অজয় ঘোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে হেরে গেল বর্ধমান। রাধারানি স্টেডিয়ামে মাত্র ১০ রানে তারা বারাসতের কাছে হেরে যায়। প্রথমে ব্যাট করে বারাসত করে ৩৫ ওভারে ১৬৯-৬। দলের সঞ্জয় যাদব ২৫ বলে ৫০ রান করেন। পরে বল হাতে একটি উইকেট দখল করার কারণে তিনিই ম্যাচের সেরা। বর্ধমানের শুভ্র ভট্টাচার্য ২৪ রানে দু’টি উইকেট দখল করেন। বর্ধমান করে ৩৫ ওভারে ১৫৯-৯। দলের অর্ণব ঘোষ করেন ৫০, সুরজিৎ দাস ৩৫। বারাসতের সফল বোলার রূপম ভট্টাচার্য (৩৬-৩) ও রাজীব সরকার (২৩-২ )। এ দিকে মোহনবাগান মাঠে কলকাতা ১০৫ রানের ব্যবধানে হারিয়েছে বিদ্যাসাগরকে। কলকাতা করে ৪০ ওভারে ২৬৭-৭। দলের দেবপ্রিয় সুর ১০৪ রান করেন। তিনিই ম্যাচের সেরা। অভিরূপ গুপ্ত করেন ৬৬, স্বর্ণেন্দু পাল ৩০। বিদ্যাসাগরের সৌম দে অধিকারি ৩৬ রানে দু’টি উইকেট দখল করেন। জবাবে বিদ্যাসাগর ৩১.৪ ওভারে করে ১৬২। দলের চিরঞ্জীব মিত্র করেন ৫৬। কলকাতার সফল বোলার আব্দুল ওয়ালি খান ৪২ রালে ৪টি উইকেট দখল করেন।
জয়ী শিবাজি সঙ্ঘ নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন
বাসন্তি ইনস্টিটিউট আয়োজিত শরৎ চন্দ্র বসু স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শিবাজী সঙ্ঘ। সোমবার ওভাল মাঠে ফাইনালে তারা এনইউসিএসিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা হন বিজয়ী দলের ছোটু কেওড়া।
দক্ষিণখণ্ডের হার নিজস্ব সংবাদদাতা • লাউদোহা
সরপি স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কুমারডিহি উদয়ন সঙ্ঘ। দক্ষিণখণ্ড স্পোর্টিং ক্লাবকে তারা সরপি মাঠে ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি।
অনূর্ধ্ব ১৭ ফুটবল নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা চলছে দুর্গাপুরের এএসপি মাঠে।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগে সোমবারের খেলায় জয়ী হল ভারতী ভলিবল ক্লাব। এএসপি মাঠে এ দিন তারা ১-০ গোলে রবীন্দ্রভবনকে হারায়। গোল করে কৌশিক সেনগুপ্ত।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.