প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দফতরে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদের বর্ধমান জেলা কমিটি। কমিটির সভাপতি অশোক রুদ্রের দাবি, “পাঁচটি জেলার প্রায় ১৪২টি কলেজে ফল খারাপ হয়েছে। মাত্র প্রায় শতকরা ৩৬ ভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছেন। হাটগোবিন্দপুরে শতকরা ৯০ ভাগ ছাত্র-ছাত্রীই অকৃতকার্য হয়েছেন। এই বিপর্যয়ের দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।” তাঁর দাবি, “রাজ্যের নতুন সরকারকে বিপাকে ফেলতেই এক শ্রেণির বামপন্থী শিক্ষক পরীক্ষার খাতা দেখার নামে প্রহসন করে চলেছেন।’’ পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় বলেন, ‘‘সব ছাত্রই যে পরীক্ষা ভাল দিয়েছেন, তা তো নয়। তবে এই ঘটনা নিয়ে যখন প্রতিবাদ শুরু হয়েছে, তখন তা অবশ্যই খতিয়ে দেখা হবে।”

বদলির বিজ্ঞপ্তি প্রত্যাহার
২১৭ জন কর্মীর বদলির বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিলেন খনি কর্তৃপক্ষ। কুনস্তরিয়া এরিয়ার নর্থ সিহারসোল কোলিয়ারির ঘটনা। সোমবার সকাল থেকেই কুনস্তরিয়া এরিয়া কার্যালয়ে বিক্ষোভ শুরু করে আইএনটিইউসি, সিটু, আইএনটিটিইউসি-সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলি। শ্রমিক নেতা সুজিত তফাদার জানান, ২৩ অগস্ট খনিগর্ভে জল ঢুকে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তার পরে পাম্পের সাহায্যে জল তুলে না ফেলে ২১৭ জন শ্রমিককে অন্যত্র বদলির নির্দেশ দেন খনি কর্তৃপক্ষ। আগেও তিন বার একই ভাবে বিজ্ঞপ্তি জারি হয়। প্রতি বারই শ্রমিক বিক্ষোভে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বাধ্য হন। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখান। এরিয়ার জেনারেল ম্যানেজার রাজারাম শর্মা বলেন, “বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভূগর্ভ থেকে জল তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এর পরেই বিক্ষোভ উঠে যায়।

বাঁকোলায় সিআই অফিস
অন্ডালের বাঁকোলা সুভাষ কলোনিতে পুলিশের সার্কেল ইন্সপেক্টরের অফিস উদ্বোধন করলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের পরে পুলিশ কমিশনার জানান, ইসিএলের দেওয়া আবাসনেই এই নতুন অফিস চালু করা হল। এর আগে দুর্গাপুর থেকে এই সার্কেলের কাজ চলত। এখন থেকে অন্ডাল, লাউদোহা ও পাণ্ডবেশ্বর থানার কাজকর্ম এখান থেকেই হবে। পুলিশ কমিশনারেট গঠন হওয়ার পরে যে বিভিন্ন রদবদল ও নতুন ব্যবস্থা হচ্ছে, এটি সেই পরিকল্পনারই অংশ।

বসে আঁকো-প্রবন্ধ
স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ। দুর্গাপুর ও সংলগ্ন এলাকার প্রায় এক হাজার পড়ুয়া এই প্রতিযোগিতায় যোগ দেয়। সংস্থার ডিএসটিভি চত্বরে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন একজিকিউটিভ ডিরেক্টর (পি অ্যান্ড এ) জিবেশ মিশ্র। তিনি জানান, সংস্থার ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’-র (সিএসআর) আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুষ্প প্রদর্শনী
রামমোহন অ্যাভিনিউয়ের ১৮ রুমড হোস্টেলে রন্ধন প্রতিযোগিতা ও পুষ্প প্রদর্শনীর আয়োজিত হল রবিবার বিকেলে। সংস্থার ডিরেক্টর জয়িতা মিত্র জানান, মোট ৩৮ জন প্রতিযোগী রান্নার দু’টি বিভাগে যোগ দেন। সব শেষে ছিল কুইজ প্রতিযোগিতা।

স্কুলে জয়ী তৃণমূল
সিহারসোল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। সোমবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। সিপিএম সমর্থক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় জয়ী হয় তৃণমূল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.