সন্দেহের বশে লোহার রড দিয়ে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার বাবুপাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম লিপিকা সেন (৪০)। তাঁর স্বামীর নাম তপন সেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ধৃত তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ স্বীকার করেছে। যে লোহার রড দিয়ে খুন করা হয়েছিল সেটি আটক করা হয়েছে। কী কারণে খুন করা হল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তপনবাবু এবং তার স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। এদিন সকালে রান্না করছিলেন লিপিকা দেবী। সেই সময় স্ত্রীকে নিজের ধরে ডেকে নেন তপন সেন। দরজা বন্ধ করে দিয়ে সেখানেই তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেন। ঘরের থেকে চিৎকার শুনে লিপিকা দেবীর ছেলে তাপস এবং পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মৃতদেহ দেখতে পান। তাপস বলেন, “আমি নিজের ঘরে ছিলাম। চিৎকার শুনে উপরে গিয়ে মা-বাবাকে ডাকতে শুরু করি। কোনও সাড়া না দেওয়ায় সবাই মিলে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মায়ের মৃতদেহ দেখতে পাই।” লিপিকা দেবীর ভাই জীবনকৃষ্ণ দাস বলেন, “জামাইবাবু দিদিকে সন্দেহ করত। তা নিয়ে কয়েক মাস আগে ডিভোর্সের সিদ্ধান্তও নেন তিনি।”
|
শিলিগুড়ি যুব ফুটবল উৎসবের ফাইনালে উঠল ভিএনসি মর্নিং সকার এবং শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি। সোমবার সেমি ফাইনালে ভিএনসি মর্নিং সকার ৬-১ গোলে হারায় ওদলাবাড়ির রাইজিং স্টার ফুটবল অ্যাকাডেমিকে। জয়ী দলের হয়ে ৩ টি গোল করে করণ রাই। শুভ দে ২ টি এবং ইন্দ্রজিৎ ছেত্রী ১ টি করে গোল করেছেন। রাইজিং স্টারের হয়ে গোল করেছে আনন্দ ওঁরাও। অপর খেলায় শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি ১-০ হারিয়েছে ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাকাডেমিকে। গোল করেছেন দীপচাঁদ এক্কা। আজ, মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘায় ফাইনাল।
|
বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনীতি মুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকারের আনা নতুন অর্ডিন্যান্সের বিরোধিতায় কলেজে এক ঘন্টা কর্ম বিরতি পালন করলেন পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষা কর্মী ইউনিয়নের দার্জিলিং শাখা। সোমবার শিলিগুড়ি কলেজে ১২ টা থেকে ১ ঘন্টা তারা কর্ম বিরতি পালন করেন। অভিযোগ, অর্ডিন্যান্স বিশ্ববিদ্যালয়গুলির গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবে। |