উৎসব-অনুষ্ঠানে শিশু দিবস পালিত হল দুর্গাপুর মহকুমা জুড়ে। কোথাও বসে আঁকো, কোথাও আবার গান-আবৃত্তিতে মাতল কচি-কাঁচারা। সিটি সেন্টারের রবীন্দ্রমূর্তির পাদদেশে আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতা। খোলা আকাশের নীচে আয়োজিত অনুষ্ঠানটি মন কাড়ে পথচলতি মানুষজনের। তথাগত চট্টোপাধ্যায়, প্রিয়াংশু অধিকারীরা বলে, “এমন ফাঁকা জায়গায় বসে কোনও দিন ছবি আঁকিনি।” সৃজনী প্রেক্ষাগৃহে একটি সংস্থার পক্ষ থেকে দুর্গাপুর, আসানসোল ও বাঁকুড়ার প্রায় চারশো পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। অন্ডাল বিমানগরী নির্মাণে যুক্ত বিএপিএল দুর্গাপুরের রবীন্দ্রভবনে আন্তঃস্কুল নাটক প্রতিযোগিতার আয়োজন করেছিল এ দিন। ৬টি স্কুলের পড়ুয়া যোগ দিয়েছিল। প্রথম স্থান অধিকার করে উখড়া কেবি হাইস্কুল।
|
অস্ত্র আইনে গ্রেফতার কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলের জামিন মঞ্জুর করলেন না আসানসোল আদালতের ভারপ্রাপ্ত এসিজেএম বিচারক হিমিকা দাশ। সোমবার দুপুরে তিনি এই বিধান দিয়েছেন। একই সঙ্গে শারীরিক অসুস্থতার জন্য জয়দেব মণ্ডলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, শনিবার থেকে জয়দেব মণ্ডলকে আসানসোল মহকুমা হাসপাতালে বিচার বিভাগীয় সেলে রাখা হয়। সোমবার জয়দেব মণ্ডলকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার জন্য ধানবাদ জেলার গোবিন্দপুর থানার পুলিশ বিচারকের কাছে আবেদন করেন। ওই থানায় জয়দেবের বিরুদ্ধে দু’টি পৃথক কয়লা চুরির মামলা রয়েছে। গোবিন্দপুর থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে নিয়ে যাওয়ার আবেদন করা হয়। তবে আসানসোলের এসিজেএম বিচারক জয়দেবকে আসানসোলেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন।
|
ভিন্ন পদে কাজ করেও নিয়মিতকরণ না হওয়ার প্রতিবাদে সোমবার থেকে আমরণ অনশনে বসলেন ১১ জন শ্রমিক। কালিপাহাড়ি (আর) কোলিয়ারির কালিপাহাড়ি ইউনিটের ঘটনা। বিক্ষোভকারী সংগঠন আইএনটিইউসি নেতা বাদল মিশ্র জানান, এই ইউনিটের ৪২ জন কর্মী দীর্ঘ দিন ধরে ঊর্ধ্বতন পদে কাজ করছেন। মাস ছ’য়েক আগে ২৯ জনকে নিয়মিতকরণ করা হয়েছে। বাকি ১৩ জনকে করা হয়নি। কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন জানিয়েও কোনও প্রতিকার না মেলায় ১১ জন অনশনে বসেছেন। এতেও সমস্যা না মিটলে লাগাতার উৎপাদন বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন তিনি। কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ নিমচা ব্রিজের কাছে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম পিন্টু নুনিয়া (৩৫)। বাড়ি নিমচা কোলিয়ারি এলাকায়। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ রেললাইন পার হওয়ার সময়ে একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
বধূ নির্যাতনের অভিযোগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ শ্রীকান্ত ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের স্ত্রী রমা ঘোষ লিখিত অভিযোগে জানান, ১৯৮৯ সালে তাঁর সঙ্গে শ্রীকান্তের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। |
রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের পড়ুয়াদের নিয়ে বুদবুদ বাজারে শিশু দিবস উপলক্ষে সোমবার মিছিল হয়। এ দিনই স্কুলের নতুন ভবনের উদ্বোধন করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ভাস্করানন্দ। |