টুকরো খবর
অর্ডিন্যান্সকে কালা কানুন বলল কুটা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা প্রতিবাদ জানিয়েছে আগেই। এ বার বিশ্ববিদ্যালয় আইনে পরিবর্তন আনতে জারি করা অর্ডিন্যান্সকে ‘কালা কানুন’ বলে চিহ্নিত করে সেটি প্রত্যাহারের দাবি জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (কুটা)-ও। সমিতির বক্তব্য, ১৯৭৮-এর আগে, কংগ্রেসের আমলেও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত সমাজের বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধিদের পরিচালন ব্যবস্থায় যোগ দেওয়ার সুযোগ ছিল। অথচ এখন সেই সুযোগ রাখা হচ্ছে না। প্রেসিডেন্সিতে কৃতী প্রাক্তনীদের নিয়ে গড়া মেন্টর গ্রুপ যাবতীয় নীতি নির্ধারণ করলেও রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কৃতী বা জনপ্রিয় প্রাক্তন পড়ুয়াদের ব্রাত্য করে দেওয়া হয়েছে। কুটা-র অভিযোগ, উচ্চশিক্ষার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা চেয়ে গত অগস্ট থেকে উচ্চশিক্ষা মন্ত্রী ও রাজ্যপালের কাছে একাধিক চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সেই চিঠির প্রাপ্তিস্বীকার পর্যন্ত করা হয়নি।

আর্থিক হাল ফেরাতে কেন্দ্রকে পাশে চান রাজ্যপালও
পশ্চিমবঙ্গের আর্থিক হাল ফেরাতে কেন্দ্র ও রাজ্য উভয়কেই উদ্যোগী হতে হবে বলে মনে করেন রাজ্যপাল এম কে নারায়ণন। এ প্রসঙ্গে সোমবার বিধাননগরে শিশুদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি বলেন, আশা করি আর্থিক সঙ্কট কাটাতে কেন্দ্র ব্যবস্থা নিতে পারবে। তবে, আয় বাড়াতে হবে রাজ্যকেও। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের আর্থিক হাল ফেরাতে কেন্দ্রের সহায়তা চেয়েছে রাজ্য। কেন্দ্র চাইছে, রাজ্য নানা খাতে নিজের আয় বাড়াক। কিন্তু বিদ্যুৎ থেকে যাত্রীভাড়া আমজনতার অসুবিধা হতে পারে এই যুক্তিতে অধিকাংশ ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী দাম বাড়াতে নারাজ। সম্প্রতি পেট্রোলের মূল্যবৃদ্ধির পর ডিজেল বা কেরোসিনের বাড়লে কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহারেরও ‘হুঁশিয়ারি’ দিয়েছেন তিনি।

শো-কজ ৩৯ দমকলকর্মীর
বামফ্রন্টের আমলে দমকল বিভাগে নিযুক্ত ৩৯ জনকে শো-কজ করল বর্তমান রাজ্য সরকারের দমকল দফতর। সোমবার মহাকরণে এ কথা জানান রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে দমকলের ফায়ার ইমার্জেন্সি অপারেটর কাম ড্রাইভার পদে ১৫৬ জনকে নিয়োগ করা হয়। নতুন সরকার আসার পরে অভিযোগ ওঠে, গাড়ি চালানোর কোনও রকম পরীক্ষা ছাড়াই ওই ১৫৬ জনকে নিয়োগ করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.