|
|
|
|
পড়ে থাকা কাজ দ্রুত শেষে জোর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। বৈঠকে পড়ে থাকা কাজ দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হল। সোমবার জেলা পরিষদ ক্যাম্পাসে শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা-ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) উত্তম পাত্র-সহ আরও কয়েক জন প্রশাসনিক আধিকারিক। রাজ্যে পালাবদলের পর অধিকাংশ পঞ্চায়েত অচল হয়ে পড়ায় জেলা জুড়েই উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোরও চলছে। সিপিএমের অভিযোগ, জেলার বিস্তীর্ণ অঞ্চলে এখন সন্ত্রাসের আবহ। পঞ্চায়েত-স্তরে দলীয় সদস্যদের নানা ভাবে ভয় দেখাচ্ছে শাসকদল তৃণমূল। তৃণমূলের পাল্টা বক্তব্য, উন্নয়নের কাজ ব্যাহত করে রাজ্য সরকারের বদনাম করতেই সিপিএম নিয়ন্ত্রিত অধিকাংশ পঞ্চায়েত অচল করে রাখা হয়েছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে এ জেলাতেও তৃণমূল-কংগ্রেস জোটের সাফল্য তুলনামূলক ভাবে বেশি হলেও জেলার নব্বই ভাগ পঞ্চায়েত, ২৯টির মধ্যে ২৭টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বামেদেরই দখলে। গত পাঁচ মাসে জেলা জুড়ে উন্নয়ন ব্যাহত হয়েছে বলে মেনে নিয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “পঞ্চায়েতগুলি সচল না-থাকলে উন্নয়ন ব্যাহত হবেই।” জেলা পরিষদ সূত্রে খবর, পড়ে থাকা কাজ কী ভাবে দ্রুত শেষ করা যায়, বৈঠকে সে নিয়েই আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে, একশো দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনার মতো প্রকল্পের কথা। সিদ্ধান্ত হয়েছে, দ্রুত উন্নয়নের কাজ চলবে। কোথাও সমস্যা হলে বিডিও কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতি তা কর্তৃপক্ষকে জানাবেন। সমস্যা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সভাধিপতি বলেন, “সমস্ত প্রকল্পের কাজ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।” |
|
|
|
|
|