টুকরো খবর |
স্ত্রীকে মারধরের নালিশ, ধৃত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্ত্রীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পটাশপুরের কানপুর গ্রামের। ধৃত অঙ্কেশ্বর মাইতি নন্দীগ্রামের সামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠের শিক্ষক। সোমবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৭-এ সবং থানা এলাকার বাসিন্দা বিশাখা মান্নার সঙ্গে বিয়ে হয়েছিল অঙ্কেশ্বরের। বিশাখাদেবীর অভিযোগ, বিয়ের পর তিনি জানতে পারেন অঙ্কেশ্বরের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। স্কুল থেকে বাড়িতেও রোজ ফিরতেন না। এ দিকে, বিয়ের পর থেকেই অতিরিক্ত টাকা চেয়ে শ্বশুরবাড়ির লোক তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে মাঝেমধ্যেই বাড়ি চলে যেতেন বিশাখাদেবী। এ নিয়ে পরে গ্রামে সালিশি সভাও হয়। কিন্তু অত্যাচার কমেনি। বিশাখাদেবী জানান, গত রবিবার তাঁকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই রাতেই ধরা হয় অঙ্কেশ্বরকে। তবে তার বাবা অতুল মাইতি ও মা প্রভাতী মাইতি পলাতক।
|
নন্দীগ্রাম-কাণ্ডে কোর্টে জবানবন্দি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রামের নিখোঁজ-কাঁণ্ডে এ বার খেজুরির বোগা অঞ্চল থেকে তিন ‘প্রত্যক্ষদর্শী’কে জবানবন্দির জন্য আদালতে হাজির করল সিআইডি। সোমবার এই তিন জন হলদিয়া মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যজিস্ট্রেট পবিত্র সেনের এজলাসে জবানবন্দি দেন। সিআইডির কড়া নিরাপত্তায় তাঁরা খেজুরি থেকে আদালতে আসেন ও ফিরে যান। এর আগে খেজুরি-২ ব্লকের নিজকসবার কটকা-শ্যামপুরের তিন মাঝির জবানবন্দিও আদালতে নথিভুক্ত করিয়েছে সিআইডি। এই তিন জন নন্দীগ্রামে ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির নিহত কয়েক জনের দেহ ভুটভুটিতে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়ায় জড়িত বলে দাবি সিআইডি-র। ইতিমধ্যে খেজুরির প্রাক্তন এক সিপিএম পঞ্চায়েত সদস্য তথা ভুটভুটি মালিককেও গ্রেফতার করেছে সিআইডি। সেই অজিত বর আপাতত রয়েছেন জেলে। সোমবার তিন প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত হওয়ায় মামলা আরও এক কদম এগোল বলে দাবি সিআইডি অফিসারদের। ২০০৭-এর ১০ নভেম্বর সিপিএমের নন্দীগ্রাম দখল-অভিযানে ভূমি-কমিটির কয়েক জন আহত ও নিহত হন। কয়েক জনের আর খোঁজ মেলেনি সেই থেকে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে নিখোঁজ-কাণ্ডে তদন্ত শুরু করেছে সিআইডি।
|
নন্দীগ্রাম-কাণ্ডে কোর্টে বয়ান ৩ ‘প্রত্যক্ষদর্শী’র
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রামের নিখোঁজ-কাঁণ্ডে এ বার খেজুরির বোগা অঞ্চল থেকে তিন ‘প্রত্যক্ষদর্শী’কে জবানবন্দির জন্য আদালতে হাজির করল সিআইডি। সোমবার এই তিন জন হলদিয়া মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যজিস্ট্রেট পবিত্র সেনের এজলাসে জবানবন্দি দেন। সিআইডির কড়া নিরাপত্তায় তাঁরা খেজুরি থেকে আদালতে আসেন ও ফিরে যান। এর আগে খেজুরি-২ ব্লকের নিজকসবার কটকা-শ্যামপুরের তিন মাঝির জবানবন্দিও আদালতে নথিভুক্ত করিয়েছে সিআইডি। এই তিন জন নন্দীগ্রামে ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির নিহত কয়েক জনের দেহ ভুটভুটিতে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়ায় জড়িত বলে দাবি সিআইডি-র। ইতিমধ্যে খেজুরির প্রাক্তন এক সিপিএম পঞ্চায়েত সদস্য তথা ভুটভুটি মালিককেও গ্রেফতার করেছে সিআইডি। সেই অজিত বর আপাতত রয়েছেন জেলে। সোমবার তিন প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত হওয়ায় মামলা আরও এক কদম এগোল বলে দাবি সিআইডি অফিসারদের। ২০০৭-এর ১০ নভেম্বর সিপিএমের নন্দীগ্রাম দখল-অভিযানে ভূমি-কমিটির কয়েক জন আহত ও নিহত হন। কয়েক জনের আর খোঁজ মেলেনি সেই থেকে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে নিখোঁজ-কাণ্ডে তদন্ত শুরু করেছে সিআইডি।
|
দুই ছাত্রের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও কাঁথি |
