|
|
|
|
দু’দশক পরে ভোটাভুটি
করোনেশনে কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ করোনেশন হাই স্কুল কমিটির পরিচালন সমিতি ফের নিজেদের দখলে রাখল কংগ্রেস। রবিবার ওই স্কুল পরিচালন সমিতির ছয়টি আসনে নির্বাচন হয়। গত প্রায় ২০ বছর ধরে ওই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন হয়নি। এতদিন কোনও বিরোধী দল প্রার্থী না দেওয়ায় কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মনোনীত হয়ে পরিচালন সমিতি গঠন করতেন। দীর্ঘদিন থেকে স্কুলের পরিচালন সমিতির সম্পাদকের পদে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। মোহিতবাবু রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান পদেও রয়েছেন। এ বারও পরিচালন সমিতির নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী দেয়নি। কিন্তু তৃণমূল প্রতিটি আসনে প্রার্থী দেওয়ায় নির্বাচনের পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবার গভীর রাতে নির্বাচনের ফল প্রকাশের পরে দেখা যায় ৬টি আসনে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। মোট ১ হাজার ৬০০ জন অভিভাবক ভোটদাতার মধ্যে ১ হাজার ৮০ জন ভোট দিয়েছেন। ২৪টি ভোট বাতিল হয়েছে। কংগ্রেস সমর্থিত প্রার্থীর প্রাপ্ত সর্বোচ্চ ভোট ৯২০টি। অন্যদিকে তৃণমূল সমর্থিত প্রার্থীর ১৭৬টি। কংগ্রেস সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রায় ৮৫ শতাংশ ভোট এবং তৃণমূল সমর্থিতদের পক্ষে পড়েছে প্রায় ১৫ শতাংশ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তৃণমূল নেতৃত্ব স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে। সোমবার দলের তরফে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এবং নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে ওই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক রেজানুল করিম বলেন, “অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, “সরকারি নিয়ম মেনে নির্বাচনের কাজ পরিচালনা করা হয়েছে। তবু কেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে বুঝতে পারছি না।” তৃণমূল স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেনে নেয়নি। দলের জেলা নেতা তিলক চৌধুরী বলেন, “ব্যালট পেপার ও কাউন্টার পার্টের একই ক্রমিক নম্বর ছিল। ভোটারদের সই করে ব্যালট পেপার সংগ্রহ করতে হয়েছে। ক্রমিক নম্বর এক হওয়ায় ভোটদাতার ভোটের গোপনীয়তা ছিল না। অনেকে চাপের মুখে পড়ে তৃণমূল সমর্থিত প্রার্থীদের ভোট দিতে পারেনি।” কয়েক মাস আগে রায়গঞ্জ পুরসভা নির্বাচনে শহরের ২৫টি আসনে কংগ্রেস ও তৃণমূল জোট করে লড়াই করলেও কংগ্রেস ভাইস চ্যায়ারম্যানের পদ না-ছাড়ায় তৃণমূলের সঙ্গে বিরোধ বাঁধে। রাজনৈতিক মহলের মতে ওই ঘটনার জেরে এ বার করোনেশন স্কুল পরিচালন সমিতির নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেয় তৃণমূল। দলীয় নেতৃত্বের অভিযোগ, স্বচ্ছভাবে ভোট হয়নি। পরিচয়পত্র বাধ্যতামূলক না-করায় প্রচুর ছাপ্পা ভোট পড়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শককে তাঁরা বিষয়টি জানিয়েছেন। তৃণমূলের ওই অভিযোগ গুরুত্ব দিচ্ছেন না জেলা কংগ্রেস নেতৃত্ব। দলের রায়গঞ্জ টাউন কংগ্রেস সভাপতি তথা স্থানীয় পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস বলেন, “পরিচালন তৃণমূল পরাজিত হয়ে জনসংযোগ হারানোর ভয়ে মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করছে।” |
|
|
|
|
|