পুস্তক পরিচয় ২...
হাত পড়েছে পুরাতনের ভাঁড়ারে
ভূতের রাজার কাছে যদি বর চাইত আজকের ছোটরা, জবর জবর তিন বর, তবে তার প্রথমটা নিশ্চয় হত যেন ভাল ভূতের গল্প পড়তে পারি। বাংলায় ভূতের গল্পের এখন বড়ই আকাল। অতএব হাত পড়ছে পুরাতনের ভাঁড়ারে। আর সেই ভাঁড়ারের সিংহভাগই বোধ হয় ‘আনন্দমেলা’ পত্রিকায়। আনন্দমেলা-য় গত প্রায় চার দশক জুড়ে প্রকাশিত গল্পগুলির সংকলন প্রকাশিত হচ্ছে এখন। সেই ধারায় সাম্প্রতিকতম আনন্দমেলা ভূতের গল্পসংকলন (সম্পাদনা পৌলোমী সেনগুপ্ত, আনন্দ, ৩৫০.০০)। ১৩৭৮-এ প্রকাশিত সন্তোষকুমার ঘোষের ‘আধিভৌতিক’ দিয়ে শুরু, তার পরে কালানুক্রমে ২০০৯-এ প্রকাশিত শক্তিপদ রাজগুরুর ‘সুন্দরবনের ভূত’ পর্যন্ত মোট ৭০টি গল্প। নানা কলমে নানা ভূতের এই উপভোগ্য সংকলনে রাখা হয়েছে পত্রিকায় প্রকাশিত অলংকরণগুলিও, শিল্পীর স্বীকৃতি-সহ। পড়ার মজার সঙ্গে দেখার মজাকেও ধরে রাখার এমন উদ্যোগ সম্প্রতি-প্রচল এ ধরনের সংকলনের ধারায় ব্যতিক্রমী। তবে লেখক-পরিচিতিতে একটু সতর্ক হলে লীলা মজুমদারের রচনা ‘বদ্যিনাথের বড়ি’, ‘বদ্যিনাথের ষাঁড়’ হত না।
ঢালের খোঁজে (আনন্দ, ১৫০.০০) বাংলায় সাম্প্রতিকতম অ্যাসটেরিক্স। মূল ফরাসি কমিকসটির নাম লে বুকলিয়ে আরভের্ন। আর এক বার এটাসেটামিক্স, বিশালাকৃতিক্স, ওবেলিক্স এবং কলরবিক্সের সঙ্গে মজা আর রোমাঞ্চের জগতে নিয়ে যায় এই আশ্চর্য কমিকস নায়ক। কিন্তু আরও এক বার? না, তাতে একটা সংশয়চিহ্ন পড়েছে। রনে গোসিনি এখনও লেখা চালিয়ে গেলেও আলবেয়ার ইউদেরজো জানিয়েছেন তিনি আর এই কমিকসের ছবি আঁকবেন না। অবশ্য, আশার কথা, এখনও অনেকগুলি মূল অ্যাসটেরিক্সের অনুবাদ বাকি।
দেড়শো বছর বয়সী রবীন্দ্রনাথ ভাব জমাতে এসেছেন ছোট্ট তুতুলের সঙ্গে। গল্পের শুরু সেখান থেকে। এমনই অভিনব সাতটি গল্প ও একটি রঙ্গ-নাটক নিয়ে সুনীল জানার তুতুল ও রবীন্দ্রনাথ (দে’জ, ৪০.০০)। ঝকঝকে লেখা, মিষ্টি অলংকরণ। দুইয়ে মিলে দেখা-পড়ায় দারুণ মজা।
লোকজীবনের কথা ধরা থাকে যে সব গল্পে, প্রচলিত সে সব গল্পকথার শুধু রূপতাত্ত্বিক মূল্য নয়, ঐতিহাসিক মূল্যও আছে। মুখে-মুখে ফেরা সে সব গল্পের লিখিত রূপও তৈরি হয়েছে আধুনিক কালে, রেভারেন্ড লালবিহারী দে এ কাজটি শুরু করেছিলেন আমাদের দেশে। গৌর বৈরাগীর নানা রাজ্যের উপকথা/ দুখু আর সুখু (পরশপাথর, ৫০.০০) এমনই একটি সংকলন নানা প্রদেশের প্রচলিত গল্পের। ইংরেজি থেকে অনুবাদ, মূল আদল বজায় রেখেই ভাব ও ভাষায় খানিকটা স্বাধীনতা নেওয়া হয়েছে ছোটদের জন্যে।
এ বার কমিকসে ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার শেয়াল-দেবতা রহস্য (আনন্দ, ১৫০.০০)। ছবি এঁকেছেন অভিজিৎ চট্টোপাধ্যায়, শট-বিভাজনও যথাযথ। ঝকঝকে ছাপা। পড়তে পড়তে মনে হয়, একটু অন্য রূপে যেন নতুন করে পাওয়া যায় ফেলুদাকে। তবে প্রথম ফেলুদা পড়া কমিকসে না হলেই ভাল। উল্লেখ্য, এই কমিকসে মিশরীয় লিপির ধাঁচে সত্যজিতের নামাঙ্কনটি বজায় রাখা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.