বিষক্রিয়ায় মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। মৃত মণীশ মাইতির (১৪) বাড়ি পাঁশকুড়ার দক্ষিণ মেচগ্রামে। স্থানীয় গোপালনগর হাইস্কুলে পড়ত সে। সোমবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেচগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে। বিকেলে সেখানেই মৃত্যু হয় তার। পরীক্ষায় খারাপ ফলাফল করার জন্য বাড়িতে সামান্য বকাবকি করা হয়েছিল। সেই অভিমানেই ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে বাড়ির লোকেদের দাবি। খেজুরি কলেজ হস্টেলে প্রাক্তন এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেও উত্তেজনা ছড়িয়েছে। রবিবার সকালে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। মৃতের নাম শচীন টুডু (২৩)। বাড়ি পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি এলাকার কালিঝর্না গ্রামে। খেজুরি কলেজ থেকে পাশ করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করছিলেন শচিন। কিন্তু কলেজের নিচুক্লাসের বন্ধুদের টানে মাঝেমধ্যেই পুরনো হস্টেলে আসতেন তিনি। সেই মতো গত শুক্রবার খেজুরি হস্টেলে আসেন শচিন। শনিবার রাতে খাওয়া-দাওয়া করে বন্ধুদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পর দিন সকালে বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখে শোরগোল বাধে। খেজুরি কলেজের অধ্যক্ষ অসীমকুমার মান্না বলেন, “খবর পেয়ে মৃতের বাবা রবিবার বিকেলেই এসে পৌঁছন। ছেলে শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে, ময়না-তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
|
লরির ধাক্কায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
লরির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হল। গরু বোঝাই ওই লরির ধাক্কায় জখম হয়েছেন তিন ভ্যান রিকশা আরোহীও। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারের কাছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়, ভাঙচুর চালায় লরিতে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে জনতার ধস্তাধস্তিও হয়। মৃত মোটর সাইকেল আরোহীর নাম বলরাম ভক্তা (৪৫)। পারিট গ্রামে বাড়ি। এ দিন তিনি কোলাঘাটে যাচ্ছিলেন। দেউলিয়া বাজারের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটগামী একটি লরি ভ্যান রিকশায় ধাক্কা মারার পরে ওই ব্যক্তিকে চাপা দেয়। জখম তিন ভ্যান রিকশা আরোহীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নার্সিংহোমে ভর্তি করেন। পরে বাসিন্দারা পথ অবরোধ করেন। লরিতে ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কিছু গরু নিয়ে পালিয়েও যায় অনেকে। খবর পেয়ে কোলাঘাট থানার ওসি বাসুকী বন্দ্যোপাধ্যায় পুলিশবাহিনী নিয়ে অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়েন। পরে আরও বড় বাহিনী গিয়ে অবরোধ তোলে। লরির চালক ও খালাসি ধরা পড়েছেন।
|
আন্দোলনে বই বিক্রেতারা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক ছাপিয়ে বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিল রাজ্যের সম্মিলিত পুস্তক বিক্রেতা সমিতি। গত ১২ ও ১৩ নভেম্বর দিঘায় অনুষ্ঠিত নবম বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক ধনঞ্জয় ঘোষ। তিনি বলেন, “রাজ্য সরকারের নতুন এই নীতির ফলে রাজ্যের কয়েক লক্ষ মানুষের জীবন-জীবিকা সঙ্কটের মুখে।এই পরিস্থিতিতে পুস্তক বিক্রেতাদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হবে সংগঠন।” দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল, মণীন্দ্র দত্ত, অম্বিকাচরণ জানা প্রমুখ। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচশোরও বেশি প্রতিনিধি যোগ দেন।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে নেহরু যুবকেন্দ্রের পরিচালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করল আনারপুর সবুজ সঙ্ঘ। সোমবার ১৫০টি প্রদীপ প্রজ্জ্বলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিশু-কিশোরদের জন্য রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি নৃত্যনাট্য ও বিতর্কসভার আয়োজন ছিল। আজ, মঙ্গলবার প্রতিযোগিতার শেষ দিনে পানীয় জলের নিরাপত্তা ও সুরক্ষা এবং গ্রাম্য-স্বনির্ভর গোষ্ঠীর প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হবে বলে জানান সম্পাদক প্রণব বেরা। উপস্থিত থাকবেন বিধায়ক শিউলি সাহা, নেহরু যুবকেন্দ্রের জেলা সংযোজক তরুণকুমার মণ্ডল, ব্লক আধিকারিক দীপাঞ্জন দে প্রমুখ।
|
