দীর্ঘ সময় ধরে মিড-ডে মিল বন্ধ। ছাত্রদের উপরে নিয়ন্ত্রণ নেই শিক্ষকদের। ফলে তারা টিফিনের পরেই পালিয়ে যাচ্ছে। এই সব অভিযোগে সোমবার পুরুলিয়ার হুড়া ব্লকের চাকলতা-ভাগাবাঁধ হাইস্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীরা। এমন কী তাঁরা শিক্ষকদের তালা দিয়ে আটকে রেখেছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১টা নাগাদ টিফিনের সময়ে গ্রামবাসীরা লক্ষ্য করেন ছাত্ররা বাড়ির দিকে যাচ্ছে। এর পরেই কিছু অভিভাবক ও গ্রামবাসী জড়ো হন স্কুলের সামনে। বাবলু মল্লিক, দিলীপ হাজরা, সন্তোষ বাউরিরা বলেন, “স্কুলে কোনও শৃঙ্খলা নেই। দায়িত্ব পালন করছেন না শিক্ষকেরা। ওই কারণে ছাত্ররা পালায়।” স্কুল পরিচালন সমিতির সম্পাদক মনোহর বাউরির দাবি, “এ ব্যাপারে প্রধান শিক্ষককে দেখতে বলা হয়েছিল। কিন্তু অবস্তার পরিবর্তন হয়নি।” প্রধান শিক্ষক মধুসূদন কালিন্দী বলেন, “টিফিনের পরে কিছু পড়ুয়া পালিয়ে যায়, বিষয়টি নজরে আসার পরেই ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছিলাম। চাল ও টাকা না পাওয়ায় দীর্ঘদিন ধরে রান্না বন্ধ আছে।” হুড়ার বিডিও বিশ্বনাথ রক্ষিত বলেন, “ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
|
শ্রমিকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরে ডিভিসির নির্মীয়মাণ প্রকল্পে। পুলিশ জানায়, মৃতের নাম বাবলু মণ্ডল (৪০)। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের হামায়পুর গ্রামে। রবিবার প্রকল্প এলাকার মধ্যে ঘটনাটি ঘটে। পুলিশ ও ডিভিসি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের মধ্যে ভূগর্ভস্থ জলাধার নির্মাণের কাজ করছিলেন ওই শ্রমিক। সেই সময়ে জলাধারের নীচে অসাবধানতায় পড়ে যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শ্রমিককে উদ্ধার করলেও তার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সোমবার দেহটি ময়না-তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
পঞ্চায়েতে তালা নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
গরহাজিরার প্রতিবাদে সোমবার পুঞ্চা গ্রাম পঞ্চায়েতে তালা দিলেন স্থানীয় বাসিন্দারা। ব্লক কংগ্রেস সভাপতি বারিদবরণ মাহাতো বলেন, “সোমবার দুপুরে পঞ্চায়েতে গিয়ে দেখা যায়, কোনও কর্মী নেই। প্রধান, উপপ্রধানও নেই।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “খবর পেয়েছি। এক ঘণ্টা পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়।” এ দিন চেষ্টা করেও প্রধান সিপিএমের প্রাণকৃষ্ণ সিং সর্দারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
স্কুল ভোট নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
স্কুল ভোটে জয়ী হল তৃণমূল। রবিবার পুঞ্চা থানার লৌলাড়া রাধাচরণ অ্যাকাডেমি স্কুল ও কাঁসাইপার ট্রাইব্যাল স্কুলে নির্বাচন হয়। দু’টি স্কুলেই তৃণমূল প্রার্থীরা ৬টি আসনে জয়ী হয়েছেন। দু’টি স্কুলের পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। |