|
|
|
|
টুকরো রাস |
• রাসমেলায় বাউল-লোকসঙ্গীত-ভাওয়াইয়া জমজমাট আসর বসছে । বুধবার সাংস্কৃতিক মঞ্চে ওই আসর বসবে। খ্যাতনামাদের মধ্যে অসমের সঙ্গীত শিল্পী রহিমা কলিতা সে দিন গান গাইবেন। আজ, মঙ্গলবার ওই মঞ্চে শোনা যাবে শ্রীকান্ত আচার্যের গান।
• সকাল-সন্ধ্যায় রাসমেলা চত্বরে তল্লাশির কাজে নেমেছে বিঙ্গো ও তেজি। ডগ মাস্টারের নজরদারিতে নিয়ম করে মেলার আনাচেকানাচে তল্লাশি করছে ওরা। বিঙ্গো ও তেজি হল স্নিফার ডগ। আর রাসমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তার দায়িত্বে যথেষ্ট ভূমিকা রয়েছে ওদেরও।
• মেলায় মদ্যপ অবস্থায় গোলমালের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ছুটির দিনে রাসমেলায় ভিড় ছিল নজরকাড়া। সেই সুযোগ নিতেই মদ খেয়ে মেলা চত্বরে হইচই জুড়ে দেন তারা। শেষ রক্ষা হয়নি। মেলায় গিয়ে ১৬ জনের রাত কাটল হাজতে।
• লাগেনি দোলা এখনও। মেলা শুরুর চার দিন পরেও নাগরদোলা চালু হয়নি। ফলে নাগরদোলাপ্রেমীদের চোখেমুখে হতাশার ছাপ। রবিবার রাতেও বেশ কয়েক জন তরুণীকে দেখা গেল বলাবলি করছেন, “১৫ দিনের মেলা, তা এখনও দোলা নেই। উদ্যোক্তারা আগে থেকে কেন যে তৎপর হন না! |
|
|
|
|
|