দিনমজুরি করতে গিয়েই শুক্রবার ভোরে নির্মীয়মাণ জলপ্রকল্পের ১৩০ ফুট উঁচু জলাধার থেক পড়ে গিয়ে মারা গিয়েছেন সুমন মল্লিক (১৮) নামে এক যুবক। রাজধরপাড়ার সরকারি ওই জলপ্রকল্পের ঠিকাদার সংস্থার গাফিলতির কারণে তাঁর ছেলেকে মরতে হল বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন মৃতের বাবা নিজাম মল্লিক। তাঁর অভিযোগ, “অত উঁচুতে কাজ করাতে হলে আইন মেনে নিচে জাল টাঙাতে হয়, কর্মীকে হেলমেট ও সেফটি বেল্ট পরিয়ে উপরে তুলতে হয়। ঠিকাদার সে সব কিছু না করায় আমার ছেলেকে প্রাণ দিতে হল।” তিনি বলেন, “ওই ছেলে নিজে লেখাপড়া না করে তার দাদার পড়ার খরচ জোটাতে এই বয়সে দিনমজুরি করত।”
|
বেহাল রাস্তায় মাস আটেক আগেই বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল। প্রতি দিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তবে রাস্তা মেরামত করতে উদ্যোগী হয়নি প্রশাসন। খড়গ্রামের রায়পুর থেকে নুনাডাঙা পর্যন্ত বেহাল রাস্তার সারাইয়ের দাবিতে শুক্রবার ঝিল্লি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দেয় খড়গ্রাম ব্লক কংগ্রেস। ব্লক কংগ্রেস সভাপতি মাফিজউদ্দিন মণ্ডল বলেন, “বেহাল রাস্তা, একশো দিনের কাজ, জব কার্ড, বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্যা রয়েছে। এলাকার বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন। সব রকমের সুযোগ সুবিধা যাতে বাসিন্দারা পান তার দাবিতেই স্মারকলিপি দেওয়া হয়েছে।” পঞ্চায়েত প্রধান সিপিএমের কামারেজ্জামান সরকার বলেন, “রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষের দিকে।”
|
জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ এন এস এস বিষয়ে ছাত্র সমাজকে সচেতন করতে উত্তরবঙ্গ বাদ দিয়ে রাজ্যের বাকি ১২টি জেলার ১১০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও স্কুল ভিত্তিক প্রকল্প আধিকারিকদের নিয়ে এক দিনের কর্মশালা সম্পন্ন হল। শুক্রবার জিয়াগঞ্জের রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে ওই কর্মশালা পরিচালনা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রকল্পের রাজ্য কো-অর্ডিনেটর উৎপলকুমার বিশ্বাস ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ট্রেনিং সেন্টারের শিক্ষক শুভ্রনীল বসু।
|
দুষ্কৃতীদের হামলায় শুক্রবার আহত হন মাটিয়ারি পঞ্চায়েত প্রধান সিপিএমের সুখেন নন্দী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে প্রকাশ্য রাস্তাতেই তাঁকে ছুরি দিয়ে আঘাত করে এক দল দুষ্কৃতী। তাঁকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় ডেঙাই শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
|
ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সালার স্টেশন সংলগ্ন এলাকা থেকে দেহটি উদ্ধার হয়েছে। মৃতের আনুমানিক বয়স ৫৫। |