বিদ্যুৎ সংযোগ ছিন্ন করায় বিক্ষোভ, পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী ও অশোকনগর |
বকেয়া না মেটানোয় বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বন্টন কোম্পানি। কর্তৃপক্ষের উদাসীনতায় উপাদন বন্ধ হয়েছে, এই অভিযোগে সোমবার সকাল থেকে কল্যাণী স্পিনিং মিলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করলেন শ্রমিক-কর্মচারীরা। পথ অবরোধও করা হয়। শেষ পর্যন্ত পুলিশ ও কল্যাণীর মহকুমাশাসকের হস্তক্ষেপে অবরোধ ওঠে। |
|
বিক্ষোভ অশোকনগরে। |
এর পাশাপাশি এ দিন উত্তর ২৪ পরগনার অশোকনগরেও কল্যাণী স্পিনিং মিলের অনিশ্চয়তা কাটিয়ে দ্রুত উৎপাদন শুরুর দাবিতে সিটুর নেতৃত্বে শ্রমিকেরা অশোকনগরে মিলের সামনে সভা করেন। সভায় বক্তৃতা করেন অশোনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক সত্যসেবী কর, অশোকনগর-কল্যাণগড় পুরসভার সিপিএম কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাস। সত্যসেবীবাবু বলেন, “মিলের অনিশ্চয়তা দ্রুত কাটাতে হবে। মিল বন্ধ হওয়ার দু’মাস আগে থেকেই উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত উৎপাদন চালু করতে হবে।” গত সপ্তাহেই কয়েক লক্ষ টাকা বিদ্যুতের বিল বকেয়া থাকার জন্য সরকারি এই কারখানাটির কল্যাণী ও হাবরা ইউনিটের বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বিদ্যুৎ বণ্টন কোম্পানি। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কারখানা খোলার দাবিতে বিদ্যুৎ ভবনে দফতরের কর্তাদের সঙ্গে আলোচনা হলেও বিষয়টির মীমাংসা হয়নি। |
|
কল্যাণীতে। |
এ দিকে কারখানার বিদ্যুতের লাইন কাটায় কারখানা সংলগ্ন কর্মী-আবাসন ও শ্রমিক আবাসনও অন্ধকারে। শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, তাঁদের মাইনে থেকে আবাসনের বিদ্যুতের বিলের টাকা কেটে নেওয়া হয়। তারপরেও তাঁরা কেন অন্ধকারে থাকবেন? স্পিনিং মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক অভিজিৎ সাহা বলেন, ‘‘ছেলেমেয়েদের সামনেই পরীক্ষা। এখন ক’দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে অন্ধকারে লেখাপড়া করতে হচ্ছে। কবে বিদ্যুৎ আসবে কেউ জানে না। কর্তৃপক্ষও উদাসীন। বাধ্য হয়েই অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধে নেমেছি।’’
কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, ‘‘শ্রমিকদের অভিযোগ অন্যায্য নয়। মঙ্গলবারই এই বিষয়ে একটি সরকারি বৈঠক হবে। সেখানেই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানসূত্র বের করা যাবে বলে আশা করা যায়।’’ |
—নিজস্ব চিত্র। |
|