টুকরো খবর |
সঙ্কট বিড়ি শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পরিচয়পত্রের অভাবে দক্ষিণ দিনাজপুরের বিড়ি শ্রমিকেরা কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এ জেলায় শ্রম দফতরের কার্যালয় থাকলেও বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার এক্তিয়ার তাদের নেই। উত্তর দিনাজপুরে দোমোহনায় কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দফতর থেকেই বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র নিতে হয়। বালুরঘাট থেকে দোমহনায় ওই দফতরের দূরত্ব ১৩৫ কিমি। হিলি ব্লক থেকে দূরত্ব প্রায় ১৬৫ কিমি। স্বভাবতই পরিচয়পত্র পাওয়ার জন্য এই জেলা থেকে ওই দফতরে যাতায়াত করার কথা ভেবেই উৎসাহ হারিয়েছে বিড়ি শ্রমিকেরা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “সমস্যার কথা কেউ জানাননি। শ্রম দফতরে খোঁজ নিয়ে সমাধানে উদ্যোগী হব।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার হিলি এবং গঙ্গারামপুরে বিড়ি শ্রমিকের সংখ্যা বেশি। বালুরঘাট, কুমারগঞ্জ, তপন এবং বংশীহারির একাংশ বাসিন্দারা চুক্তিভিত্তিতে বিড়ি তৈরি করেন। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের অনেকে। বিড়ি শ্রমিকদের অভিযোগ, পরিচয়পত্র পেতে এক দিন কাজ বন্ধ রেখে দোমহনায় ওই দফতরে গিয়ে আবেদন পত্র জমা দিয়ে আসতে হয়। আরেক দিন যেতে হয় ডাক্তারি পরীক্ষার জন্য। পরিচয়পত্র আনতে আরও একদিন যেতে হয়। আধিকারিকদের না পেলে হয়রান হতে হয়। যাতায়াতের খরচের পাশাপাশি সারাদিন নষ্ট হয়। এ ভাবে পরিচয়পত্র আনা সম্ভব হয় না। এ পর্যন্ত জেলায় ২০ হাজারের উপর বিড়ি শ্রমিক সরকারি প্রকল্পের আওতার বাইরে বলে তাঁরা জানান।
|
কিশোরীর অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুরে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুতে জড়িত অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় তৃণমূলের তরফে সোমবার ইসলামপুর মহকুমাশাসক দফতরে বিক্ষোভ দেখানো হল। মহকুমাশাসক পার্থ ঘোষ বলেন, “এই নিয়ে পুলিশের সঙ্গে কথা বলব।” পুলিশের তরফে অবশ্য তৃণমূলের ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইসলামপুরে এসডিপিও ইন্দ্র চক্রবর্তী বলেন, “ওই কিশোরীর বাড়ির লোকেদের অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।” গত ২ অক্টোবর স্থানীয় মেলার এলাকায় পারভিন আনসারি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর পুলিশ। জমি সংক্রান্ত গোলমালের জেরে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি করে ওই কিশোরীর মা মুন্নি আনসারি ঘটনায় জড়িত ১৫ জনের নামে পুলিশে লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ নানা টালবাহানা শুরু করেছে বলে তৃণমূলের অভিযোগ। ইসলামপুর যুব তৃণমূল নেতা অমিতাভ রায় বলেন, “পপুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। অবিলম্বে অভিযুক্তরা গ্রেফতার না হলে বুহত্তর আন্দোলন হবে।”
|
বিসর্জনে বোল্লাকালী |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
|
ছবি: অমিত মোহান্ত। |
সোমবার রাতে সাড়ে সাত হাত উঁচু কালী মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাটের বোল্লাকালী পুজো। শুক্রবার রাতে মানতের পাঁঠাবলি দিয়ে শুরু হয়েছিল বোল্লারক্ষা কালীপুজো। ওই দিন থেকে মেলা বসে। মেলা প্রাঙ্গণ বোল্লা গ্রামে বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য রাতভর বেসরকারি বাস চলাচল করে জেলা জুড়ে। মানত করেছেন এমন বাসিন্দাদের ঢল নামে খাজা, বাতাসা দিয়ে পুজো দিতে। জেলা তো বটেই উত্তরবঙ্গ-সহ অন্যান্য রাজ্য থেকেও মেলায় আসেন প্রচুর ভক্ত। রবিবার ছিল বউমেলা। কথিত আছে, প্রাচীন এই মেলায় এই দিনটিতে মেয়ে বউরা ভিড় করতেন। পুরুষদের খুব বেশি ঢোকার সুযোগ ছিল না। এই দিনটিতে বউমেলায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানতে কয়েকশো পাঁঠা বলির পাশাপাশি পুরনো রীতি মেনে মোষ বলি দিয়ে শেষ হয় পুজো। ছোট ছোট কিছু কালী মূর্তিও মানতের পুজো হিসাবে বোল্লা মন্দির চত্বরে জায়গা করে নেয়। এ দিন মন্দির থেকে বোল্লাকালীকে নিয়ে শোভাযাত্রা বার হয়। পুকুরে বিসর্জন হয়। প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
