এসএফআই পরিচালিত ছাত্র সংসদ অফিসে ঢুকে সংগঠনের কাগজপত্র ভণ্ডুল করা ও নেতাদের ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ ত্রিবেণীদেবী ভলটিয়া কলেজে। এসএফআই-র জেলা সভাপতি সিদ্ধার্থ বসু অভিযোগ করেন, সোমবার সকালে তৃণমূলের সমর্থকেরা সংসদ ভবনে চড়াও হন। নথিপত্র লোপাট করে ও নেতাদের ছবি সরিয়ে দেয়। তার পর তারা ওই সংসদ ভবনে তালা লাগিয়ে নিজেদের পতাকা লাগিয়ে দেয়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। |
এই অভিযোগ অস্বীকার করেছেন টিএমসিপি-র ব্লক সভাপতি বাপ্পা মুখোপাধ্যায়। তিনি জানান, দু’দশকের বেশি সময় ধরে এই কলেজে কোনও ভোট করতে দেয়নি এসএফআই। সংসদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও এসএফআই এ নিয়ে বছরে এই বছরে দ্বিতীয়বার, ২৭ নভেম্বরে থেকে তিন দিনব্যাপী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া সংসদে কোনও অডিট হয়নি। বাপ্পাবাবু বলেন, “আমরা এ দিন মিছিল করে অধ্যক্ষের কাছে গিয়েছিলাম। ডিসেম্বরে নির্বাচনের আগে কোনও অনুষ্ঠান না করা এবং সংসদে অডিট করার দাবি জানানো হয়েছে।” অধ্যক্ষ শীতল গঙ্গোপাধ্যায় জানান, ছাত্রদের দু’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছিল। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, বিষয়টির উপরে নজর রাখা হচ্ছে। |