টুকরো খবর
সহায়ক মূল্যে ধান কেনায় চালকলের ভূমিকা নিয়ে প্রশ্ন
অভাবী বিক্রি রুখতে সরকার নির্ধারিত সহায়ক মূল্যে (এক কুইন্টাল ১০৮০ টাকা) চাষিদের থেকে ধান কেনার ক্ষেত্রে আরামবাগ মহকুমার চালকলগুলির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল তৃণমূল। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার আরামবাগের গৌরহাটি মোড়ে মহকুমা সহকারী জেলা খাদ্য নিয়ামকের অফিসে তারা বিক্ষোভ দেখায়। স্মারকলিপি দেওয়া হয় মহকুমা সহকারী জেলা খাদ্য নিয়ামককে। শহরে মিছিল করে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সরকার নির্ধারিত সহায়ক মূল্যে অধিকাংশ চালকলই ধান কিনছে না। অথচ, নকল মাস্টার-রোল জমা দেওয়া হচ্ছে। মহকুমা খাদ্য সরবরাহ দফতরে জমা পড়া মাস্টার-রোলগুলি যাচাই করে বিধায়কের কাছে সেই সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার দাবিও তোলে তারা। তৃণমূলের আরও দাবি, এলাকা ভিত্তিক ভাবে চাষিদের থেকে প্রতিটি চালকলকে সমান ভাবে ধান কিনতে হবে। সহকারী জেলা খাদ্য নিয়ামক কাশীনাথ দলুই বলেন, “প্রতিটি চালকলকে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রতিটি চালকলের মূল ফটকে ব্যানার টাঙিয়ে সেই কাজও চলছে।” তিনি আরও জানান, আগামী ১৫ নভেম্বর মহকুমাশাসকের দফতরে বৈঠক হবে। সেখানে এলাকা ভিত্তিক ভাবে চালকলগুলি যাতে সমান ভাবে ধান কেনে, সে ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রামের নলকূপ খারাপ, ঘেরাও সরকারি কর্মীরা
পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে গ্রামে গিয়ে ঘেরাও হয়ে পড়লেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীরা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসীরা তাঁদের আটকে রাখেন। শেষ পর্যন্ত দফতরের পদস্থ কর্তার আশ্বাসে সকলে ছাড়া পান। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের সোমরাবাজারে। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, সোমরাবাজার ২ পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। এখানকার বহু নলকূপ অকেজো হয়ে পড়াতেই মূলত এই অবস্থা। বহুবার প্রশাসনের দরজায় আবেদন-নিবেদন করেও ফল মেলেনি বলে অভিযোগ। শুক্রবার বিকেলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীরা পরিস্থিতি দেখতে যান। এত দিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এই অভিযোগ তুলে বিকেল ৪টে নাগাদ তাঁদের ঘেরাও করেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। শেষে, দফতরের সহকারী বাস্তুকার সুস্মিত বাগচি ঘটনাস্থলে আসেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিলে সাড়ে ৭টা ঘেরাও ওঠে। সংশ্লিষ্ট দফতরের তরফে জানানো হয়, যে ঠিকাদার কাজ করেছিলেন, তাঁদের পদ্ধতিগত ত্রুটির জন্যই সমস্যা হয়েছে। এ বার নির্দিষ্ট পরিকল্পনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তা হলেই, জলের সমস্যা দূর হবে।

রাজ্য সরকারের সমালোচনায় মুখর বিজেপি
হুগলি জেলা বিজেপি-র কর্মিসভা অনুষ্ঠিত হল শুক্রবার। শ্রীরামপুর রবীন্দ্রভবনে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ, জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক স্বপন পাল-সহ অনেকে। বিজেপি সূত্রের খবর, আগামী ৩০ নভেম্বর কলকাতায় দলের সমাবেশ হবে। মূলত সেই সমাবেশ সফল করার লক্ষেই এ দিনে কর্মসূচি নেওয়া হয়। হুগলির বিভিন্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়। পেট্রোল-ডিজেল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন রাহুলবাবু। বাংলা মাধ্যমে অষ্টম শ্রেণি পর্যন্ত পাসফেল প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপি নেতারা বলেন, এ ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। পাসফেল প্রথা তুলতে হলে ইংরেজি মাধ্যম থেকেও তুলে দেওয়া হোক। শুধু বাংলা মাধ্যমের ক্ষেত্রে তা যেন না হয়। স্বপনবাবু বলেন, “রাজ্য পরিচালনায় নতুন সরকার ব্যর্থ। এর বিরুদ্ধে আগামী ৩০ নভেম্বরের পরে আমরা জোরদার আন্দোলনে নামব।”

কংগ্রেসের বিক্ষোভ
হাওড়ার আমতা ২ ব্লককে ‘বন্যা কবলিত’ ঘোষণা করার দাবিতে শুক্রবার জয়পুরে আমতা ২ ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। তাদের অভিযোগ, এই ব্লকের বেশিরভাগ পঞ্চায়েত গত সেপ্টেম্বর মাসে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়। প্রচুর ফসলের ক্ষতি হয়। রাস্তা, বাড়ি ভাঙে। অথচ বন্যা কবলিত বলে ঘোষণা না-করায় ক্ষতিগ্রস্তরা সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভ সমাবেশে কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, দলীয় নেতা দাশরথী দির্ঘাঙ্গী প্রমুখ বক্তৃতা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘বন্যাকবলিত’ বলে ঘোষণা রাজ্য সরকারই করতে পারে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
গ্রামে রাস উৎসব উপলক্ষে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আরামবাগের খালোড় গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম রঘুনাথ পণ্ডিত (৩২)। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। অন্য দিকে, শুক্রবার সকালে জগদ্দলের মাদ্রাল দুর্গানগর কলোনিতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম সুমিতা পাল (২৬)। নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেহ মেলে।

আবুল কালামের জন্মদিন পালন
শুক্রবার হাওড়া জেলার বিভিন্ন স্কুলে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান হয়। আমতার দক্ষিণ খড়িয়প প্রাথমিক স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে বৃক্ষরোপন কর্মসূচি হয়। অন্য দিকে শ্যামপুরের বাগাণ্ডা-জটাধারী হাইস্কুলে ক্যুইজ, আবৃত্তি, গান, খেলা প্রভৃতি অনুষ্ঠিত হয়।

স্কুলভোটে জয়ী তৃণমূল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুড়শুড়ার ধাপধাড়া বলাইচন্দ্র সরকার মেমোরিয়াল হাইস্কুলের পরিচালন সমিতির ভোটে জিতে গেল তৃণমূল। শুক্রবার মনোনয়নপত্র পরীক্ষার দিন ছিল। সিপিএমের পক্ষে কোনও মনোনয়ন জমা না-পড়ায় তৃণমূলকে জয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের দিন ছিল ২০ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল চলতি মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.