মত অশোকের
‘নিজেদের লোক’ বসানোর ভুল স্বীকার করাই হয়নি
বিপর্যয়ের পরে সিপিএম তথা বামেরা যে প্রকৃত অর্থে এখনও ‘ভুল’ স্বীকার করতে পারেনি, ফের তা বুঝিয়ে দিলেন প্রবীণ কমিউনিস্ট নেতা এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। তাঁর সরাসরি আহ্বান, “বামপন্থীদের নতুন করে বামপন্থায় দীক্ষিত হতে হবে।” বাম জমানায় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে ভাবে ‘নিজেদের লোক’ বসানোর প্রবণতা চেপে বসেছিল, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব অশোকবাবুর অভিযোগ, এই ক্ষেত্রে এখনও ‘ভুল’ স্বীকার করাই হয়নি! অথচ প্রশাসনের সর্ব স্তরে ‘বিশ্বস্ত’ লোক বসাতে গিয়ে ‘দক্ষতা’র সঙ্গে যে ভাবে আপস করা হয়েছিল বাম জমানায়, মানুষ কিন্তু প্রকাশ্যেই তার সমালোচনা করছেন।
সোভিয়েত ইউনিয়নের পতন থেকে শিক্ষা নিয়ে দলের মতাদর্শগত অবস্থান ঠিক করা নিয়ে সিপিএমের অন্দরে এখন চুলচেরা আলোচনা চলছে। অশোকবাবু কিন্তু অত্যন্ত সহজ ভঙ্গিতে সেই সোভিয়েতের সঙ্গেই এ দেশের তথা রাজ্যের বামেদের ভুলের তুলনা করে বুঝিয়ে দেন, লেনিন-স্তালিনের দেশ থেকে কী ‘শিক্ষা’ নিতে হবে।
নভেম্বর বিপ্লবের বার্ষিকী উদযাপন উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের ক্যান্টিন হলে সোমবার ‘এই দেশ, এই সময় ও আমরা’ আলোচনায় সোভিয়েত ইউনিয়নের উত্থান ও পতন, আমেরিকা ও পশ্চিম দুনিয়ার বর্তমান অবস্থা যাবতীয় বিষয় সবিস্তার ব্যাখ্যা করার পরেই এখানকার বামেদের প্রসঙ্গে আসেন প্রাক্তন অর্থমন্ত্রী। বামফ্রন্টের গোড়ার দিকের লক্ষ্যের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “সংবিধানের গণ্ডিতে একটি রাজ্যের পরিসরে কাজ করার অনেক অসুবিধা ছিল। কিন্তু দক্ষ ও সৎ ভাবে মানুষের জন্য কাজ করব ভেবেছিলাম। ছক ভেঙে গেল নানা কারণে। সোভিয়েতের মতোই স্তাবকতার ঘুণ ধরল, গণতান্ত্রিক কেন্দ্রিকতার বিকৃতি ঘটল।” অশোকবাবুর কথায়, “ভাবলাম, দক্ষ প্রশাসন করতে নিজেদের লোক, বিশ্বস্ত লোক বসাতে হবে। নিজেদের লোক দক্ষ না-হলে কী হবে, সেটা ভাবা হল না! এগুলো নিয়ে ঢাক ঢাক গুড় গুড় করার মানে হয় না!”
অশোকবাবুর মতে, মানুষের ক্ষোভ বিপুল। কিন্তু মানুষের অর্পিত দায়িত্ব পালনে বামপন্থীরা ‘কেলিয়ে দিয়েছে’ বলেই এখন অন্না হজারের চার পাশে ভিড় বাড়ছে। অশোকবাবুর বক্তব্য, “নিজেদের আমরা ভুল পথে চালিত করেছিলাম। মানুষের অভিমান আমাদেরই ঘোচাতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.