|
জমি নিয়ে বিবাদ |
নিজস্ব সংবাদদাতা • মাথাভাঙা |
জমি নিয়ে সিপিএম এবং তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙার জোরপাটকিতে। সোমবার দুপুরে মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের খুরকুলডাঙা এলাকায় ঘটনাটি ঘটেছে। উভয়পক্ষের ছয়জন জখম হয়েছেন। আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকার এক বাসিন্দা টাকার প্রয়োজনে সিপিএম সমর্থক এক ব্যক্তির কাছে জমি বন্ধক রাখেন। সম্প্রতি তিনি গোপনে জমিটি এক তৃণমূল সমর্থককে বিক্রি করে দেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বচসা থেকেই গোলমাল শুরু হয়। তা থেকেই সংঘর্ষ। মাথাভাঙার তৃণমূল কংগ্রেস নেতা আলিজার রহমান বলেন, “রাজনৈতিক বিষয় নয়। জমি বন্ধক নেওয়া এবং জমি কেনার পর দখল না পেয়ে গোলমালের সূত্রপাত। এরমধ্যে একজন তৃণমূল কংগ্রেস সমর্থক।” মাথাভাঙার এসডিপিও সীতারাম সিংহ বলেন, “জমির কর্তৃত্ব নিয়ে দু’দলের সংঘর্ষে কয়েকজন জখম হন।”
|
পুরসভার বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মাথাভাঙা |
বেআইনি নির্মাণ ভাঙার দাবিতে মাথাভাঙা পুরসভায় বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে দলের কর্মী-সমর্থকরা ওই বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, শহরে সুটুঙ্গা সেতুর কাছে এক প্রাক্তন সিপিএম কাউন্সিলারর সরকারি জমিতে বহুতল বাড়ি করেছেন। ভূমি সংস্কার দফতর তা চিহ্নিত করে জানিয়ে দিয়েছে। তারপরেও ওই ব্যাপারে পুরসভা উদাসীন। তৃণমূল শ্রমিক কংগ্রেস মাথাভাঙা মহকুমার সভাপতি আলিজার রহমানের দাবি, ওই নির্মাণ ভাঙার ব্যাপারে পুর কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারপরেও গড়িমসি দেখলে বৃহত্তর আন্দোলন হবে। মাথাভাঙা পুরসভার ভাইস চেয়ামম্যাান অরুণ চৌধুরী বোর্ড মিটিংয়ের আগে ওই ব্যাপারে কিছু বলতে চাননি।
|
কোচবিহারে স্কুল ভোট |
কোচবিহারের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দুটি তৃণমূল ও একটিতে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা জয়ী হলেন। রবিবার কোচবিহার সদরের রামকৃষ্ণ গার্লস, মাথাভাঙার প্রেমের ডাঙ্গা কালপানি হাই মাদ্রাসা ও দিনহাটার চাঁদেরকুঠি মাদ্রাসার ওই নির্বাচন হয়। মোট ৬ টি করে আসনের জন্য ডান-বাম দু’পক্ষই লড়াইয়ে নামেন। রামকৃষ্ণ গার্লস ও প্রেমেরডাঙা কালপানি হাই মাদ্রাসায় ৬ টি করে ১২ টি আসনেই জেতেন তৃণমূল সমর্থিতরা। তবে দিনহাটার চাঁদেরকুঠি মাদ্রাসায় সিপিএম ও ফরওয়ার্ড ব্লক সমর্থিতরা ৩ টি করে মোট ৬ টি আসনেই জয়ী হয়েছেন।
|
জাতীয় সড়ক অবরোধ |
সরকারি দামে হাট থেকে ধান কেনার দাবিতে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পুরাতন মালদহে কালুয়াদিঘির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো চাষি। বিক্ষোভের জেরে তিন ঘন্টা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ৪ দিন আগে মালদহ থেকে তিন ব্যবসায়ী ধান বিক্রি করতে বধর্মানে এক চালকলে যান। অভিযোগ, বধর্মানের চাষিদের বাধায় তাঁরা ধান বিক্রি করতে না পেরে ফিরে আসেন। তার পরেই মালদহের বেশির ভাগ ব্যবসায়ীরা ধান কেনা বন্ধ করেন।
|
ধর্মঘট উঠল |
দক্ষিণ দিনাজপুরে অনির্দিষ্টকালের যাত্রী পরিবহণ ধর্মঘট প্রত্যাহার হল। সোমবার জেলা প্রশাসনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সমস্যা মেটে। তৃণমূলের মোটর শ্রমিক ইউনিয়ন বাস পিছু জোর করে টাকা তুলছে অভিযোগে যাত্রী পরিবহণ মালিক সমিতি ১৫ নভেম্বর থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল।
|
জাল নোট-সহ ধৃত |
ভারতীয় ৯৩ হাজার টাকার ভারতীয় জাল নোট এবং একটি পিস্তল-সহ এক কট্টর মালটা জঙ্গিকে গ্রেফতার করেছে সেনা জওয়ানেরা। নাম কুদ্দুস আলি। বাড়ি গোলকগঞ্জ সোনাখুলি গ্রামে। রবিবার রাতে ধুবুরি জেলার ছাগলিয়া পুলিশ ফাঁড়ি এলাকার অসম মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
|
মিলে মৃত্যু |
চিঁড়ে মিলের মেশিনে ফিতেয় চাদর জড়িয়ে এক বৃদ্ধার মৃত্যু হল। রবিবার সন্ধ্যায় হলদিবাড়ি থানার বসরাজবালা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম অমিয়বালা রায় (৭৫)। বাড়ি ওই এলাকাতেই। |
|