দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেস পরিচালিত বসিরহাট পুরসভার বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখাল তৃণমূল। সেইসঙ্গে পুরবোর্ড থেকে নিজেদের সমর্থনও প্রত্যাহার করে তারা। স্বজনপোষণ, দুর্নীতি, রাস্তার উন্নতি না হওয়া, পানীয় জল, বেহাল স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী দিনে কংগ্রেস পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকিও দিয়েছে তারা। তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে পুরপ্রধান কৃষ্ণা মজুমদার বলেন, “সমস্ত অভিযোগই মিথ্যা।” তৃণমূলের সমর্থন প্রত্যাহারের জবাব ভবিষ্যতে পুরবাসীরা দেবেন দাবি করে তিনি বলেন, “এটা কি জোট ধর্ম পালনের নমুনা। মিথ্যায় সমালোচনা না করে আসুন একতাবদ্ধ হয়ে গঠনমূলক কাজ করি।” তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে শুধু অভিযোগ আনলেই হবে না। তার উপযুক্ত প্রমাণ দিতে হবে। |
পুরসভায় মোট আসন সংখ্যা ২২। এর মধ্যে কংগ্রেস-১০, তৃণমূল -৭, সিপিএম-৪ এবং সিপিআই-এর দখলে একটি আসন। একক বৃহৎ দল হিসাবে কংগ্রেসের মধ্যে খেরে পুরপ্রধান হওয়ার সময়ে বাইরে থেকে সমর্থন জানিয়ছিল তৃণমূল।
এ দিন বিকেলে বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় পাতাক, ফেস্টুন, মাইক নিয়ে তৃণমূলের মিছিল আসে বসিরহাট পুরসভার সামনে। আগে থেকেই সেখানে মঞ্চে হাজির ছিলেন সাংসদ নুরুল ইসলাম, টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, নারায়ণ গোস্বামী, বিভু চট্টোপাধ্যায়, শিবু বন্দ্যোপাধ্যায় প্রমুখ তৃণমূল নেতা। গণ্ডগোলের আশঙ্কায় এসডিপিও-র নেতৃত্বে হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী। |