|
|
|
|
পেনশন বন্ধ তিন মাস, আন্দোলন |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
গত তিনমাস ধরে পেনশন মিলছে না। মিলছে না অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধাও। কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় এবারে আন্দোলেন নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) রিটায়ার্ড এমপ্লিয়জ ফোরামের সদস্যরা। শুক্রবার দিনভর সংগঠনের কয়েক হাজার সদস্য নিগমের রায়গঞ্জ ডিভিশনের অন্তর্গত রায়গঞ্জ, ইসলামপুর, বালুরঘাট, মালদহ এবং চাঁচল ডিপো অবরোধ করে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা প্রতিটি ডিপোর প্রশাসনিক কাজকর্ম বিকাল পর্যন্ত অচল করে রাখেন। তবে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে কোনও বাস অবরোধ করা হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া পেনশন-সহ আর্থিক সুবিধাগুলির বিষয়ে কর্তৃপক্ষ কোনও উদ্যোগ না নেওয়া হলে আন্দোলনে নামা হবে বলে জানানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য রায়গঞ্জ ডিভিশনের সমস্ত ডিপোতে সরকারি বাসের ‘চাকা জ্যাম’ করারও হুমকি দেওয়া হয়েছে। ফোরামের অভিযোগ, নিগমের ২৬০০ অবসরপ্রাপ্ত কর্মী গত অগস্ট মাস থেকে পেনশন পাচ্ছেন না। কর্মরত অবস্থায় মৃত ১১৪ জন কর্মীর স্ত্রীদের পেনশন চালু হয়নি। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। এ ছাড়া লিভ স্যালারি, গ্র্যাচুইটি, রোপা, পেনশন বিক্রির টাকা বাবদ প্রায় ৩৫ কোটি টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সংস্থার রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় বলেন, “সংগঠনের দাবি পূরণ করার এক্তিয়ার আমাদের নেই। বিষয়টি কোচবিহার সদর দফতরে জানানো হয়েছে।” এনবিএসটিসি’র বোর্ডের সদস্য তিলক চৌধুরী বলেন, “অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন এবং আর্থিক সুবিধার বিষয়টি পরের বোর্ড মিটিঙে আলোচনা করা হবে।” ফোরামের সভাপতি রবীন্দ্রনাথ সাহা জানিয়েছেন, বামফ্রন্ট সরকারের আমলে নিগম কর্তৃপক্ষ অর্থ দফতরের অনুমোদন ছাড়া বেআইনিভাবে ১৫০০ কর্মী নিয়োগ করে। নতুন রাজ্য সরকার আসার পরেই নানা দুর্নীতি ধরা পড়েছে। এর পরে প্রশাসনিক জটিলতায় অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং আর্থিক সুবিধা আটকে গিয়েছে। হাইকোর্ট এবং রাজ্যপালের নির্দেশে ২০০০ থেকে পেনশন চালু হয়। |
|
|
|
|
|