মুখ্যমন্ত্রীর নির্দেশে উজ্জ্বল নীল আর সাদা রঙে সাজছে জলপাইগুড়ি। শহরের পুর এলাকার সব ডিভাইডার, ট্রাফিক আইল্যান্ড, বাতিস্তম্ভ রং শুরু হয়েছে। শহরের প্রাণকেন্দ্র কদমতলা হোক বা পোস্ট অফিস মোড় সর্বত্রই থাকবে এক রং। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েছেন জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। সেই মতো শহর সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভা লাগোয়া পোস্ট অফিস মোড়ে ট্রাফিক আইল্যান্ডে উজ্জ্বল নীল আর সাদা রঙের প্রলেপ পড়েছে। পুরসভা সুত্রে জানা গিয়েছে, শহর সাজাতে মুখ্যমন্ত্রী চারটি নির্দেশ পাঠিয়েছেন। এক, শহরের সব ডিভাইডার, আইল্যান্ড, বাতি স্তম্ভে উজ্জল নীল আর সাদা রঙ করতে হবে। দুই, ডিভাইডারের মাঝে গাছ এবং নতুন করে বাতিস্তম্ভ লাগাতে হবে। যে স্তম্ভগুলিতে তিনটে করে বাহারি আলো থাকবে। তিন শহরের ব্যবসায়িক এলাকার দোকানের হোর্ডিংয়েও নীল আর সাদা রঙের হবে। চার, শহরের কোনও এলাকায় আবর্জনা জমিয়ে রাখা যাবে না। এই নির্দেশ পাওয়ার পরেই উদ্যোগী হয়েছে পুরসভা। তড়িঘড়ি রঙের কাজ শুরু হয়েছে। প্রতিটি নির্দেশ পালন করার পরে তার ছবি তুলে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে পুরসভাকে। |
জলপাইগুড়ির পুর চেয়ারম্যান মোহন বসু বলেন, “শহর সাজাতে জন্য পুরসভা আগে থেকেই উদ্যোগী হয়েছিল। সেই মতো কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সেই কাজের ব্যাপ্তি আরও বাড়ানো হবে।” গত ২৭ অক্টোবর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে নগর পরিকল্পনা দফতরের সচিব দেবাশিস সেন -সহ পুর দফতরের কর্তারা জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেখানে পুরসভার তরফে ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত ছিলেন। কীভাবে শহরে রঙ করতে হবে এবং কোন রঙ করতে হবে তা পিনাকীবাবুকে বুঝিয়ে দেন নগর পরিকল্পনা দফতরের সচিব দেবাশিস সেন। সৌন্দর্যায়ন করতে গিয়ে পুরসভা ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলতে না পারার সমস্যার কথা দেবাশিসবাবুকে কনফারেন্সেই জানান ভাইস চেয়ারম্যান পিনাকীবাবু। আলোচনার জন্য পিনাকীবাবুকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন পুর দফতরের কর্তারা। পিনাকীবাবু বলেন, “প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন। রঙ করা গাছ লাগানোর কাজ পুরসভা নিজের তহবিল থেকেই শুরু করেছে। আশা করি, রাজ্য সরকারের থেকে এই বাবদ তহবিল পাওয়া যাবে।” তবে প্রতিটি দোকানের হোর্ডিংয়ের রঙ বদলে দিতে যে পরিমাণ খরচ হবে তা কোথা থেকে পাওয়া যাবে বা ব্যবসায়ীরা তাতে রাজি হবেন কি না তা নিয়ে সংশয়ে পুর কর্তৃপক্ষ। তবে দ্রুত এ বিষয়ে নির্দেশ জারি হতে চলেছে বলে পুরসভা সুত্রে জানা গিয়েছে। |