|
|
|
|
ছাত্রীদের পোশাক বিতরণ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ছাত্রীদের পোশাক বিতরণ করা হল সোমবার। পোশাক বিতরণের জন্য শিশুদিবসকেই বেছে নেন ওয়ার্ড কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়। এই ওয়ার্ডে ৫টি স্কুল রয়েছে। এক অনুষ্ঠানের মাধ্যমে ৫টি স্কুলের ২৮০ জন ছাত্রীর হাতেই পোশাক তুলে দেওয়া হয় বলে কাউন্সিলর জানিয়েছেন। সরকারি ভাবে ছাত্রীদের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগে। ছাত্রীরা নিজেরা পোশাক কিনে খরচের রসিদ দেখালে তাদের নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় বহু স্কুল। কারণ, পোশাক তৈরি করে দেওয়ার ঝক্কি বেশি। এ ভাবেই বেশিরভাগ স্কুলই ছাত্রীদের পোশাকের টাকা দিয়ে দিলেও ১৭ নম্বর ওয়ার্ডে পোশাক বিতরণ নিয়ে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না বলে এক সময়ে অভিযোগ ওঠে। |
|
নিজস্ব চিত্র। |
এই ওয়ার্ডটি কংগ্রেসের দখলে। কংগ্রেস ও তৃণমূল জোট পুরবোর্ডের ক্ষমতায় থাকলেও তৃণমূলই এ বিষয়ে বেশি সোচ্চার হয়েছিল। ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছিলেন, এই ওয়ার্ডের বেশিরভাগ মানুষ গরিব। সকলের নিজের টাকায় পোশাক কেনারও ক্ষমতা নেই। সে ক্ষেত্রে রসিদ দেখিয়ে টাকা নেবে কী করে? তাই জামা তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে তাঁর দাবি। কিন্তু পুজো ও ঈদের কারণে দর্জিরা ছিলেন বেজায় ব্যস্ত। ফলে সব জামা তৈরি হতে অনেক সময় লেগে যায়। শম্ভুনাথবাবু বলেন, “উৎসবের মরসুম কাটতেই দর্জিদের হাত খালি হয়ে যায়। তার পরই জামা তৈরি করা হয়। এ জন্য কিছুটা দেরি হয়েছে এটা ঠিকই।” কিছু ছাত্রীকে সাদা ও নীল রঙের পোশাক ও কিছু ছাত্রীকে সাদা ও মেরুন রঙের পোশাক দেওয়া হয়েছে। দেরিতে হলেও নতুন পোশাক পেয়ে খুশি ছাত্রীরা। |
|
|
|
|
|