ভারতের ব্যাঙ্কিং শিল্পের আর্থিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং ও উপদেষ্টা সংস্থা মুডিজ-এর আশঙ্কা ভিত্তিহীন। শুক্রবার এখানে স্টেট ব্যাঙ্কের নতুন শাখা উদ্বোধনে এসে খুব জোরালো ভাবে এ কথাই জানালেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তাঁর দাবি, এই মুহূর্তে ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
সম্প্রতি ভারতীয় ব্যাঙ্কিং শিল্পের রেটিং কমিয়েছে মুডিজ। এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ তকমা দিয়ে প্রণববাবু বলেন, “দেশের আর্থিক ব্যবস্থার মেরুদণ্ড ব্যাঙ্ক। তা নিয়ে ভিত্তিহীন মন্তব্য অনুচিত।” তাঁর অভিযোগ, ১২ মাসের অনুৎপাদক সম্পদের হিসেব দেখার পরই এ ধরনের সিদ্ধান্তে পৌঁছনো উচিত। সেখানে মুডিজ দেখেছে অল্প ক’মাসের।
এই প্রসঙ্গে আর এক রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স-এর খতিয়ানের প্রসঙ্গও তোলেন তিনি। কারণ তারা আবার মুডিজের উল্টো পথে হেঁটে ভারতীয় ব্যাঙ্কিং শিল্পের রেটিং বাড়িয়েছে। এ দিন অর্থমন্ত্রীর আশ্বাস, “এসবিআই চেয়ারম্যান ও ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে কথা হয়েছে। মূলধন বা অনুৎপাদক সম্পদের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে নেই। দেশে ব্যাঙ্কিং শিল্পে নিয়ন্ত্রণ কড়া। তা ছাড়া ব্যাঙ্কগুলির মূলধন বাড়াতে এই অর্থবর্ষেই দেওয়া হবে ৮ হাজার কোটি টাকা।”
এ দিন প্রণববাবু এসবিআই বেঙ্গল সার্কেলের ১০১১তম শাখা ও ১১৬৮তম এটিএম-এর উদ্বোধন করেন। উদ্বোধন করেন প্রত্যন্ত গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার ব্যবস্থা ‘ব্যাঙ্ক অন হুইলস’-এরও। দেশের সব লাভজনক সংস্থাকেই ‘সামাজিক দায়বদ্ধতার’ খাতিরে উন্নয়নের কাজে নামতে আহ্বানও জানান তিনি। |