হলদিয়ায় অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করল মহিষাদল নাগরিক সমাজ। রবিবার প্রজ্ঞানানন্দ ভবনের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। স্বাধীনতা সংগ্রামী প্রজ্ঞানানন্দ সরস্বতী, সুশীল ধাড়া ও সতীশ সামন্তের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সেন, পূবালী দেবনাথ। অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, “এলাকার সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে এসে কাজ করতে হবে।” নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত পূরণ করার আশ্বাস দেন মন্ত্রী।
|
বন্দিদের সঙ্গে সন্ন্যাসী
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বন্দিদের মধ্যে সুস্থ সংস্কৃতির প্রসারে উদ্যোগী হলেন ঘাটাল উপ-সংশোধনাগার কর্তৃপক্ষ। জেলে হাজির হয়ে সন্ন্যাসীরা সুস্থ চিন্তা-ভাবনার প্রয়োজনীয়তা নিয়ে কথা বললেন বন্দিদের সঙ্গে। সোমবার সকালে রামকৃষ্ণ সারদাপীঠ (বেলুড়) থেকে এসেছিলেন স্বামী দিব্যানন্দ ও অন্য সন্ন্যাসীরা। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, কোর্ট ইন্সপেক্টর দেবাশিষ চট্টরাজ প্রমুখ। সাব-জেলর পুলককুমার মণ্ডল বলেন, “বন্দিদের মধ্যে সুস্থ সংস্কৃতির প্রসার এবং তাঁদের সুস্থ জীবনে প্রত্যাবর্তনের পরিস্থিতি তৈরি করতেই এই উদ্যোগ।”
|
স্কুলে নিরঙ্কুশ তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পটাশপুর-১ ব্লকের নৈপুর পঞ্চায়েতের চাঁদপুর হাড়োচরণ বিদ্যামন্দিরে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল-সমর্থিতরা ছাড়া মনোনয়নপত্র জমা দিল না অন্য কোনও দল। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে স্কুলটি সিপিএমের দখলে ছিল।
|
জয়ী নছিপুর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আশালতা গোল্ডকাপের ফাইনালে উঠল নছিপুর আদিবাসী হাইস্কুল। কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে সোমবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল হয়েছে। তাতে নছিপুর আদিবাসী হাইস্কুল ১-০ গোলে কাঁথি টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠকে পরাজিত করে। গোল করেন অভিজিৎ মাছালি। দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নছিপুরের রাজীব সিংহ ও অভিজিৎ।
|
৭ দিনের পুলিশ হেফাজতে অসিত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গ্রেফতার হওয়া জনগণের কমিটির প্রধান-মুখপাত্র অসিত মাহাতোকে ৭ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। রবিবার লালগড় ও শালবনি থানার সীমানাবর্তী অঞ্চল থেকে অসিতকে ধরা হয় বলে দাবি পুলিশের। রাষ্ট্রদ্রোহ, খুন, খুনের চেষ্টা, হামলা-নাশকতা, ভাঙচুর, লুঠ-অগ্নিসংযোগ, এমনকী গণ-ধর্ষণ-সহ মোট ১৩টি মামলায় সোমবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে হাজির করা হয়। মামলাগুলির মধ্যে ৮টিতে চার্জশিটও হয়ে গিয়েছে আগেই। ২০০৯ সালের জুলাই মাসে লালগড়ের গোপালপুর গ্রামের এক তরুণী বধূকে অসিত-সহ কয়েক জন ধর্ষণ করে বলে আদালতে জানায় সরকারপক্ষ। ওই বছরই ডিসেম্বরে লালগড়ের ভাউদির জঙ্গলে তল্লাশিতে যাওয়া যৌথ বাহিনীকে লক্ষ করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলি-চালানো সংক্রান্ত সেই মামলার সূত্রেই অসিতকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। অভিযুক্তের আইনজীবী কৌশিক সিংহ আদালতে দাবি করেন, তাঁর মক্কেল ‘প্রতিবাদী যুবক’ বলেই নানা মামলায় মিথ্যা ভাবে জড়ানো হয়েছে। ভারপ্রাপ্ত এসিজেএম রোহন সিংহ অবশ্য অসিতকে ৭ দিন পুলিশে হেফাজতে রাখারই নির্দেশ দেন।
|
কর্মশালা |
কাঁথি দেশপ্রাণ ব্লকের শিশু শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের সহায়িকা ও সম্প্রসারিকাদের নিয়ে সম্প্রতি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় মিড-ডে মিলের প্রকল্পে স্বচ্ছতা, ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি শিশুদের পঠনপাঠনে জোর দেওয়ার কথা বলেন নোডাল অফিসার রতন মাইতি, সুপারভাইজর মন্দাকিনী মণ্ডল, আরতি বেরা ও অবর বিদ্যালয় পরিদর্শক অমিতাভ গিরি।
|
ক্যারাম প্রতিযোগিতা |
ক্যারাম প্রতিযোগিতা হল আদানি উইলমার লিমিটেডের প্রশাসনিক ভবনে। সোমবারের ফাইনাল খেলায় শর মল্লিক ও দীপক গুপ্তার দলকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নেয় শুভেন্দু মাইতি ও তুহিন দত্ত চৌধুরীর দল। গত ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ২৪টি দল। |
|