উত্তরবঙ্গে ফুটবল অ্যাকাডেমি গড়বেন ভাইচুং ভুটিয়া। রাজ্য ক্রীড়া দফতর থেকে তাঁকে সাহায্য করা হবে। সোমবার ডুয়ার্সের মেটেলিতে বিরসা মুণ্ডা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত থেকে এ কথা ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ভাইচুং ভুটিয়াকে ফুটবল অ্যাকাডেমি গড়ার কথা জানিয়ে ছিলেন। ভাইচুং তা উত্তরবঙ্গে করতে চান। সরকারের তরফে তাঁকে সমস্ত রকম সাহায্য করা হবে।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানান, তরাই ডুয়ার্স -সহ গোটা উত্তরবঙ্গে ফুটবলের প্রসার ঘটাতে রাজ্য সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। সেই অনুযায়ী জোর গতিতে সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে।” এর আগে শিলিগুড়ির উপকন্ঠে সুকনায় ফুটবল অ্যাকাডেমি গড়ার কথা জানিয়েছিলেন প্রাক্তন ফুটবল তারকা শ্যাম থাপা। এ ব্যাপারে মোর্চা নেতৃত্বের সঙ্গেও তিনি কথাবার্তা এগিয়ে ছিলেন। ক্রীড়া দফতর সূত্রেই জানা গিয়েছে, শ্যাম থাপার পাশাপাশি ভাইচুংও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে ফুটবল অ্যাকাডেমি গড়তে তার প্রস্তাব দিয়েছেন। |
এমনকী অ্যাকাডেমি গড়তে সিংহভাগ খরচও তিনি নিজে ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। কোথায় সেই ফুটবল অ্যাকাডেমি হতে পারে সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন। গোটা উত্তরবঙ্গ থেকেই ফুটবল প্রতিভা বাছতে এই অ্যাকাডেমি সক্রিয় ভুমিকা নেবে বলে ভাইচুং জানিয়েছে। অ্যাকাডেমির কাজের সঙ্গে শ্যাম থাপাকেও রাখার কথা জানিয়েছেন ক্রীড়া দফতর। এ দিন মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া নিজেও। উত্তরবঙ্গে তিনি ফুটবল অ্যাকাডেমি করতে চান বলে জানিয়েছেন। সেই সঙ্গে ডুয়ার্সে ফুটবলের জনপ্রিয়তা দেখে তিনি উৎসাহী। ভাইচুং বলেন, “ডুয়ার্সে ফুটবল দেখতে এই প্রথম এলাম। এখানে ফুটবলের জনপ্রিয়তা দেখে ভাল লাগছে।” এ দিন বিরসা মুণ্ডা ফুটবল প্রতিযোগিতায় আন্তঃ মহকুমা স্তরে সেরা হল শিলিগুড়ি দল। ডুয়ার্সের মেটেলি হাই স্কুলের মাঠে ফাইনালে তারা আলিপুরদুয়ার মহকুমা দলকে সাডেন ডেথ -এ হারিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং রাজ্য ক্রীড়া দফতরের উদ্যোগে এই প্রতিযোগিতা হচ্ছে। আগামী বছর এই ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি মহিলাদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার কথা এ দিন মাঠে ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ক্রীড়ামন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও এ দিন মাঠে উপস্থিত ছিলেন ছিলেন বনমন্ত্রী হিতেন বর্মন, ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী সুনীল তিরকি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক খগেশ্বর রায়, জোসেফ মুণ্ডারা। গৌতমবাবু এ দিন জানান, ৩১ জানুয়ারি -৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ উৎসব পালন করা হবে। সেখানে শিল্প সংস্কৃতির সঙ্গে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হচ্ছে। |